ETV Bharat / sports

ব্যারেটো-মেহতাবদের সতীর্থ প্রাক্তন মোহনবাগান ফুটবলারের অকাল প্রয়াণ - MOHUN BAGAN FOOTBALLER DIES

সময়ের অনেকটা আগেই চলে গেলেন প্রাক্তন মোহনবাগান ফুটবলার ঋষি কাপুর ৷ নয়াদিল্লিতে সোমবার শেষ নিঃশ্বাস ত্য়াগ করলেন তিনি ৷

MOHUN BAGAN FOOTBALLER DIES
প্রাক্তন মোহনবাগান ফুটবলারের অকাল মৃত্যু (TWITTER)
author img

By ETV Bharat Sports Team

Published : Jan 20, 2025, 5:44 PM IST

Updated : Jan 20, 2025, 5:54 PM IST

কলকাতা, 20 জানুয়ারি: পঞ্চাশে পা দেওয়ার আগেই চলে গেলেন প্রাক্তন মোহনবাগান ফুটবলার ঋষি কাপুর ৷ সোমবারই প্রয়াত হয়েছেন প্রাক্তন এই লেফট-ব্যাক ফুটবলার ৷ বয়স হয়েছিল মাত্র 49 বছর ৷ জোস ব্য়ারেটো, মেহতাব হোসেন, বাসুদেব মণ্ডল, রেনেডি সিংদের নিয়ে গড়া সবুজ-মেরুনের তারকাখচিত দলের সদস্য ছিলেন ঋষি কাপুর ৷ মোহনবাগানের হয়ে জিতেছেন সর্বভারতীয় ট্রফিও ৷ স্বাভাবিকভাবেই ঋষি কাপুরের মৃত্যুতে শোকের ছায়া ময়দানে ৷

দীর্ঘ রোগভোগের পর নয়াদিল্লির ম্য়াক্স হাসপাতালে এদিন প্রয়াত হন মোহনবাগানের প্রাক্তনী ৷ কেবল মোহনবাগান নয়, কেরিয়ারে দিল্লি ইউনাইটেডের হয়েও খেলেছেন সুদর্শন এই ফুটবলার ৷ জাতীয় স্তরে প্রতিনিধিত্ব করেছেন দিল্লির হয়েও ৷ সুব্রত ভট্টাচার্যের প্রশিক্ষণে বাগানের জাতীয় ফুটবল লিগ জয়ী দলে ছিলেন ঋষি কাপুর ৷ তাঁর অকাল মৃত্যুতে মোহনবাগান ক্লাবের তরফে শোকপ্রকাশ করা হয়েছে সোশাল মিডিয়ায় ৷ প্রাক্তন সবুজ-মেরুন ফুটবলারের মৃত্যুতে শোকাহত ফেডারেশনের প্রাক্তন সচিব শাজি প্রভাকরণ ৷

এক্স হ্যান্ডেলে শোকপ্রকাশ করে তিনি লিখেছেন, "মোহনবাগান, দিল্লি ইউনাইটেড এবং দিল্লির হয়ে খেলা প্রাক্তন ফুটবলার ঋষি কাপুরের মৃত্যুতে শোকাহত ৷ কোনওভাবেই এটা চলে য়াওয়ার বয়স নয় ৷ ওঁর পরিবার-পরিজনদের প্রতি আমার আন্তরিক সমবেদনা ৷ শান্তিতে ঘুমোও ৷" উল্লেখ্য, দিল্লির চল্লিশোর্ধ্ব টিমে ঋষি কাপুরের সতীর্থ ছিলেন ফেডারেশনের প্রাক্তন সচিব ৷ সেই অভিজ্ঞতা থেকেই প্রয়াত ফুটবলারকে প্রশংসায় ভরিয়েছেন শাজি প্রভাকরণ ৷

তাঁর কথায়, "সুনীল ছেত্রীর পর দিল্লির টেকনিক্য়ালি সবচেয়ে ভালো ফুটবলার ছিল ঋষি কাপুর ৷ বিশ্বাসই করতে পারছি না ও আর নেই ৷ আমরা তোমায় মিস করব ৷"

আরও পড়ুন:

কলকাতা, 20 জানুয়ারি: পঞ্চাশে পা দেওয়ার আগেই চলে গেলেন প্রাক্তন মোহনবাগান ফুটবলার ঋষি কাপুর ৷ সোমবারই প্রয়াত হয়েছেন প্রাক্তন এই লেফট-ব্যাক ফুটবলার ৷ বয়স হয়েছিল মাত্র 49 বছর ৷ জোস ব্য়ারেটো, মেহতাব হোসেন, বাসুদেব মণ্ডল, রেনেডি সিংদের নিয়ে গড়া সবুজ-মেরুনের তারকাখচিত দলের সদস্য ছিলেন ঋষি কাপুর ৷ মোহনবাগানের হয়ে জিতেছেন সর্বভারতীয় ট্রফিও ৷ স্বাভাবিকভাবেই ঋষি কাপুরের মৃত্যুতে শোকের ছায়া ময়দানে ৷

দীর্ঘ রোগভোগের পর নয়াদিল্লির ম্য়াক্স হাসপাতালে এদিন প্রয়াত হন মোহনবাগানের প্রাক্তনী ৷ কেবল মোহনবাগান নয়, কেরিয়ারে দিল্লি ইউনাইটেডের হয়েও খেলেছেন সুদর্শন এই ফুটবলার ৷ জাতীয় স্তরে প্রতিনিধিত্ব করেছেন দিল্লির হয়েও ৷ সুব্রত ভট্টাচার্যের প্রশিক্ষণে বাগানের জাতীয় ফুটবল লিগ জয়ী দলে ছিলেন ঋষি কাপুর ৷ তাঁর অকাল মৃত্যুতে মোহনবাগান ক্লাবের তরফে শোকপ্রকাশ করা হয়েছে সোশাল মিডিয়ায় ৷ প্রাক্তন সবুজ-মেরুন ফুটবলারের মৃত্যুতে শোকাহত ফেডারেশনের প্রাক্তন সচিব শাজি প্রভাকরণ ৷

এক্স হ্যান্ডেলে শোকপ্রকাশ করে তিনি লিখেছেন, "মোহনবাগান, দিল্লি ইউনাইটেড এবং দিল্লির হয়ে খেলা প্রাক্তন ফুটবলার ঋষি কাপুরের মৃত্যুতে শোকাহত ৷ কোনওভাবেই এটা চলে য়াওয়ার বয়স নয় ৷ ওঁর পরিবার-পরিজনদের প্রতি আমার আন্তরিক সমবেদনা ৷ শান্তিতে ঘুমোও ৷" উল্লেখ্য, দিল্লির চল্লিশোর্ধ্ব টিমে ঋষি কাপুরের সতীর্থ ছিলেন ফেডারেশনের প্রাক্তন সচিব ৷ সেই অভিজ্ঞতা থেকেই প্রয়াত ফুটবলারকে প্রশংসায় ভরিয়েছেন শাজি প্রভাকরণ ৷

তাঁর কথায়, "সুনীল ছেত্রীর পর দিল্লির টেকনিক্য়ালি সবচেয়ে ভালো ফুটবলার ছিল ঋষি কাপুর ৷ বিশ্বাসই করতে পারছি না ও আর নেই ৷ আমরা তোমায় মিস করব ৷"

আরও পড়ুন:

Last Updated : Jan 20, 2025, 5:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.