নয়াদিল্লি, 18 মার্চ: রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের শুরুর দিন থেকে ফ্র্যাঞ্চাইজির সঙ্গে রয়েছেন বিরাট কোহলি ৷ এমনকি আরসিবি-র প্রাক্তন অধিনায়কও ৷ কিন্তু, তিনবার আইপিএলের ফাইনালে উঠেও খেতাব অধরা থেকে গিয়েছে ৷ তবে, সেই ট্রফি না জেতার আক্ষেপ প্রথম সুযোগেই মিটিয়ে দিয়েছেন আরসিবি-র প্রমিলা বাহিনী ৷ স্মৃতি মন্ধানাদের সেই জয়ের উৎসবে সরাসরি না হলেও, ভিডিয়ো কলে সামিল হলেন বিরাট ৷ ক্যাপ্টেন স্মৃতিকে ভিডিয়ো কলে অভিনন্দন জানালেন তিনি ৷
বিরাটের সঙ্গে স্মৃতির সেই ভিডিয়ো কলের ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করেছে আরসিবি ৷ ফ্র্যাঞ্চাইজির এক সদস্যের ফোনে ভিডিয়ো কল করে স্মৃতি মন্ধানা এবং পুরো টিমকে অভিনন্দন জানিয়েছেন 'রান মেশিন' ৷ তবে, শুধু বিরাট নন ৷ এবি ডি’ভিলিয়ার্স এবং গ্লেন ম্যাক্সওয়েলরাও ম্যাচ শেষে আরসিবি গার্লসকে অভিনন্দন জানিয়েছেন ৷ যা ম্যাচ শেষে সম্প্রচারকারী চ্যানেলে জানিয়েছেন খোদ স্মৃতি ৷ তবে, সেই সময় স্মৃতি ভিডিয়ো কলে আসতে পারেননি ৷
এনিয়ে স্মৃতি বলেন, "বিরাট, এবি এবং ম্যাক্সওয়েল ভিডিয়ো কল করেছিলেন ৷ সেই সময় আমি মাঠে ছিলাম না ৷ ওরা পুরো টিমের সঙ্গে কথা বলে অভিনন্দন জানিয়েছেন ৷ সবার সঙ্গে সৌজন্য বিনিময়ের পর আমি উপরে ড্রেসিংরুম চলে গিয়েছিলাম ৷ পরে আবার আমাদের ম্যানেজমেন্টের এক সদস্য বিরাটকে ভিডিয়ো কল করে আমার সঙ্গে কথা বলিয়ে দেন ৷ ও আমাকে আর পুরো টিমকে অভিনন্দন জানিয়েছে ৷ একজন সত্যিকারের বড় খেলোয়াড় এবং বড় মনের মানুষ ৷ শুধুমাত্র আমার সঙ্গে কথা বলার জন্য অপেক্ষা করেছিল ৷"