পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

সাগরপাড়ে শার্টলেস বিরাট, খালি গায়ে ভলিবলে মত্ত হার্দিক-রিঙ্কুরা - T20 World Cup 2024 - T20 WORLD CUP 2024

Virat Kohli: টি-20 বিশ্বকাপ প্রায় শেষ পর্যায়ে ৷ গ্রুপ খেলার পর সুপার এইটের লড়াইয়ে নামতে চলেছে টিম ইন্ডিয়া ৷ খেলা হবে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের বার্বাডোজে ৷ সেখানেই রয়েছে ভারতীয় দল ৷ গতকাল সাগড়পাড়ে শার্টলেস অবতারে দেখা গেল বিরাট কোহলিকে ৷ সারা গায়ে বালি ভর্তি ৷ খালি গায়ে রয়েছেন হার্দিক পান্ডিয়া ও রিঙ্কু সিংও ৷

Virat Kohli
সাগরপাড়ে শার্টলেস বিরাট (বিসিসিআই এক্স হ্যান্ডেল)

By ETV Bharat Bangla Team

Published : Jun 18, 2024, 8:57 PM IST

Updated : Jun 18, 2024, 9:06 PM IST

বার্বাডোজ, 18 জুন:বল হাতে শার্টলেস বিরাট ৷ তাতে স্পষ্ট সিক্স প্যাক ৷ গায়ে বালি ভর্তি ৷ সুঠাম চেহারা দেখে জাস্ট 'ফ্ল্যাট' অনুগামীরা ৷ বিসিসিআই এক্স হ্যান্ডেলে পোস্ট করতেই তা সকলের দৃষ্টি আকর্ষণ করেছে। ওই ভিডিয়োয় দেখা গিয়েছে আরও অনেককে ৷ হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং ও শিবম দুবের সঙ্গে তিনি মেতে উঠেছেন বিচ ভলিবলে ৷ চলতি টি-20 বিশ্বকাপে সুপার এইটে নামার আগে প্র্যাকটিস সেশনে মেতেছে ৷ তার আগে ফুরফুরে মেজাজে টিম ইন্ডিয়ার সদস্যরা ৷

বিসিসিআই তাদের এক্স হ্যান্ডেলে একটি ভিডিয়ো পোস্ট করেছে ৷ তাতে দেখা যাচ্ছে, বিচ ভলিভলে মেতেছেন ‘মেন ইন ব্লু’ ৷ সমুদ্রের ধারেই ভারতীয় দলের হোটেল । ‘ছুটি’ পেয়ে সমুদ্র সৈকতে নেমে পড়েছেন কোহলি, রিঙ্কু সিংহেরা । ক্রিকেট ছেড়ে বড় ম্যাচের আগে খানিক ‘অক্সিজেন’ নিচ্ছে ভারতীয় দল ৷

আগামী পরশু অর্থাৎ বৃহস্পতিবার আফগানদের সঙ্গে ম্যাচ রয়েছে রোহিতদের ৷ আফগানিস্তান ছাড়াও রোহিতদের খেলতে হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার সঙ্গে ৷ ফলে সেমিফাইনালে উঠতে তাদের আফগান ছাড়াও অজি ও টাইগারদের 'বধ' করতে হবে ৷ সুপার এইটে 20 জুন আফগানিস্তানের বিরুদ্ধে খেলতে হবে রোহিতদের ৷ 22 জুন বাংলাদেশের ও 24 জুন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামবে ‘মেন ইন ব্লু’ ।

গ্রুপ পর্বে ভারত প্রথম তিন ম্যাচে আয়ারল্যান্ড, পাকিস্তান এবং ইউএসএ’কে হারিয়ে সহজেই শেষ আটে জায়গা পাকা করেছে । দু’টি গ্রুপ থেকে শীর্ষে থাকা দু’টি করে চারটি দল পৌঁছবে সেমিতে ৷ ফলে শেষ আটের লড়াই যথেষ্ট কঠিন ৷

'বিশেষ কিছু করতে চলেছি', সুপার এইটে নামার আগে বদ্ধপরিকর রোহিত

Last Updated : Jun 18, 2024, 9:06 PM IST

ABOUT THE AUTHOR

...view details