প্যারিস, 6 অগস্ট: কোনও পয়েন্ট না-হারিয়ে টোকিয়োয় সোনা জিতেছিলেন যিনি, প্রথম রাউন্ডে মঙ্গলবার ভিনেশ ফোগতের প্রতিদ্বন্দ্বী ছিলেন জাপানের সেই কুস্তিগীর ৷ পরিষ্কার ফেভারিট হিসেবে শুরু করা ইউয়ুই সাকাইকে হারিয়ে কোয়ার্টারে পৌঁছে গেলেন কমনওয়েলথে তিনবার এবং এশিয়াডে একবারের সোনাজয়ী ৷ 1/8 ফাইনালে মঙ্গলবার জাপানের প্রতিদ্বন্দ্বীকে ভিনেশ হারালেন 3-2 ব্য়বধানে ৷ এরপর সেমির পথে ভিনেশের সামনে ধরাশায়ী ইউক্রেনের কুস্তিগীর ৷
2010 সালের পর আন্তর্জাতিক সার্কিটে হাতে গোনা কয়েকটি বাউট হেরেছেন চারবারের বিশ্বচ্যাম্পিয়ন সাকাই ৷ হাই-প্রোফাইল প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে এদিন ভিনেশের লড়াই শুরু হয় খানিক দুলকি চালে ৷ জাপানের সাকাই সেই সুযোগের সদ্ব্যবহার করে জোড়া পয়েন্ট কুড়িয়ে নেন ৷ বাউটের অধিকাংশ সময় 2-0 ব্যবধান ধরে রেখেছিলেন বিশ্বের পয়লা নম্বর ৷ কিন্তু বাউট শেষের 5 সেকেন্ডে হঠাতই পটপরিবর্তন ৷