পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায়, দ্বিতীয়বার অবসরে পড়শি দেশের তারকা - TAMIM IQBAL RETIRES

ঐতিহাসিক লর্ডসে শতরান করা দেশের প্রথম ব্যাটার তিনি ৷ শুক্রবার ফেসবুক পোস্টে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন বাংলাদেশের সেই তারকা ব্যাটার ৷

TAMIM IQBAL
তামিম ইকবাল (GETTY)

By ETV Bharat Sports Team

Published : Jan 11, 2025, 3:30 PM IST

ঢাকা, 11 জানুয়ারি: বছরদু'য়েক আগে আচমকাই তিনি অবসর ঘোষণা করেছিলেন বাইশ গজ থেকে ৷ দেশের প্রধানমন্ত্রীর অনুরোধে 24 ঘণ্টার মধ্যে ফিরিয়ে নিয়েছিলেন সিদ্ধান্ত ৷ কিন্তু এবার আর নয় ৷ এবার পাকাপাকিভাবে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তামিম ইকবাল ৷ নির্বাচকদের তরফে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার অনুরোধ থাকলেও তা ফেরালেন তারকা ওপেনার ৷ বোর্ডকে বুধবার তাঁর চূড়ান্ত জানিয়ে দিয়েছেন তামিম ৷

দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে ঐতিহাসিক লর্ডসে বাংলাদেশের প্রথম ব্য়াটার হিসেবে শতরানের নজির গড়া তামিম ৷ 2007 বিশ্বকাপে ভারতকে হারানোর ম্য়াচে ব্য়াট হাতে মূল্যবান 51 রান এসেছিল তামিমের ব্য়াটে ৷ আগামী মাসে পাকিস্তানের মাটিতে শুরু হতে চলা চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য তাঁর নাম বিবেচনা করা হবে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচক কমিটির তরফে এসেছিল এমন প্রস্তাবও ৷ কিন্তু সিদ্ধান্তে অটল তামিম জানিয়ে দিলেন, বুটজোড়া তুলে রাখছেন তিনি ৷

18 বছরের আন্তর্জাতিক কেরিয়ারে বাংলাদেশের হয়ে 70টি টেস্ট ম্য়াচ, 243টি ওডিআই এবং 78টি টি-20 ম্যাচ খেলেছেন বাঁ-হাতি ওপেনার ৷ শতরানের সংখ্যা 25 ৷ শুক্রবার ফেসবুক পোস্টে অবসর ঘোষণায় তামিম লেখেন, "আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আছি অনেক দিন ধরেই। সেই দূরত্ব আর ঘুচবে না। আন্তর্জাতিক ক্রিকেটে আমার অধ্যায় শেষ। অনেক দিন ধরেই এটা নিয়ে ভাবছিলাম। এখন যেহেতু সামনে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় একটি আসর সামনে, আমি চাই না আমাকে ঘিরে আবার অলোচনা হোক এবং দলের মনোযোগ ব্যাহত হোক।"

তামিম বিতর্কের অবসান ঘটিয়ে জানিয়েছেন, কেন্দ্রীয় চুক্তি থেকে তিনি নিজেই সরে এসেছিলেন ৷ এমনকী একজন পেশাদাক ক্রীড়াবিদের অবসরের সিদ্ধান্ত যে একান্ত ব্যক্তিগত তাও অবসর ঘোষণায় বুঝিয়ে দিয়েছেন তামিম ৷ আন্তর্জাতিক ক্রিকেটে 15 হাজারেরও বেশি রানের মালিক আরও লেখেন, "আমার ছেলে কখনও আমাকে সরাসরি বলেনি, কিন্তু তার মাকে বারবার বলেছে, বাবাকে আবার দেশের জার্সিতে খেলতে দেখতে চায়। ভক্তদের হতাশ করার জন্য আমি দুঃখিত। ছেলেকে বলছি, ‘তুমি যেদিন বড় হবে, সেদিন বাবাকে বুঝতে পারবে।"

আরও পড়ুন:

ABOUT THE AUTHOR

...view details