অ্যান্টিগা, 22 জুন: টি2-0 বিশ্বকাপে সুপার এইটে আজ ভারতের সামনে প্রতিবেশী বাংলাদেশ ৷ তুলনামূলক ব্যাটিং সহায়ক পিচে আজ রানের খোঁজে নামবেন ভারতের দুই মহারথী বিরাট কোহলি এবং রোহিত শর্মা ৷ আইসিসি টুর্নামেন্টে এখনও পর্যন্ত নিষ্প্রভ দেখিয়েছে দুই ওপেনারকে ৷ ফলে আজকের ম্যাচে বিরাট-রোহিতের সামনে সুর্বণ সুযোগ নিজেদের ফর্ম ফিরে পাওয়ার ৷ বিশেষত, সুপার এইটের আজকের ম্যাচ জিতলে ভারতের সেফিফাইনালে ওঠা নিশ্চিত হয়ে যাবে ৷ সেই নিরিখে বিরাট এবং রোহিতের ফর্মে ফেরা ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ ৷
চলতি আইসিসি টি20 বিশ্বকাপে ভারতের মিডল-অর্ডার দূরন্ত ফর্মে রয়েছে ৷ বিশেষত, তিন নম্বরে ঋষভ পন্তের নির্ভিক ক্রিকেট ভারতের প্লাস পয়েন্ট ৷ সেই সঙ্গে আফগানিস্তানের বিরুদ্ধে হার্দিকের ব্যাট হাতে সফল হওয়া ৷ আর সূর্যকুমার যাদবের আফগানদের বিরুদ্ধে 'প্লেয়ার অফ দ্য ম্যাচ' পারফর্ম্যান্স ম্যানেজমেন্টকে স্বস্তি দেবে ৷ তবে, শিবম দুবের বিশ্বকাপে রানের খরা জারি রয়েছে ৷ মার্কিন মুলুকে কঠিন পিচে রান না-পাওয়া তাও নেমে নেওয়া গিয়েছিল ৷ কিন্তু, আফগানিস্তানের বিরুদ্ধে সামনের বল ব্যাকফুটে খেলে উইকেট দিয়ে আসা নিয়ে সমালোচনা শুরু হয়েছে ৷
প্রায় একই পরিস্থিতি রবীন্দ্র জাদেজার ৷ তিনি যেমন রান পাচ্ছেন না ৷ তেমনই বলহাতে রান খরচও করছেন ৷ যদিও, জাদেজা অলরাউন্ডার হিসেবে দলে রয়েছেন ৷ কিন্তু, শিবম দুবের 5 নম্বরে ব্যাটার হিসেবে খেলছেন ৷ ফলে তাঁর জন্য আজকের ম্যাচই শেষ সুযোগ হতে পারে ৷ নতুন বলে তানজিম শাকিব, তাসকিন আহমেদের বিরুদ্ধে যেমন ওপেনারদের জন্য চ্যালেঞ্জ থাকবে ৷ তেমনই পুরনো বলে মুস্তাফিজুর রহমান বাংলাদেশের বড় ভরসা ৷ বিশেষত, স্লগ-ওভারে ফিজের বিরুদ্ধে বড় শট খেলা মোটেই সহজ কাজ হবে না ৷ তাও আবার ওয়েস্ট ইন্ডিজের তুলনামূলক মন্থর পিচে ৷