পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

স্মৃতিকে ভিডিয়ো কলে ডব্লিউপিএল জয়ের 'বিরাট' অভিনন্দন

Virat Kohlis Video Call to Smriti Mandhana: গত 16 মরশুমে আরসিবি-র ছেলেদের দল যা পারেনি, তা একবারেই করে দেখিয়েছেন মেয়েরা ৷ ফ্র্যাঞ্চাইজির 16 বছরের ইতিহাসে প্রথম ট্রফি এনে দিয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্রমিলা ব্রিগেড ৷ বিশেষ এই মুহূর্তে ক্যাপ্টেন স্মৃতি মন্ধানাকে ভিডিয়ো কলে অভিনন্দন বিরাট কোহলির ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Mar 18, 2024, 2:54 PM IST

নয়াদিল্লি, 18 মার্চ: রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের শুরুর দিন থেকে ফ্র্যাঞ্চাইজির সঙ্গে রয়েছেন বিরাট কোহলি ৷ এমনকি আরসিবি-র প্রাক্তন অধিনায়কও ৷ কিন্তু, তিনবার আইপিএলের ফাইনালে উঠেও খেতাব অধরা থেকে গিয়েছে ৷ তবে, সেই ট্রফি না জেতার আক্ষেপ প্রথম সুযোগেই মিটিয়ে দিয়েছেন আরসিবি-র প্রমিলা বাহিনী ৷ স্মৃতি মন্ধানাদের সেই জয়ের উৎসবে সরাসরি না হলেও, ভিডিয়ো কলে সামিল হলেন বিরাট ৷ ক্যাপ্টেন স্মৃতিকে ভিডিয়ো কলে অভিনন্দন জানালেন তিনি ৷

বিরাটের সঙ্গে স্মৃতির সেই ভিডিয়ো কলের ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করেছে আরসিবি ৷ ফ্র্যাঞ্চাইজির এক সদস্যের ফোনে ভিডিয়ো কল করে স্মৃতি মন্ধানা এবং পুরো টিমকে অভিনন্দন জানিয়েছেন 'রান মেশিন' ৷ তবে, শুধু বিরাট নন ৷ এবি ডি’ভিলিয়ার্স এবং গ্লেন ম্যাক্সওয়েলরাও ম্যাচ শেষে আরসিবি গার্লসকে অভিনন্দন জানিয়েছেন ৷ যা ম্যাচ শেষে সম্প্রচারকারী চ্যানেলে জানিয়েছেন খোদ স্মৃতি ৷ তবে, সেই সময় স্মৃতি ভিডিয়ো কলে আসতে পারেননি ৷

এনিয়ে স্মৃতি বলেন, "বিরাট, এবি এবং ম্যাক্সওয়েল ভিডিয়ো কল করেছিলেন ৷ সেই সময় আমি মাঠে ছিলাম না ৷ ওরা পুরো টিমের সঙ্গে কথা বলে অভিনন্দন জানিয়েছেন ৷ সবার সঙ্গে সৌজন্য বিনিময়ের পর আমি উপরে ড্রেসিংরুম চলে গিয়েছিলাম ৷ পরে আবার আমাদের ম্যানেজমেন্টের এক সদস্য বিরাটকে ভিডিয়ো কল করে আমার সঙ্গে কথা বলিয়ে দেন ৷ ও আমাকে আর পুরো টিমকে অভিনন্দন জানিয়েছে ৷ একজন সত্যিকারের বড় খেলোয়াড় এবং বড় মনের মানুষ ৷ শুধুমাত্র আমার সঙ্গে কথা বলার জন্য অপেক্ষা করেছিল ৷"

কী বলেছেন বিরাট ? স্মৃতি জানান, "আরসিবি-র অনুগত ফ্যান রয়েছে ৷ এই ট্রফি জিতে আমরা তাঁদের আনন্দ দিয়েছি ৷ এর জন্য বিরাট আমাদের ধন্যবাদ জানিয়েছে ৷ সেই সঙ্গে 16 বছরে ছেলেদের দল না পারলেও, ফ্র্যাঞ্চাইজিকে প্রথম ট্রফি এনে দেওয়ায় অভিনন্দন জানিয়েছে ও ৷"

উল্লেখ্য, আইপিএলের গত 16টি সিজনে আরসিবি ফ্যানদের একটা স্লোগান রয়েছে ৷ যা হল, 'এ সালা কাপ নামদে' অর্থাৎ, 'এবছর কাপ আমাদের হবে' ৷ 16 সিজনে তিনবার ফাইনালে উঠলেও, তা বাস্তবে পরিণত হয়নি ৷ কিন্তু, প্রথমবার ফাইনালে উঠে আরসিবি-র মেয়েদের টিম সেই স্লোগানে বদল এনেছে ৷ ম্যাচ শেষে সাক্ষাৎকারে আরসিবি উইমেন্সের ক্যাপ্টেন স্মৃতি মন্ধানা সেই বদলে যাওয়া স্লোগান দিলেন ৷ তিনি বলেন, "আমাদের ফ্যানরা প্রত্যেকবার বলে, 'এ সালা কাপ নামদে', এবার সেটা বদলে দিয়েছি আমরা ৷ আমি বলতে চাই 'এ সালা কাপ নামদু' (এবার কাপ আমাদের হল) ৷"

আরও পড়ুন:

  1. কোহলিদের আক্ষেপ ঘুচিয়ে ট্রফি এল আরসিবি'র ক্যাবিনেটে, ডব্লুপিএল জয় রয়্যাল চ্যালেঞ্জার্সের
  2. ভোটের জন্য সরছে না, পুরো আইপিএল হবে ভারতেই; দ্রুত বাকি সূচি ঘোষণা: জয় শাহ
  3. ফিট অধিনায়ক শ্রেয়স, প্র্যাকটিস ম্যাচের পর চিন্তা কমল নাইট শিবিরে

ABOUT THE AUTHOR

...view details