ঢাকা, 3 জুলাই:টি-20 বিশ্বকাপেরসুপার এইটের ম্যাচে ভারতের বিরুদ্ধে বাংলাদেশ পেসার তাসকিন আহমেদের না-খেলা নিয়ে সম্প্রতি একটি তথ্য সামনে এসেছে ৷ যা শুনে হতবাক ক্রীড়াপ্রেমীরা ৷ ম্যাচের সকালে টিম হোটেলে বাংলাদেশ পেসার এতটাই নিদ্রাচ্ছন্ন ছিলেন যে, টিম বাস মিস করেন তিনি ৷ আর সে কারণেই সুপার এইটের মতো গুরুত্বপূর্ণ পর্যায়ে টিম ইন্ডিয়ার বিরুদ্ধে খেলা হয়নি তাসকিনের ৷ এবার ঘটনায় মুখ খুললেন বাংলাদেশ পেসার স্বয়ং ৷ জানালেন, ঘুমের কারণে টিম বাস করার জন্য নয়; ভারতের বিরুদ্ধে টিম কম্বিনেশনের কারণে তাঁকে দলে রাখা হয়নি ৷
তবে অতিরিক্ত ঘুমের কারণে টিম বাস মিস করার বিষয়টিও অস্বীকার করেননি তাসকিন ৷ তাসকিনের পরিবর্তে জাকের আলিকে ভারতের বিরুদ্ধে একাদশে জায়গা দেয় ম্যানেজমেন্ট ৷ সর্বোপরি ম্যাচটা 50 রানে হেরে যায় বাংলাদেশ ৷ এই বিষয়ে দেশের একটি সংবাদমাধ্যমকে বাংলাদেশ পেসার জানান, তিনি কিছুটা দেরি করে ফেলেছিলেন বটে; কিন্তু টসের আগেই মাঠে পৌঁছে গিয়েছিলেন ৷
ঢাকার সংবাদমাধ্যমে তাসকিন বলেন, "'টসের 30-40 মিনিট আগে আমি মাঠে পৌঁছে গিয়েছিলাম ৷ সকাল 8টা 35 মিনিটে বাস টিম হোটেল ছেড়েছিল ৷ আমি মাঠের উদ্দেশে রওনা হয়েছিলাম 8টা 43 মিনিটে ৷ বাসের প্রায় পিছনে পিছনেই আমি মাঠে প্রবেশ করে গিয়েছিলাম ৷ এমনটা নয় যে, দেরি হওয়ার কারণে আমি দল থেকে বাদ পড়েছিলাম ৷ আমাকে একাদশে রাখার ভাবনা আগে থেকেই ছিল না ৷"
যদিও পরের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে একাদশে ফিরেছিলেন তাসকিন ৷ কিন্তু ভারতের বিরুদ্ধে বাংলাদেশ পেসারের না-খেলা নিয়ে অধিনায়ক শাকিব আল হাসান দেরিতে মাঠে আসাকেই দায়ী করেছিলেন ৷ তাসকিন ঘটনার জন্য পরে দুঃখপ্রকাশও করে নিয়েছিলেন বলে সাংবাদিকদের জানান শাকিব ৷ এমনকী কোনওরকম জরিমানার মুখেও পড়তে হয়নি বাংলাদেশ পেসারকে ৷
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান জানান, তাসকিন একাদশে না-থাকায় তিনি টিম ম্যানেজারকে ফোন করেছিলেন ৷ টিম ম্যানেজারই তাঁকে তাসকিনের বাস মিস করার বিষয়টি জানান এবং তাসকিনের দেরিতে মাঠে আসার বিষয়টি সম্পর্কে জানান ৷