হায়দরাবাদ, 15 নভেম্বর: অস্ট্রেলিয়ায় আসন্ন বর্ডার-গাভাসকর ট্রফিতে দলের বোলিং নিয়ে যেটুকু দুশ্চিন্তা ছিল, তা সম্ভবত দূর হচ্ছে থিঙ্কট্যাঙ্কের ৷ কারণ রঞ্জিতে জোরালো প্রত্যাবর্তনের পর ক্যাঙারুর দেশে ভারতীয় দলের সঙ্গে যোগ দেওয়া প্রায় নিশ্চিত মহম্মদ শামির ৷ যা রিপোর্ট তাতে, 16 নভেম্বর বাংলার রঞ্জি ম্যাচ শেষ হওয়ার পরই বঙ্গ পেসারকে উড়িয়ে নিয়ে যাওয়া হতে পারে ডন ব্র্য়াডম্য়ানের দেশে ৷
তবে যদি-কিন্তুর ব্য়াপার রয়েছে এক্ষেত্রে ৷ দ্বিতীয় ইনিংসে বোলিংয়ের পর শামির ফিটনেস যাচাই করা হবে ৷ সেক্ষেত্রে হাঁটুতে পুনরায় কোনও সমস্য়া হচ্ছে কি না, সেসব দেখেশুনে তবেই অস্ট্রেলিয়ার বিমান ধরানো হবে তাঁকে ৷ একবছর পর গত বুধবার বাইশ গজে ফিরেছেন জাতীয় দলের পেসার ৷ বাংলার জার্সিতে রঞ্জি ট্রফির মধ্যে দিয়ে প্রত্যাবর্তনে বৃহস্পতিবার চার উইকেট ঝোলায় পুরেছেন 2023 বিশ্বকাপের সবচেয়ে সফল বোলার ৷ তারপর থেকেই বর্ডার-গাভাসকর ট্রফিতে অংশগ্রহণের ব্য়াপারে বিবেচনায় চলে এসেছেন তিনি ৷
যা খবর তাতে বাংলার রঞ্জি ম্য়াচ শেষ হওয়ার পর বোর্ডের নির্বাচক কমিটি এবং মেডিক্যাল টিম শামির শারীরিক অবস্থার পর্যালোচনা করবে ৷ বঙ্গ পেসার যদি ফিটনেসে তাদের সন্তুষ্ট করতে পারেন তবে 22 নভেম্বর পারথ টেস্ট শুরুর আগেই তিনি জসপ্রীত বুমরা-মহম্মদ সিরাজদের সঙ্গে অজিভূমে মিলিত হবেন ৷ সেক্ষেত্রে অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টের (পিঙ্ক বল টেস্ট) দলে থাকবেন তিনি ৷ এমনকী দিন-রাতের টেস্টের প্রস্তুতি হিসেবে প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে ম্য়াচেও অংশ নেবেন তিনি ৷ অর্থাৎ, মধ্যপ্রদেশের বিরুদ্ধে ম্য়াচের পর বোর্ডের মেডিক্যাল টিমের তরফে শামির কেবল সবুজ সংকেত পাওয়ার অপেক্ষা ৷
Some #CricketUpdates
— Kushan Sarkar (@kushansarkar) November 14, 2024
If Mohammed Shami goes without any fitness hiccup during MP 2nd Innings and if there is no post-match swelling or pain, there is more than a good chance he will be boarding the flight to Australia. Might not be Perth bound but could certainly be Adelaide…
বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশনের একটি সূত্র সংবাদসংস্থা পিটিআই'কে জানিয়েছে, জাতীয় ক্রিকেট অ্য়াকাডেমির মেডিক্যাল টিমের প্রধান নীতিন প্যাটেলের সঙ্গে বোর্ডের নির্বাচক কমিটির সদস্য অজয় রাত্রা ইন্দোরে এসেছেন শামির বোলিং দেখতে ৷ যে রিপোর্ট ম্যাচের পর পৌঁছে যাবে নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকর, অধিনায়ক রোহিত শর্মা ও কোচ গৌতম গম্ভীরের কাছে ৷
বিসিসিআই'য়ের এক সূত্র বলেছে, "নির্বাচকদের হাতে একটি ম্যাচই রয়েছে ওকে (মহম্মদ শামি) যাচাইয়ের জন্য (কারণ রঞ্জির পরবর্তী রাউন্ডের ম্য়াচ 23 জানুয়ারি) ৷ সে ইতিমধ্যেই একাধিক স্পেলে 19 ওভার বল করে ফেলেছে এবং 57 ওভারের অধিকাংশই ফিল্ডিং করেছে ৷ তবে ওকে আবার (দ্বিতীয় ইনিসে) বোলিং ও ফিল্ডিং করতে হবে ৷ ও যদি ফের 15 থেকে 18 ওভার বোলিং করে তাহলে তা যথেষ্ট ৷ তবে সবচেয়ে বড় বিষয় ম্যাচের পর পুনরায় কোনও ব্যথা ও অনুভব করে কি না ৷ এনসিএ মেডিক্যাল টিম সবুজ সংকেত দিলে নিঃসন্দেহে ও দ্বিতীয় টেস্টের আগে দলে যোগ দেবে ৷"