কলকাতা, 31 ডিসেম্বর: বছরটা শেষ করা গিয়েছে শীর্ষে থেকে ৷ তবে কাঁধে নিঃশ্বাস ফেলছে বেঙ্গালুরু এফসি ৷ পদস্খলন হলেই হাতছাড়া হতে পারে লিগ টেবিলের মগডাল ৷ এমতাবস্থায় ঘরের মাঠে হায়দরাবাদ এফসি ম্যাচ দিয়ে বছর শুরু করছে মোহনবাগান সুপারজায়ান্ট ৷ পঞ্জাব এফসি'কে তাঁদের ঘরের মাঠে গিয়ে হারিয়ে জয়ের সরণিতে ফেরা মোহনবাগান সমর্থকদের দিচ্ছে নববর্ষের উপহার ৷ কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার ঘোষণা মত বিনামূল্যে সমর্থকদের হায়দরাবাদ ম্যাচের টিকিট দিচ্ছে সুপার জায়ান্ট কর্তৃপক্ষ ৷
দিমিত্রি পেত্রাতোসকে পাওয়া যাবে না বছরের প্রথম ম্য়াচে ৷ তবে বাগান কোচ হোসে মোলিনার চিন্তা কিছুটা দূর হয়েছে গ্রেগ স্টুয়ার্টের কারণে ৷ স্কটিশ প্লে-মেকার হায়দরাবাদ ম্যাচের আগে বল পায়ে অনুশীলন করছেন চুটিয়ে ৷ স্বাভাবিকভাবেই কোচহীন হায়দরাবাদের বিরুদ্ধে স্টুয়ার্টের প্রত্য়াবর্তবনের সম্ভাবনা খুবই উজ্জ্বল ৷ যদিও এ ব্যাপারে কোনও সবুজ সঙ্কেত কোচ এখনও দেননি ৷ গোয়া ম্য়াচের আগে পুনরায় চোটের কবলে পড়েছিলেন আশিক কুরুনিয়ান ৷ তাঁকে সম্ভবত পাওয়া যাবে না বছরের প্রথম ম্যাচেও ৷