ব্যারাকপুর, 24 জানুয়ারি: বাড়ির ভিতর থেকে উদ্ধার হল বৃদ্ধার গলাকাটা দেহ । শুক্রবার ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার ব্যারাকপুরের জেটিয়া থানা এলাকায় । পুলিশ জানিয়েছে, মৃত বৃদ্ধার নাম ফুলজান বিবি (80) । কে বা কারা তাঁকে খুন করল, তা নিয়ে পুলিশ ধন্দে রয়েছে । অতিরিক্ত পুলিশ কমিশনার গণেশ বিশ্বাস পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে যান ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিহত ফুলজান বিবি ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের জেটিয়া থানার পাল্লাদহ শিমুলতলা মথুরাবিল এলাকায় বাস করতেন । পাশের ঘরে থাকতেন তাঁর মেয়ে, জামাই ও নাতি । ওই বৃদ্ধা রোজ বেলা করে ঘুম থেকে উঠতেন ।
এদিন সকাল ন'টা বেজে যাওয়ার পরেও তিনি ঘুম থেকে ওঠেননি । তখন মেয়ে রুচিয়া বিবি তাঁকে ডাকতে শুরু করেন । কিন্তু ঘরের ভিতর থেকে তিনি কোনও সাড়াশব্দ তিনি পাননি । তখন তিনি মায়ের ঘরের দরজায় হাত দিতেই, তা খুলে যায় । ভিতরে গিয়ে রুচিরা দেখেন, রক্তাক্ত অবস্থায় খাটের উপর শাশুড়ির নিথর দেহ পড়ে রয়েছে । খবর পেয়ে পুলিশ বৃদ্ধার দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে ।
মেয়ে রুচিরা বলেন, ‘‘প্রতিদিন সকালে আমি মাকে ঘুম থেকে ডেকে তুলি । আজ সকাল ন'টা নাগাদ মাকে যখন ডাকতে যাই, ভিতর থেকে কোনও সাড়া পাচ্ছিলাম না । দরজা হালকা ধাক্কা দিতেই ভিতর থেকে খুলে যায় । ঘরের ভিতরে ঢুকে দেখি, গলাকাটা অবস্থায় মায়ের নিথর দেহ খাটের উপর পড়ে রয়েছে । মাকে কারা, কেন খুন করল, তা বুঝতে পারছি না ।’’
বৃদ্ধা খুনের তদন্তে অতিরিক্ত পুলিশ কমিশনার গণেশ বিশ্বাসের নেতৃত্বে বিরাট পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয় । কে বা কারা ওই বৃদ্ধাকে খুন করল, এখনও তা স্পষ্ট নয় । অতিরিক্ত পুলিশ কমিশনার গণেশ বিশ্বাস বলেন, ‘‘ওই বৃদ্ধাকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে খুন করা হয়েছে । তবে কে বা কারা খুন করেছে, তা এখনও জানা যায়নি । একটি খুনের মামলার রুজু করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে ।’’