মুম্বই, 23 ডিসেম্বর: দিনকয়েক আগে মুম্বইয়ের শিবাজী পার্কে ছোটবেলার কোচ রমাকান্ত আচরেকরের মূর্তি উদ্বোধন অনুষ্ঠানে তাঁকে দেখে আঁতকে উঠেছিলেন দেশের ক্রিকেট অনুরাগীরা ৷ কপিল দেব এবং সুনীল গাভাসকর এরপর বিনোদ কাম্বলির চিকিৎসার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন ৷ এরইমধ্যে শনিবার আশঙ্কাজনক অবস্থায় ফের হাসপাতালে ভর্তি হতে হল বিনোদ কাম্বলিকে ৷ সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হলেও আপাতত স্থিতিশীল দেশের হয়ে 104 ওডিআই খেলা ক্রিকেটার ৷
সংবাদসংস্থা আইএএনএসের রিপোর্ট অনুযায়ী শনিবার রাতে স্বাস্থ্যের অবনতি হওয়ায় থানের এক হাসপাতালে তড়িঘড়ি ভর্তি করানো হয় কাম্বলিকে ৷ সাম্প্রতিক অতীতেও নানাবিধ শারীরিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে সচিন তেন্ডুলকরের বাল্যবন্ধুকে ৷ আইএএনএসের রিপোর্ট বলছে, "52 বছর বয়সি ক্রিকেটার আপাতত স্থিতিশীল ৷ যদিও তিনি সঙ্কটজনক ৷"
তবে সম্প্রতি এক অনুরাগীর পোস্ট করা ভিডিয়োয় কাম্বলিকে ভালো অবস্থায় দেখা গিয়েছে ৷ সবমিলিয়ে প্রাক্তন বাঁ-হাতি ক্রিকেটার শারীরিক অবস্থা নিয়ে জল্পনা চলছেই ৷ যাইহোক, শিবাজী পার্কের ঘটনার পর গত কয়েক সপ্তাহ ধরে বিস্তর চর্চা চলছে বিনোদ কাম্বলির শারীরিক অবস্থা নিয়ে ৷ সোশাল মিডিয়ায় ভাইরাল হয় ওই অনুষ্ঠানে সচিনের সঙ্গে তাঁর সাক্ষাতের ভিডিয়ো ৷ তবে তাঁর শারীরিক অবস্থার অবনতি নিয়ে মুখ খুলেছেন কাম্বলি নিজেও ৷ সম্প্রতি তিনি জানান, এখন কিছুটা ভালো থাকলেও তাঁর শারীরিক সমস্যাগুলো দূর হয়নি ৷
সম্প্রতি প্রস্রাবের সমস্যায় ভুগেছেন বলে ইউটিউব চ্য়ানেলে জানান কাম্বলি ৷ একটি এমনকী কঠিন সময়ে বাল্যবন্ধু সচিন তেন্ডুলকর কীভাবে তাঁর পাশে দাঁড়িয়েছিলেন, সে কথাও জানান তিনি ৷ ভারতের জার্সিতে 104টি ওয়ান-ডে'র পাশাপাশি 17টি টেস্টও খেলেছেন তিনি ৷ স্কুল ক্রিকেটে সচিনের সঙ্গে জুটিতে 664 রানের রেকর্ড গড়া কাম্বলি আন্তর্জাতিক ক্রিকেটেও শুরু করেছিলেন সাড়া জাগিয়ে ৷ কিন্তু শেষ পর্যন্ত প্রত্য়াশিত সাফল্যও পাননি তিনি ৷ আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর শতরানের সংখ্যা চার ৷