ETV Bharat / sports

বোর্ডের সঙ্গে বৈঠকের পর সিদ্ধান্তে বদল, দলের সঙ্গেই অস্ট্রেলিয়া যাচ্ছেন রোহিত! - BORDER GAVASKAR TROPHY

বিসিসিআই'য়ের সঙ্গে আলোচনার পর পরিকল্পনায় বদল ৷ বর্ডার-গাভাসকর ট্রফি খেলতে দলের সঙ্গেই অস্ট্রেলিয়া যাচ্ছেন রোহিত ৷

ROHIT SHARMA
রোহিত শর্মা (AP Photo)
author img

By ETV Bharat Sports Team

Published : Nov 9, 2024, 7:42 PM IST

মুম্বই, 9 নভেম্বর: সন্তানসম্ভবা স্ত্রী রীতিকা সাজদে ৷ তাই অস্ট্রেলিয়ায় বর্ডার-গাভাসকর ট্রফির শুরুতে অধিনায়ক রোহিত শর্মাকে পাওয়ার ব্যাপারে তৈরি হয়েছিল প্রশ্নচিহ্ন ৷ তবে সমস্ত জল্পনা ও অনিশ্চয়তা দূরে সরিয়ে সম্ভবত দলের অন্য়ান্যদের সঙ্গেই অস্ট্রেলিয়া উড়ে যাচ্ছেন 'হিটম্য়ান' ৷ শনিবার বোর্ডের সঙ্গে ম্য়ারাথন বৈঠকের পর ভারত অধিনায়ক সিদ্ধান্ত বদল করেছেন বলেই রিপোর্টে প্রকাশ ৷

নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে হোয়াইটওয়াশের পর ডব্লিউটিসি ফাইনালে যোগ্যতা অর্জনের প্রশ্নে চাপে ভারতীয় দল ৷ এমতাবস্থায় বর্ডার-গাভাসকর ট্রফির মত গুরুত্বপূর্ণ সিরিজের শুরু থেকে রোহিতকে যে দলের কতটা প্রয়োজন, সেটা তাঁকে বোর্ড বোঝাতে সক্ষম হয়েছে ৷ আর বোর্ডের সঙ্গে সদর্থক আলোচনার পরেই রোহিত তাঁর পুরোনো সিদ্ধান্ত থেকে সরে এসে দলের সঙ্গেই অস্ট্রেলিয়া যাওয়ার ব্য়াপারে সহমত পোষণ করেছেন বলে মনে করা হচ্ছে ৷

ইন্ডিয়া ট্যুডে'র রিপোর্ট অনুযায়ী, আগামিকাল অর্থাৎ রবিবার প্রথম ব্য়াচের সঙ্গেই ক্যাঙারুর দেশে উড়ে যাবেন 'হিটম্য়ান' ৷ যদিও পারথে প্রথম টেস্টে তিনি নেতৃত্ব দেবেন কি না, এব্য়াপারে কোনও নিশ্চয়তা পাওয়া যায়নি এখনও ৷ তবে রোহিত দলের সঙ্গে অজিভূমে উড়ে গেলে প্রথম টেস্টে তাঁর খেলার সম্ভাবনাও বাড়বে বৈকি ৷

এক সূত্রকে উদ্ধৃত করে ইন্ডিয়া ট্যুডে লিখেছে, "রোহিত দলের সঙ্গেই অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে এটা ঠিক, তবে প্রথম টেস্টে সে খেলবে কি না, তা নিশ্চিত নয় ৷" উল্লেখ্য, দ্বিতীয় সন্তান জন্মের সময় স্ত্রী রীতিকা সাজদের পাশে থাকতেই প্রাথমিকভাবে অস্ট্রেলিয়া সফরের শুরুতে বোর্ডের থেকে ছুটি চেয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন রোহিত ৷ নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ শেষের পর এব্য়াপারে ধোঁয়াশা জিইয়ে রেখেছিলেন খোদ রোহিত ৷ এদিন নিউজিল্যান্ড সিরিজের পর্যালোচনা বৈঠকের পর তিনি সিদ্ধান্তে বদল আনেন ৷

এদিকে কিউয়িদের বিরুদ্ধে সিরিজ হারের পর্যালোচনা বৈঠকে উঠে এসেছে নানা বিষয় ৷ রোহিত শর্মা, কোচ গৌতম গম্ভীরের পাশাপাশি নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকরও এদিনের বৈঠকে হাজির ছিলেন ৷ সূত্রের খবর, সেই বৈঠকে ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে ভারতীয় কোচকে ৷ বর্ডার-গাভাসকর ট্রফিতে আশানরূপ ফল না-হলে লাল বলের ক্রিকেটে হয়তো গম্ভীরকে ছেঁটে ফেলবে বোর্ড ৷

মুম্বই, 9 নভেম্বর: সন্তানসম্ভবা স্ত্রী রীতিকা সাজদে ৷ তাই অস্ট্রেলিয়ায় বর্ডার-গাভাসকর ট্রফির শুরুতে অধিনায়ক রোহিত শর্মাকে পাওয়ার ব্যাপারে তৈরি হয়েছিল প্রশ্নচিহ্ন ৷ তবে সমস্ত জল্পনা ও অনিশ্চয়তা দূরে সরিয়ে সম্ভবত দলের অন্য়ান্যদের সঙ্গেই অস্ট্রেলিয়া উড়ে যাচ্ছেন 'হিটম্য়ান' ৷ শনিবার বোর্ডের সঙ্গে ম্য়ারাথন বৈঠকের পর ভারত অধিনায়ক সিদ্ধান্ত বদল করেছেন বলেই রিপোর্টে প্রকাশ ৷

নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে হোয়াইটওয়াশের পর ডব্লিউটিসি ফাইনালে যোগ্যতা অর্জনের প্রশ্নে চাপে ভারতীয় দল ৷ এমতাবস্থায় বর্ডার-গাভাসকর ট্রফির মত গুরুত্বপূর্ণ সিরিজের শুরু থেকে রোহিতকে যে দলের কতটা প্রয়োজন, সেটা তাঁকে বোর্ড বোঝাতে সক্ষম হয়েছে ৷ আর বোর্ডের সঙ্গে সদর্থক আলোচনার পরেই রোহিত তাঁর পুরোনো সিদ্ধান্ত থেকে সরে এসে দলের সঙ্গেই অস্ট্রেলিয়া যাওয়ার ব্য়াপারে সহমত পোষণ করেছেন বলে মনে করা হচ্ছে ৷

ইন্ডিয়া ট্যুডে'র রিপোর্ট অনুযায়ী, আগামিকাল অর্থাৎ রবিবার প্রথম ব্য়াচের সঙ্গেই ক্যাঙারুর দেশে উড়ে যাবেন 'হিটম্য়ান' ৷ যদিও পারথে প্রথম টেস্টে তিনি নেতৃত্ব দেবেন কি না, এব্য়াপারে কোনও নিশ্চয়তা পাওয়া যায়নি এখনও ৷ তবে রোহিত দলের সঙ্গে অজিভূমে উড়ে গেলে প্রথম টেস্টে তাঁর খেলার সম্ভাবনাও বাড়বে বৈকি ৷

এক সূত্রকে উদ্ধৃত করে ইন্ডিয়া ট্যুডে লিখেছে, "রোহিত দলের সঙ্গেই অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে এটা ঠিক, তবে প্রথম টেস্টে সে খেলবে কি না, তা নিশ্চিত নয় ৷" উল্লেখ্য, দ্বিতীয় সন্তান জন্মের সময় স্ত্রী রীতিকা সাজদের পাশে থাকতেই প্রাথমিকভাবে অস্ট্রেলিয়া সফরের শুরুতে বোর্ডের থেকে ছুটি চেয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন রোহিত ৷ নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ শেষের পর এব্য়াপারে ধোঁয়াশা জিইয়ে রেখেছিলেন খোদ রোহিত ৷ এদিন নিউজিল্যান্ড সিরিজের পর্যালোচনা বৈঠকের পর তিনি সিদ্ধান্তে বদল আনেন ৷

এদিকে কিউয়িদের বিরুদ্ধে সিরিজ হারের পর্যালোচনা বৈঠকে উঠে এসেছে নানা বিষয় ৷ রোহিত শর্মা, কোচ গৌতম গম্ভীরের পাশাপাশি নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকরও এদিনের বৈঠকে হাজির ছিলেন ৷ সূত্রের খবর, সেই বৈঠকে ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে ভারতীয় কোচকে ৷ বর্ডার-গাভাসকর ট্রফিতে আশানরূপ ফল না-হলে লাল বলের ক্রিকেটে হয়তো গম্ভীরকে ছেঁটে ফেলবে বোর্ড ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.