পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

‘ভগবান ওকে শুভবুদ্ধি দিক’, এবার ভিনেশকে বিঁধলেন কাছের মানুষ; কে জানেন ? - Vinesh Phogat

Vinesh Phogat Criticize: দেশে ফিরেছেন ভিনেশ ফোগত ৷ প্যারিস থেকে খালি হাতে ফিরলেও কুস্তিগীরকে ‘সোনাজয়ী’র মতোই সম্মান জানাচ্ছে দেশ ৷ যদিও এবার ভিনেশকে বিঁধলেন তাঁর কাছের মানুষ ৷ ভিনেশের দেওয়া 3 পৃষ্ঠার বিবৃতির তীব্র সমালোচনা করেছেন তিনি । কে জানেন ?

Vinesh Phogat
ভিনেশকে বিঁধলেন কাছের মানুষ (ইটিভি ভারত)

By ETV Bharat Sports Team

Published : Aug 17, 2024, 3:57 PM IST

নয়াদিল্লি, 17 অগস্ট: দেশের প্রথম মহিলা কুস্তিগীর হিসেবে অলিম্পিক্সের ফাইনালে পৌঁছে ইতিহাস গড়েছিলেন এশিয়াড, কমনওয়েলথে সোনাজয়ী ফোগত ৷ 140 কোটি দেশবাসী চলতি অলিম্পিক্সে প্রথম সোনার প্রত্যাশা করেছিল তাঁরই কুস্তির প্যাঁচে ৷ যদিও মেডেল গলায় ঝোলানো হয়নি ৷ ওজন বেশি হওয়ায় তাঁকে ‘অযোগ্য’ ঘোষণা করেছে অলিম্পিক্স কমিটি ৷

শুক্রবার কৃতজ্ঞতাস্বরূপ 3-পৃষ্ঠার একটি বিবৃতি প্রকাশ করেন ভিনেশ ৷ ওই বিবৃতিতে নেই কাকা মহাবীর ফোগতের নাম ৷ তা নিয়েই এবার ভিনেশকে বিঁধলেন তাঁর ভগ্নিপতি পবন কুমার সারোহা ৷ পবন ভিনেশের বোন গীতা ফোগতের স্বামী, নিজেও একজন কুস্তিগীর ৷ এই বিবৃতিতে তিনি অসন্তুষ্ট ৷ মনে করেন যে ভিনেশ তাঁর কেরিয়ারে গুরুত্বপূর্ণ ব্যক্তির নাম উল্লেখ করতে ভুলে গিয়েছেন । পবন সারোহা ভিনেশকে তাঁর রেসলিং কেরিয়ারে কাকা মহাবীর ফোগতের অবদানের কথাও মনে করিয়ে দিয়েছেন ৷

একটি এক্স পোস্টে পবন লিখেছেন, ‘‘বিনেশ, তুমি খুব ভালো লিখেছ ৷ কিন্তু আজ হয়তো তোমার কাকা মহাবীর ফোগতকে ভুলে গিয়েছ । যিনি তোমার কেরিয়ার শুরু করেছিলেন । ভগবান তোমাকে শুভবুদ্ধি দিক ।’’

প্রসঙ্গত, ডিসকোয়ালিফিকেশনের সিদ্ধান্তের বিরুদ্ধে সিএএসে আবেদন জানিয়েছিলেন ভিনেশ ফোগত ও তাঁর টিম ৷ ভিনেশ ফোগতের আর্জি খারিজ করে দিয়েছেকোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টস ৷ শুক্রবার তা নিয়ে 3-পৃষ্ঠার বিবৃতি প্রকাশ করেন ভিনেশ ৷ যেখানে তাঁর জীবন এবং কুস্তিতে শীর্ষে পৌঁছনোর কথা স্মরণ করেছেন । প্যারিসে তাঁর উপর ভরসা রাখার জন্য সমর্থক, তাঁর সাপোর্ট স্টাফ এবং কোচদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। 29 বছর বয়সি মনে করেন তিনি 2032 পর্যন্ত খেলতে পারবেন ৷ 2026 এবং 2032 অলিম্পিক্সে ভারতের প্রতিনিধিত্ব করার ইঙ্গিতও দিয়েছেন।

মহাবীর ফোগত কে ?

অল্প বয়সে বাবা মারা যাওয়ার পর কাকা মহাবীর ভিনেশের যত্ন নেন, তাঁকে কুস্তি শেখান ৷ মহাবীর ফোগতের কাছেই ভিনেশের কুস্তিতে হাতেখড়ি ৷ দুই খুড়তুতো বোন গীতা এবং ববিতা ফোগতের সঙ্গে দেশের শীর্ষ মহিলা কুস্তিগীরদের একজন হয়ে ওঠেন । মহাবীর ভিনেশের রেসলিং কেরিয়ারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ৷ এখনও পর্যন্ত 3টি অলিম্পিকে ভারতের প্রতিনিধিত্ব করেছেন তিনি । এছাড়াও কমনওয়েলথ গেমসে 3টি সোনা ছাড়াও এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপেও পোডিয়ামের শীর্ষে পৌঁছেছেন ।

ABOUT THE AUTHOR

...view details