ETV Bharat / entertainment

সইফের ওপর হামলা, অভিযুক্তের বাড়ল পুলিশি হেফাজত - SAIF ALI KHAN ATTACK CASE

তদন্ত বাকি আছে ৷ সইফ আলি খানের ওপর হামলার ঘটনায় অভিযুক্তের জেলের মেয়াদ বাড়াল আদালত ৷

Etv Bharat
সইফ আলি খানের ওপর হামলা (এএনআই)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Jan 24, 2025, 4:37 PM IST

মুম্বই, 24 জানুয়ারি: তদন্তের স্বার্থে আরও বেশ কিছুদিন পুলিশি হেফাজতে থাকতে হবে সইফ আলি খানের ওপর হামলার ঘটনায় অভিযুক্তকে ৷ আরও পাঁচদিনের পুলিশ জেলেই কাটাতে হবে অভিনেতার বাড়িতে চুরি ও হামলার ঘটনায় জড়িত অভিযুক্ত মহম্মদ শাহজাদকে ৷ নির্দেশ বান্দ্রা আদালতের ৷

শুক্রবার অভিযুক্তকে মুম্বইয়ের বান্দ্রা আদালতে তোলা হয় ৷ সেখানে পুলিশের তরফে জানানো হয় তদন্তের জন্য অভিযুক্তকে নিজেদের হেফাজতে রাখতে চায় তারা ৷ পুলিশের তরফে দাবি করা হয়, অপরাধের সময় অভিযুক্তর ব্যবহৃত পোশাক এবং অপরাধের সময় ব্যবহৃত জিনিসপত্র বাজেয়াপ্ত করা হয়েছে ৷ অভিযুক্তকে আরও জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজত প্রয়োজন বলে জানানো হয় ৷

তবে অভিযুক্তের আইনজীবী পুলিশি হেফাজতের বিরোধিতা করেন ৷ অভিযুক্তের আইনজীবী জানান, সইফ আলি খানের পুরো বিল্ডিংয়ে কোনও সিসিটিভি ক্যামেরা নেই ৷ তাই ফুটেজ পাওয়া যাবে না ৷ যে হামলা করেছে আর যাকে গ্রেফতার করা হয়েছে তাঁদের মুখের মিল নেই ৷

পুলিশের তরফে আদালতে জানানো হয়েছে, অপরাধের সময় ব্যবহৃত জুতো এখনও পর্যন্ত উদ্ধার হয়নি ৷ সিসিটিভি ফুটেজের সঙ্গে এই ব্যক্তির চিহ্নিকরণ বাকি আছে ৷ পাশাপাশি অভিযুক্ত নাম পরিবর্তন করে কোথা থেকে কীভাবে সিমকার্ড তুলেছে তাও খতিয়ে দেখতে হবে বলে আইনজীবীর তরফে জানানো হয় ৷ পাশাপাশি এটা যে গুরুতর অপরাধ তাও জানান আইনজীবী ৷

দুই পক্ষের যুক্তি-তর্ক শোনার পর আদালত 29 তারিখ পর্যন্ত অভিযুক্তকে কারাগারে রাখার নির্দেশ দেয় ৷ 30 বছর বয়সী বাংলাদেশের শরিফুল ইসলাম শাহজাদ মহম্মদ রোহিলা আমিন ফকিরকে তদন্তের স্বার্থে থাকতে হবে কারাগারে ৷ অভিযুক্ত অবৈধভাবে ভারতে প্রবেশ করে নাম পরিবর্তন করে বিজয় দাস রাখেন ৷ এখানে হাউস কিপিংয়ের কাজের সঙ্গে যুক্ত হয় ৷ চুরির মতলবেই 16 তারিখ সইফের বাড়িতে অভিযুক্ত প্রবেশ করে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে ৷

মুম্বই, 24 জানুয়ারি: তদন্তের স্বার্থে আরও বেশ কিছুদিন পুলিশি হেফাজতে থাকতে হবে সইফ আলি খানের ওপর হামলার ঘটনায় অভিযুক্তকে ৷ আরও পাঁচদিনের পুলিশ জেলেই কাটাতে হবে অভিনেতার বাড়িতে চুরি ও হামলার ঘটনায় জড়িত অভিযুক্ত মহম্মদ শাহজাদকে ৷ নির্দেশ বান্দ্রা আদালতের ৷

শুক্রবার অভিযুক্তকে মুম্বইয়ের বান্দ্রা আদালতে তোলা হয় ৷ সেখানে পুলিশের তরফে জানানো হয় তদন্তের জন্য অভিযুক্তকে নিজেদের হেফাজতে রাখতে চায় তারা ৷ পুলিশের তরফে দাবি করা হয়, অপরাধের সময় অভিযুক্তর ব্যবহৃত পোশাক এবং অপরাধের সময় ব্যবহৃত জিনিসপত্র বাজেয়াপ্ত করা হয়েছে ৷ অভিযুক্তকে আরও জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজত প্রয়োজন বলে জানানো হয় ৷

তবে অভিযুক্তের আইনজীবী পুলিশি হেফাজতের বিরোধিতা করেন ৷ অভিযুক্তের আইনজীবী জানান, সইফ আলি খানের পুরো বিল্ডিংয়ে কোনও সিসিটিভি ক্যামেরা নেই ৷ তাই ফুটেজ পাওয়া যাবে না ৷ যে হামলা করেছে আর যাকে গ্রেফতার করা হয়েছে তাঁদের মুখের মিল নেই ৷

পুলিশের তরফে আদালতে জানানো হয়েছে, অপরাধের সময় ব্যবহৃত জুতো এখনও পর্যন্ত উদ্ধার হয়নি ৷ সিসিটিভি ফুটেজের সঙ্গে এই ব্যক্তির চিহ্নিকরণ বাকি আছে ৷ পাশাপাশি অভিযুক্ত নাম পরিবর্তন করে কোথা থেকে কীভাবে সিমকার্ড তুলেছে তাও খতিয়ে দেখতে হবে বলে আইনজীবীর তরফে জানানো হয় ৷ পাশাপাশি এটা যে গুরুতর অপরাধ তাও জানান আইনজীবী ৷

দুই পক্ষের যুক্তি-তর্ক শোনার পর আদালত 29 তারিখ পর্যন্ত অভিযুক্তকে কারাগারে রাখার নির্দেশ দেয় ৷ 30 বছর বয়সী বাংলাদেশের শরিফুল ইসলাম শাহজাদ মহম্মদ রোহিলা আমিন ফকিরকে তদন্তের স্বার্থে থাকতে হবে কারাগারে ৷ অভিযুক্ত অবৈধভাবে ভারতে প্রবেশ করে নাম পরিবর্তন করে বিজয় দাস রাখেন ৷ এখানে হাউস কিপিংয়ের কাজের সঙ্গে যুক্ত হয় ৷ চুরির মতলবেই 16 তারিখ সইফের বাড়িতে অভিযুক্ত প্রবেশ করে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.