পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

বেশি ওজনের কারণে 'বাতিল' ফোগত, ফাইনালে পৌঁছেও প্যারিসে পদক হাতছাড়া কুস্তিগীরের - PARIS OLYMPICS 2024 - PARIS OLYMPICS 2024

VINESH PHOGAT DISQUALIFIED: ওজন বেশি থাকার কারণে সোনার পদকের ম্যাচের আগে 'অযোগ্য' ঘোষিত ভিনেশ ফোগত ৷ বুধবার রাতে লড়তে পারবেন না সোনার পদকের জন্য ৷ মিলবে না কোনও পদক ৷

VINESH PHOGAT
লড়াইয়ে ভিনেশ (AP Photo)

By ETV Bharat Sports Team

Published : Aug 7, 2024, 12:17 PM IST

Updated : Aug 7, 2024, 12:52 PM IST

প্যারিস, 7 অগস্ট:ওজন বেশি থাকার কারণে সোনার পদকের ম্যাচের আগে 'অযোগ্য' ঘোষিত ভিনেশ ফোগত ৷ বুধবার রাতে লড়তে পারবেন না সোনার পদকের জন্য ৷ সবমিলিয়ে ফাইনালে পৌঁছেও কোনও পদক ছাড়াই প্যারিস থেকে ফিরতে হচ্ছে ভারতীয় কুস্তিগীরকে ৷ ভারতীয় অলিম্পিক্স সংস্থার তরফে বুধবার সকালে এক বিবৃতি মারফৎ এই খবরে সিলমোহর দেওয়া হয়েছে ৷ আইওএ বিবৃতিতে জানিয়েছে, পুরো দলের সবরকম প্রচেষ্টা সত্ত্বেও বুধবার সকালে ফোগতের ওজন 50 কেজির সামান্য থাকায় তাঁকে 'বাতিল' ঘোষণা করা হয়েছে ৷ কঠিন সময় ভিনেশের প্রাইভেসি রক্ষারও আবেদন করা হয়েছে আইওএ'র তরফে ৷

বুধবার ভারতীয় সময় রাতেই সোনার পদকের লক্ষ্যে নামার কথা ছিল কুস্তিগীর ভিনেশ ফোগতের ৷ তার আগে নেমে এল ধাক্কা ৷ গেমসের নিয়ম অনুযায়ী, ফাইনালে ভিনেশের মার্কিন প্রতিদ্বন্দ্বী সারাহ হিল্ডেবব়্যান্ডট বিনা লড়াইয়ে সোনা জিতে নেবেন ৷ নিয়ম মেনে হবে ব্রোঞ্জ পদক জয়ের ম্যাচ ৷ কিন্তু 50 কেজি কুস্তির ক্যাটেগরিতে রৌপ্য পদক পাবেন না কেউ ৷ বিভিন্ন রিপোর্টে প্রকাশ, ভিনেশের ওজন কমিয়ে আনার জন্য আরও কিছু সময় চাওয়া হয়েছিল ভারতীয় দলের তরফে ৷ কিন্তু অফিসিয়ালরা সে অনুরোধে কর্ণপাত করেননি ৷

ফোগত 'বাতিল' ঘোষিত হওয়ায় যারপরনাই হতাশ দেশের ক্রীড়া অনুরাগীরা ৷ মঙ্গলবার টানা তিন-তিনটি বাউট জিতে রাতারাতি দেশবাসীর মনের মনের মণিকোঠায় জায়গা করে নিয়েছিলেন ভিনেশ ফোগত ৷ যিনি গতবছর কুস্তি ফেডারেশনের বিরুদ্ধে দেশের কুস্তিগীরদের বিদ্রোহের মুখও ছিলেন বটে ৷ স্বভাবতই ফাইনালে পৌঁছেও হরিয়ানার 'দঙ্গল গার্লে'র বাতিল বা অযোগ্য হবার ঘোষণা মাথায় আকাশ ভেঙে পড়ার মতই ৷

মঙ্গলে প্রথম মহিলা কুস্তিগীর হিসেবে অলিম্পিক্সের ফাইনালে পৌঁছে ইতিহাস গড়েছিলেন এশিয়াড, কমনওয়েলথে সোনাজয়ী ফোগত ৷ 140 কোটি দেশবাসী চলতি অলিম্পিক্সে প্রথম সোনার প্রত্যাশা করেছিল তাঁরই কুস্তির প্যাঁচে ৷ কিন্তু ফাইনালের সকালে বয়ে এল দুঃসংবাদ ৷ সবমিলিয়ে প্য়ারিসে আরও একবার হতাশা নেমে এল ভারতীয় শিবিরে ৷ (ANI INPUT)

Last Updated : Aug 7, 2024, 12:52 PM IST

ABOUT THE AUTHOR

...view details