কলকাতা, 11 ডিসেম্বর: মঙ্গলবার কার্যকরী কমিটির বৈঠকে 15 জানুয়ারি ক্রিকেট দিবস পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । ওইদিন প্রয়াত কিংবদন্তি চুনী গোস্বামীর জন্মদিন । ফলে ওই দিনটিকে ক্রিকেট দিবস হিসেবে বেছে নেওয়ার পাশাপাশি 1983 বিশ্বকাপজয়ী ক্রিকেট দলের সদস্য সৈয়দ কিরমানিকে সম্মানিত করা হবে ।
আগেই ঠিক হয়েছিল, মোহনবাগানের ক্রিকেট পরিকাঠামো নতুনভাবে সাজানো হয়েছে । তার উদ্বোধন জমকালোভাবে করা হবে । ফিতে কাটবেন তিরাশির বিশ্বকাপজয়ী দলের কোনও সদস্য । সচিব দেবাশিস দত্ত জানিয়েছেন, কিরমানির মতো কিংবদন্তিকে বেছে নেওয়ার কারণ তাঁর স্বচ্ছ ভাবমূর্তি । ব্যক্তিগতভাবে তিনি মনে করেন, কিরমানির মতো উইকেটরক্ষক ভারতীয় ক্রিকেটে আসেননি । এর আগে ক্লাবের প্রবেশদ্বার চুনী গোস্বামীর নামাঙ্কিত করা হয়েছিল । যার ফিতে কেটেছিলেন সুনীল গাভাসকর । এবার তার রেশ ধরে উন্নত ক্রিকেট পরিকাঠামোর উদ্বোধন কিরমানির হাত দিয়ে করানো হচ্ছে ।