ব্রিসবেন, 15 ডিসেম্বর: শেষবার অজিভূমে ব্রিসবেন টেস্ট ভারতীয় দলের কাছে এককথায় সুখস্মৃতি ৷ 2020-21 সফরে গাব্বায় প্রথমবার টেস্ট ম্যাচ জয়ের স্বাদ পেয়েছিল তারা ৷ কিন্তু চলতি সফরে ব্রিসবেন টেস্টে গতবারের পুনরাবৃত্তি কার্যত অসম্ভব ৷ প্রথমদিনের খেলা বৃষ্টিতে কার্যত ধুয়ে যাওয়ার পর দ্বিতীয়দিন অজি ব্য়াটারদের দাপট অন্তত সেই ইঙ্গিতই দিচ্ছে ৷ জসপ্রীত বুমরার পাঁচ উইকেট সত্ত্বেও তৃতীয় টেস্টের দ্বিতীয়দিন সুবিধাজনক জায়গায় অস্ট্রেলিয়া ৷ দুই ব্যাটারের শতরানে দ্বিতীয়দিনের শেষে সাত উইকেট হারিয়ে চারশোর গণ্ডি পেরল অজিরা ৷
গোলাপি বল টেস্টের পর অজিদের 'দুর্জয় ঘাঁটি' গাব্বায় ফের শতরান ট্রাভিস হেডের ৷ 152 রান করলেন বাঁ-হাতি ব্য়াটার ৷ 25 ইনিংস পর সেঞ্চুরির খরা কাটল স্টিভ স্মিথের ব্যাটেও ৷ ভারতের বিরুদ্ধে গাব্বায় রবিবার 33তম শতরান হাঁকালেন তারকা ব্যাটার ৷ তবে দ্বিতীয়দিনের শুরুটা ভালোই করেছিলেন ভারতীয় বোলাররা ৷ দুই ওপেনার উসমান খোয়াজা (21) এবং ন্য়াথন ম্যাকসুইনিকে (9) থিতু হতে দেননি ভারতের সহঅধিনায়ক জসপ্রীত বুমরা ৷ এরপর নীতিশ রেড্ডির বলে স্লিপে মার্নাস লাবুশেনের দুরন্ত ক্যাচ নিয়ে গাব্বার দর্শকদের চুপ করিয়ে দেন বিরাট কোহলি ৷ গ্যালারি লক্ষ্য করে তাঁর ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি সোশাল মিডিয়ায় ঝড় তোলে ৷