পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ভারতের নজরে সেমিফাইনাল, বাংলাদেশের সামনে বুমরা-হার্দিক-কুলদীপের চ্যালেঞ্জ - T20 World Cup 2024 - T20 WORLD CUP 2024

T20 World Cup 2024: আজ বাংলাদেশের বিরুদ্ধে ভারতের লক্ষ্য টি20 বিশ্বকাপে সেমিফাইনাল নিশ্চিত করা ৷ টুর্নামেন্টে জসপ্রীত বুমরা, আর্শদীপ সিং, হার্দিক পান্ডিয়া এবং কুলদীপ যাদব দূরন্ত ফর্মে রয়েছেন ৷ তবে, ভারতের চিন্তা দলের দুই স্তম্ভ রোহিত শর্মা এবং বিরাট কোহলির ফর্ম ৷

ETV BHARAT
আজ সুপার এইটে ভারতের সামনে বাংলাদেশ ৷ (ছবি- বিসিসিআই এক্স হ্যান্ডেল)

By ETV Bharat Bangla Team

Published : Jun 22, 2024, 2:26 PM IST

অ্যান্টিগা, 22 জুন: টি2-0 বিশ্বকাপে সুপার এইটে আজ ভারতের সামনে প্রতিবেশী বাংলাদেশ ৷ তুলনামূলক ব্যাটিং সহায়ক পিচে আজ রানের খোঁজে নামবেন ভারতের দুই মহারথী বিরাট কোহলি এবং রোহিত শর্মা ৷ আইসিসি টুর্নামেন্টে এখনও পর্যন্ত নিষ্প্রভ দেখিয়েছে দুই ওপেনারকে ৷ ফলে আজকের ম্যাচে বিরাট-রোহিতের সামনে সুর্বণ সুযোগ নিজেদের ফর্ম ফিরে পাওয়ার ৷ বিশেষত, সুপার এইটের আজকের ম্যাচ জিতলে ভারতের সেফিফাইনালে ওঠা নিশ্চিত হয়ে যাবে ৷ সেই নিরিখে বিরাট এবং রোহিতের ফর্মে ফেরা ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ ৷

চলতি আইসিসি টি20 বিশ্বকাপে ভারতের মিডল-অর্ডার দূরন্ত ফর্মে রয়েছে ৷ বিশেষত, তিন নম্বরে ঋষভ পন্তের নির্ভিক ক্রিকেট ভারতের প্লাস পয়েন্ট ৷ সেই সঙ্গে আফগানিস্তানের বিরুদ্ধে হার্দিকের ব্যাট হাতে সফল হওয়া ৷ আর সূর্যকুমার যাদবের আফগানদের বিরুদ্ধে 'প্লেয়ার অফ দ্য ম্যাচ' পারফর্ম্যান্স ম্যানেজমেন্টকে স্বস্তি দেবে ৷ তবে, শিবম দুবের বিশ্বকাপে রানের খরা জারি রয়েছে ৷ মার্কিন মুলুকে কঠিন পিচে রান না-পাওয়া তাও নেমে নেওয়া গিয়েছিল ৷ কিন্তু, আফগানিস্তানের বিরুদ্ধে সামনের বল ব্যাকফুটে খেলে উইকেট দিয়ে আসা নিয়ে সমালোচনা শুরু হয়েছে ৷

প্রায় একই পরিস্থিতি রবীন্দ্র জাদেজার ৷ তিনি যেমন রান পাচ্ছেন না ৷ তেমনই বলহাতে রান খরচও করছেন ৷ যদিও, জাদেজা অলরাউন্ডার হিসেবে দলে রয়েছেন ৷ কিন্তু, শিবম দুবের 5 নম্বরে ব্যাটার হিসেবে খেলছেন ৷ ফলে তাঁর জন্য আজকের ম্যাচই শেষ সুযোগ হতে পারে ৷ নতুন বলে তানজিম শাকিব, তাসকিন আহমেদের বিরুদ্ধে যেমন ওপেনারদের জন্য চ্যালেঞ্জ থাকবে ৷ তেমনই পুরনো বলে মুস্তাফিজুর রহমান বাংলাদেশের বড় ভরসা ৷ বিশেষত, স্লগ-ওভারে ফিজের বিরুদ্ধে বড় শট খেলা মোটেই সহজ কাজ হবে না ৷ তাও আবার ওয়েস্ট ইন্ডিজের তুলনামূলক মন্থর পিচে ৷

টি20 বিশ্বকাপের আরও খবর জানুন...

তবে, ভারতের জন্য ইতিবাচক তাদের বোলিং বিভাগ ৷ নতুন বলে আর্শদীপ এবং বুমরাকে সামলানো যেমন কঠিন হবে ৷ তেমনই মাঝের ওভারে হার্দিকের হার্ড লেন্থ বোলিং প্রতিপক্ষের উইকেট পেতে সাহায্য করবে ৷ সঙ্গে কুলদীপ যাদবের ঘূর্ণি ৷ যা ক্যারিবিয়ান পরিস্থিতিতে একেবারে আদর্শ ৷ সঙ্গে অক্ষর প্যাটেলের নিয়ন্ত্রিত বোলিংও রোহিত শর্মা এবং রাহুল দ্রাবিড়কে ভরসা জোগাবে ৷

ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, ঋষভ পন্ত (উইকেট-কিপার), সূর্যকুমার যাদব, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ এবং আরশদীপ সিং ৷

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাস (উইকেট-কিপার), শাকিব আল হাসান, তৌহিদ হৃদয়, মহমুদুল্লাহ রিয়াদ, জাকার আলি, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান এবং তানজিম শাকিব ৷

ABOUT THE AUTHOR

...view details