পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

সামনে সাত ম্যাচে জয় না-পাওয়া চেন্নাইয়িন, বিনামূল্যে কীভাবে দেখবেন ইস্টবেঙ্গলের ম্য়াচ? - ISL 2024 25

চোট সারিয়ে ফিরতে পারেন সল ক্রেসপো ৷ চেন্নাইয়িনের বিরুদ্ধে দেখা যেতে পারে ইস্টবেঙ্গলের নয়া বিদেশি মেসি বৌলিকে ৷

ISL 2024 25
অনুশীলনে দিয়ামান্তাকোস ও ডেভিড (EAST BENGAL TWITTER)

By ETV Bharat Sports Team

Published : Feb 7, 2025, 4:26 PM IST

কলকাতা, 7 ফেব্রুয়ারি: উপরে থাকা দলগুলি ক্রমাগত পয়েন্ট হারানোয় ইস্টবেঙ্গলের সুপার সিক্সে যাওয়ার আশা বেঁচে রয়েছে এখনও ৷ গত ম্যাচে মুম্বই ফুটবল এরিনায় দুরন্ত ফুটবলে পাওয়া এক পয়েন্টে লিগ টেবিলে অবস্থান উন্নত হয়েছে অস্কার ব্রুজোঁর ছেলেদের ৷ চেন্নাইয়িন এফসি'কে টপকে আপাতত লিগ টেবিলে দশে তাঁরা ৷ লিগ টেবিলে যাঁদের টপকে উপরে ওঠা, তাঁদের বিরুদ্ধেই আইএসএলের 19তম ম্যাচ খেলতে যাচ্ছে ইস্টবেঙ্গল ৷

ইস্টবেঙ্গলে চোট-আঘাতের খবর: হিজাজি মাহের বাকি মরশুম থেকে ছিটকে গিয়েছেন ৷ ডিফেন্ডার আনোয়ার আলি দলের সঙ্গে অনুশীলন শুরু করলেও ওয়েন কয়েলের দলের বিরুদ্ধে নামার সম্ভাবনা নেই তাঁর ৷ সেক্ষেত্রে মুম্বই ম্য়াচে সেন্ট্রাল ডিফেন্সে শুরু করা হেক্টর ইউস্তে এবং লালচুংনুঙ্গা জুটিই ভরসা অস্কারের ৷ ক্লেইটন সিলভাকেও চোটের কারণে পাওয়া যাবে না ৷ তবে তাঁর বিকল্প নয়া বিদেশি মেসি বৌলি শহরে পা দিলেন শুক্রবার ৷ শনিবার প্রয়োজনে তাঁকে দেখে নেওয়া যেতে পারে ৷ আশার কথা হল সল ক্রেসপোর চোট সারিয়ে ফেরা ৷ তবে স্প্যানিয়ার্ডের পরিবর্ত হিসেবে আসার সম্ভাবনাই বেশি ৷ প্রয়োজনে ব্যবহার করা যেতে পারে প্রভাত লাকরাকেও ৷ কার্ড সমস্যা কাটিয়ে ফিরছেন জিকসন সিং ৷

চেন্নাইয়িনের খবর: শেষ সাত ম্য়াচে জয় নেই ৷ সুপার সিক্সের আশা টিকিয়ে রাখতে জয় জরুরি তাঁদেরও ৷ গত ম্য়াচে কেরালা ব্লাস্টার্সের কাছে 1-3 গোলে হারতে হয়েছে চেন্নাইয়িনকে ৷ লাল কার্ড দেখে মাঠ ছেড়েছিলেন স্ট্রাইকার উইলমার জর্ডান গিল ৷ যদিও অবেদনের পরিপ্রেক্ষিতে তাঁর লাল কার্ড পরবর্তীতে হলুদ কার্ডে পরিণত হয়েছে ৷ তাই ইস্টবেঙ্গলের বিরুদ্ধে কলম্বিয়ান স্ট্রাইকারকে পাবেন ওয়েন কয়েল ৷

প্রথম পর্বের ফলাফল: চলতি আইএসএলের প্রথম পর্বে ঘরের মাঠে ইস্টবেঙ্গলের কাছে হারতে হয়েছিল চেন্নাইয়িন এফসি'কে ৷ পিভি বিষ্ণু ও জিকসন সিংয়ের গোলে জিতেছিল লাল-হলুদ ৷

কোথায় এবং কখন অনুষ্ঠিত হবে ম্য়াচ: শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গল বনাম চেন্নাইয়িন এফসি ম্যাচ শুরু সন্ধে 7টা 30 মিনিটে ৷

টেলিভিশনে কোথায় দেখবেন: আইএসএলের টেলিভিশন সম্প্রচার স্বত্ত্ব রয়েছে স্পোর্টস 18 নেটওয়ার্কের হাতে ৷ শনিবারের ম্যাচ বিনামূল্যে দেখা যাবে স্পোর্টস 18 খেল চ্য়ানেলে ৷ ম্যাচের লাইভ স্ট্রিমিং অনুরাগীরা উপভোগ করতে পারবেন জিও সিনেমা অ্যাপ এবং ওয়েবসাইটে ৷

আরও পড়ুন:

ABOUT THE AUTHOR

...view details