ETV Bharat / sports

পারথ টেস্টের আগেই ভারতীয় দলে যোগ দিচ্ছেন শামি! জোরালো সম্ভাবনা - BORDER GAVASKAR TROPHY

মহম্মদ শামি কি অস্ট্রেলিয়া উড়ে যাচ্ছেন? সম্ভাবনা প্রবল ৷ তবে সেক্ষেত্রে কাজ করছে দু-একটি বিষয় ৷ কী বলছে রিপোর্ট?

MOHAMMED SHAMI CELEBRATES
ফাইল ছবি (ANI)
author img

By ETV Bharat Sports Team

Published : Nov 15, 2024, 7:24 AM IST

হায়দরাবাদ, 15 নভেম্বর: অস্ট্রেলিয়ায় আসন্ন বর্ডার-গাভাসকর ট্রফিতে দলের বোলিং নিয়ে যেটুকু দুশ্চিন্তা ছিল, তা সম্ভবত দূর হচ্ছে থিঙ্কট্যাঙ্কের ৷ কারণ রঞ্জিতে জোরালো প্রত্যাবর্তনের পর ক্যাঙারুর দেশে ভারতীয় দলের সঙ্গে যোগ দেওয়া প্রায় নিশ্চিত মহম্মদ শামির ৷ যা রিপোর্ট তাতে, 16 নভেম্বর বাংলার রঞ্জি ম্যাচ শেষ হওয়ার পরই বঙ্গ পেসারকে উড়িয়ে নিয়ে যাওয়া হতে পারে ডন ব্র্য়াডম্য়ানের দেশে ৷

তবে যদি-কিন্তুর ব্য়াপার রয়েছে এক্ষেত্রে ৷ দ্বিতীয় ইনিংসে বোলিংয়ের পর শামির ফিটনেস যাচাই করা হবে ৷ সেক্ষেত্রে হাঁটুতে পুনরায় কোনও সমস্য়া হচ্ছে কি না, সেসব দেখেশুনে তবেই অস্ট্রেলিয়ার বিমান ধরানো হবে তাঁকে ৷ একবছর পর গত বুধবার বাইশ গজে ফিরেছেন জাতীয় দলের পেসার ৷ বাংলার জার্সিতে রঞ্জি ট্রফির মধ্যে দিয়ে প্রত্যাবর্তনে বৃহস্পতিবার চার উইকেট ঝোলায় পুরেছেন 2023 বিশ্বকাপের সবচেয়ে সফল বোলার ৷ তারপর থেকেই বর্ডার-গাভাসকর ট্রফিতে অংশগ্রহণের ব্য়াপারে বিবেচনায় চলে এসেছেন তিনি ৷

যা খবর তাতে বাংলার রঞ্জি ম্য়াচ শেষ হওয়ার পর বোর্ডের নির্বাচক কমিটি এবং মেডিক্যাল টিম শামির শারীরিক অবস্থার পর্যালোচনা করবে ৷ বঙ্গ পেসার যদি ফিটনেসে তাদের সন্তুষ্ট করতে পারেন তবে 22 নভেম্বর পারথ টেস্ট শুরুর আগেই তিনি জসপ্রীত বুমরা-মহম্মদ সিরাজদের সঙ্গে অজিভূমে মিলিত হবেন ৷ সেক্ষেত্রে অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টের (পিঙ্ক বল টেস্ট) দলে থাকবেন তিনি ৷ এমনকী দিন-রাতের টেস্টের প্রস্তুতি হিসেবে প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে ম্য়াচেও অংশ নেবেন তিনি ৷ অর্থাৎ, মধ্যপ্রদেশের বিরুদ্ধে ম্য়াচের পর বোর্ডের মেডিক্যাল টিমের তরফে শামির কেবল সবুজ সংকেত পাওয়ার অপেক্ষা ৷

বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশনের একটি সূত্র সংবাদসংস্থা পিটিআই'কে জানিয়েছে, জাতীয় ক্রিকেট অ্য়াকাডেমির মেডিক্যাল টিমের প্রধান নীতিন প্যাটেলের সঙ্গে বোর্ডের নির্বাচক কমিটির সদস্য অজয় রাত্রা ইন্দোরে এসেছেন শামির বোলিং দেখতে ৷ যে রিপোর্ট ম্যাচের পর পৌঁছে যাবে নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকর, অধিনায়ক রোহিত শর্মা ও কোচ গৌতম গম্ভীরের কাছে ৷

বিসিসিআই'য়ের এক সূত্র বলেছে, "নির্বাচকদের হাতে একটি ম্যাচই রয়েছে ওকে (মহম্মদ শামি) যাচাইয়ের জন্য (কারণ রঞ্জির পরবর্তী রাউন্ডের ম্য়াচ 23 জানুয়ারি) ৷ সে ইতিমধ্যেই একাধিক স্পেলে 19 ওভার বল করে ফেলেছে এবং 57 ওভারের অধিকাংশই ফিল্ডিং করেছে ৷ তবে ওকে আবার (দ্বিতীয় ইনিসে) বোলিং ও ফিল্ডিং করতে হবে ৷ ও যদি ফের 15 থেকে 18 ওভার বোলিং করে তাহলে তা যথেষ্ট ৷ তবে সবচেয়ে বড় বিষয় ম্যাচের পর পুনরায় কোনও ব্যথা ও অনুভব করে কি না ৷ এনসিএ মেডিক্যাল টিম সবুজ সংকেত দিলে নিঃসন্দেহে ও দ্বিতীয় টেস্টের আগে দলে যোগ দেবে ৷"

হায়দরাবাদ, 15 নভেম্বর: অস্ট্রেলিয়ায় আসন্ন বর্ডার-গাভাসকর ট্রফিতে দলের বোলিং নিয়ে যেটুকু দুশ্চিন্তা ছিল, তা সম্ভবত দূর হচ্ছে থিঙ্কট্যাঙ্কের ৷ কারণ রঞ্জিতে জোরালো প্রত্যাবর্তনের পর ক্যাঙারুর দেশে ভারতীয় দলের সঙ্গে যোগ দেওয়া প্রায় নিশ্চিত মহম্মদ শামির ৷ যা রিপোর্ট তাতে, 16 নভেম্বর বাংলার রঞ্জি ম্যাচ শেষ হওয়ার পরই বঙ্গ পেসারকে উড়িয়ে নিয়ে যাওয়া হতে পারে ডন ব্র্য়াডম্য়ানের দেশে ৷

তবে যদি-কিন্তুর ব্য়াপার রয়েছে এক্ষেত্রে ৷ দ্বিতীয় ইনিংসে বোলিংয়ের পর শামির ফিটনেস যাচাই করা হবে ৷ সেক্ষেত্রে হাঁটুতে পুনরায় কোনও সমস্য়া হচ্ছে কি না, সেসব দেখেশুনে তবেই অস্ট্রেলিয়ার বিমান ধরানো হবে তাঁকে ৷ একবছর পর গত বুধবার বাইশ গজে ফিরেছেন জাতীয় দলের পেসার ৷ বাংলার জার্সিতে রঞ্জি ট্রফির মধ্যে দিয়ে প্রত্যাবর্তনে বৃহস্পতিবার চার উইকেট ঝোলায় পুরেছেন 2023 বিশ্বকাপের সবচেয়ে সফল বোলার ৷ তারপর থেকেই বর্ডার-গাভাসকর ট্রফিতে অংশগ্রহণের ব্য়াপারে বিবেচনায় চলে এসেছেন তিনি ৷

যা খবর তাতে বাংলার রঞ্জি ম্য়াচ শেষ হওয়ার পর বোর্ডের নির্বাচক কমিটি এবং মেডিক্যাল টিম শামির শারীরিক অবস্থার পর্যালোচনা করবে ৷ বঙ্গ পেসার যদি ফিটনেসে তাদের সন্তুষ্ট করতে পারেন তবে 22 নভেম্বর পারথ টেস্ট শুরুর আগেই তিনি জসপ্রীত বুমরা-মহম্মদ সিরাজদের সঙ্গে অজিভূমে মিলিত হবেন ৷ সেক্ষেত্রে অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টের (পিঙ্ক বল টেস্ট) দলে থাকবেন তিনি ৷ এমনকী দিন-রাতের টেস্টের প্রস্তুতি হিসেবে প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে ম্য়াচেও অংশ নেবেন তিনি ৷ অর্থাৎ, মধ্যপ্রদেশের বিরুদ্ধে ম্য়াচের পর বোর্ডের মেডিক্যাল টিমের তরফে শামির কেবল সবুজ সংকেত পাওয়ার অপেক্ষা ৷

বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশনের একটি সূত্র সংবাদসংস্থা পিটিআই'কে জানিয়েছে, জাতীয় ক্রিকেট অ্য়াকাডেমির মেডিক্যাল টিমের প্রধান নীতিন প্যাটেলের সঙ্গে বোর্ডের নির্বাচক কমিটির সদস্য অজয় রাত্রা ইন্দোরে এসেছেন শামির বোলিং দেখতে ৷ যে রিপোর্ট ম্যাচের পর পৌঁছে যাবে নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকর, অধিনায়ক রোহিত শর্মা ও কোচ গৌতম গম্ভীরের কাছে ৷

বিসিসিআই'য়ের এক সূত্র বলেছে, "নির্বাচকদের হাতে একটি ম্যাচই রয়েছে ওকে (মহম্মদ শামি) যাচাইয়ের জন্য (কারণ রঞ্জির পরবর্তী রাউন্ডের ম্য়াচ 23 জানুয়ারি) ৷ সে ইতিমধ্যেই একাধিক স্পেলে 19 ওভার বল করে ফেলেছে এবং 57 ওভারের অধিকাংশই ফিল্ডিং করেছে ৷ তবে ওকে আবার (দ্বিতীয় ইনিসে) বোলিং ও ফিল্ডিং করতে হবে ৷ ও যদি ফের 15 থেকে 18 ওভার বোলিং করে তাহলে তা যথেষ্ট ৷ তবে সবচেয়ে বড় বিষয় ম্যাচের পর পুনরায় কোনও ব্যথা ও অনুভব করে কি না ৷ এনসিএ মেডিক্যাল টিম সবুজ সংকেত দিলে নিঃসন্দেহে ও দ্বিতীয় টেস্টের আগে দলে যোগ দেবে ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.