পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

শীর্ষস্থান ধরে রাখার লড়াইয়ে সামনে হায়দরাবাদ, ঘরে-বাইরে বিনামূল্যে দেখুন মোহনবাগানের ম্যাচ - ISL 2024 25

লিগ শীর্ষের লড়াইয়ে ঘাড়ে নিঃশ্বাস ফেলছে সুনীলের বেঙ্গালুরু ৷ এমতাবস্থায় হায়দরাবাদের বিরুদ্ধে জয় ছাড়া গতি নেই বাগানের ৷ কোথায় দেখবেন ম্য়াচ?

MANVIR SINGH
মনবার সিং (ANI)

By ETV Bharat Sports Team

Published : Dec 31, 2024, 10:34 PM IST

কলকাতা, 31 ডিসেম্বর: বছরটা শেষ করা গিয়েছে শীর্ষে থেকে ৷ তবে কাঁধে নিঃশ্বাস ফেলছে বেঙ্গালুরু এফসি ৷ পদস্খলন হলেই হাতছাড়া হতে পারে লিগ টেবিলের মগডাল ৷ এমতাবস্থায় ঘরের মাঠে হায়দরাবাদ এফসি ম্যাচ দিয়ে বছর শুরু করছে মোহনবাগান সুপারজায়ান্ট ৷ পঞ্জাব এফসি'কে তাঁদের ঘরের মাঠে গিয়ে হারিয়ে জয়ের সরণিতে ফেরা মোহনবাগান সমর্থকদের দিচ্ছে নববর্ষের উপহার ৷ কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার ঘোষণা মত বিনামূল্যে সমর্থকদের হায়দরাবাদ ম্যাচের টিকিট দিচ্ছে সুপার জায়ান্ট কর্তৃপক্ষ ৷

দিমিত্রি পেত্রাতোসকে পাওয়া যাবে না বছরের প্রথম ম্য়াচে ৷ তবে বাগান কোচ হোসে মোলিনার চিন্তা কিছুটা দূর হয়েছে গ্রেগ স্টুয়ার্টের কারণে ৷ স্কটিশ প্লে-মেকার হায়দরাবাদ ম্যাচের আগে বল পায়ে অনুশীলন করছেন চুটিয়ে ৷ স্বাভাবিকভাবেই কোচহীন হায়দরাবাদের বিরুদ্ধে স্টুয়ার্টের প্রত্য়াবর্তবনের সম্ভাবনা খুবই উজ্জ্বল ৷ যদিও এ ব্যাপারে কোনও সবুজ সঙ্কেত কোচ এখনও দেননি ৷ গোয়া ম্য়াচের আগে পুনরায় চোটের কবলে পড়েছিলেন আশিক কুরুনিয়ান ৷ তাঁকে সম্ভবত পাওয়া যাবে না বছরের প্রথম ম্যাচেও ৷

বাকি সকলকেই পাওয়া যাবে হায়দরাবাদের বিরুদ্ধে ৷ বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে দলে যোগ দিয়েছেন মনবীর সিং ৷ তবে সবুজ-মেরুন কোচকে সবচেয়ে স্বস্তি বোধহয় দেবে ডিফেন্ডার আলবার্তো রড্রিগেজের গোলের মধ্যে থাকা ৷ সবমিলিয়ে বছরের শুরুতে তিন পয়েন্ট ছাড়া কিছুই ভাবছে না গঙ্গাপাড়ের ক্লাব ৷

  • কবে-কোথায় অনুষ্ঠিত হবে ম্যাচ: মোহনবাগান বনাম হায়দরাবাদ এফসি ম্য়াচ অনুষ্ঠিত হবে আগামী 2 জানুয়ারি বৃহস্পতিবার সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে ৷ ম্যাচ শুরু হবে সন্ধে সাড়ে 7টায় ৷
  • বিনামূল্যে টেলিভিশনে কীভাবে দেখা যাবে ম্যাচ:দেশের টপ টিয়ার ফুটবল লিগের টেলিভিশন সম্প্রচার স্বত্ত্ব রয়েছে স্পোর্টস 18 নেটওয়ার্কের হাতে ৷ মোহনবাগান বনাম হায়দরাবাদ ম্যাচ টেলিভিশনে সরাসরি দেখা যাবে স্পোর্টস18 3 SD চ্যানেলে ৷ এছাড়া স্টার স্পোর্টস 3 SD চ্যানেলেও ম্য়াচের লাইভ সম্প্রচার উপভোগ করা যাবে ৷ পাশাপাশি টেলিভিশনে মোহনবাগানের ম্যাচ দেখা যাচ্ছে কালার্স বাংলা সিনেমাতেও ৷

ম্য়াচের লাইভ স্ট্রিমিং সবুজ-মেরুন জনতা বিনামূল্যে উপভোগ করতে পারবেন জিও সিনেমা অ্যাপ ও ওয়েবসাইটে ৷

আরও পড়ুন:

ABOUT THE AUTHOR

...view details