মোহালি, 9 এপ্রিল: শেষ ওভারে প্রয়োজন ছিল 29 রান ৷ আপ্রাণ চেষ্টা সত্ত্বেও 26 রানের বেশি তুলতে পারলেন না দুই অপরাজিত ব্যাটার আশুতোষ শর্মা এবং শশাঙ্ক সিং ৷ শেষদিকে দুই ব্যাটারের ঝোড়ো ইনিংসেও মঙ্গলবার ঘরের মাঠে অল্পের জন্য জয় অধরা রয়ে গেল প্রীতির পঞ্জাব কিংসের ৷ 2 রানে শিখর ধাওয়ানদের হারিয় চলতি আইপিএলে তৃতীয় জয় ছিনিয়ে নিল সানরাইজার্স হায়দরাবাদ ৷
183 রানে লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে এদিন একসময় 91 রানে 5 উইকেট হারায় পঞ্জাব ৷ টপ-অর্ডারের ব্যাটিং ব্যর্থতায় ম্যাচ যে এতটা রুদ্ধশ্বাস পরিস্থিতিতে পৌঁছতে পারে, তা আন্দাজ করা যায়নি ৷ পরিস্থিতি বদলায় ছয় এবং আট নম্বরে ব্যাট করতে নামা যথাক্রমে শশাঙ্ক সিং এবং আশুতোষ শর্মার ব্যাটে ৷ 25 বলে 46 রান করেন শশাঙ্ক ৷ অন্যদিকে 15 বলে অপরাজিত 33 আসে আশুতোষের ব্যাটে ৷ কিন্তু দুই ব্যাটারের অবিভক্ত 64 রানের ইনিংসে জয় আসল না পঞ্জাবের ৷
অ্যাওয়ে ম্যাচ প্রথমে ব্যাট করতে নেমে এদিন মুখ থুবড়ে পড়ে প্যাট কামিন্সের দলের ব্যাটিং ফ্রন্টলাইনও ৷ দলের তাবড় তাবড় ব্যাটারদের ব্যর্থতার দিনে খেলাটা ধরেন নিশীথ কুমার রেড্ডি ৷ বিশাখাপত্তনমের বছর কুড়ির তরুণের ব্যাটে ভর করেই লড়াইয়ের জায়গায় পৌঁছল হায়দরাবাদ ৷ 37 বলে 64 রানের ঝোড়ো ইনিংসে দলকে ভালো জায়গায় পৌঁছে দিলেন ৷ নির্ধারিত 20 ওভারে হায়দরাবাদের স্কোর 182 রান ৷
15 বলে 21 রান করে ফেরেন ট্র্যাভিস হেড ৷ বিশ্বকাপ ফাইনালের নায়ক চালিয়ে শুরু করলেও ইনিংস বড় করতে পারেননি ৷ ব্যর্থ অভিষেক শর্মাও ৷ মুম্বই ম্যাচে তাঁর ব্যাটেই স্বপ্নের স্কোর খাড়া করেছিল এসআরএইচ ৷ এদিন অভিষেকের অবদান 11 বলে 16 ৷ খাতাই খুলতে পারেননি এইডেন মার্করাম ৷ দু’বল খেলেই ক্রিজ ছাড়েন প্রোটিয়া ব্যাটার ৷ এদিন ম্যাচের সেরা হায়দরাবাদের নিশীথই ৷ ব্যাট হাতে ম্যাচ জেতানো ইনিংসের পাশাপাশি বল হাতে একটি উইকেটও নেন তিনি ৷
আরও পড়ুন:
- 2022 সালেই ঋতুরাজকে গুরুদায়িত্ব পালনের জন্য প্রস্তুত হতে বলেছিলেন ধোনি
- 14 বল বাকি থাকতেই ম্যাচ জিতে নিল চেন্নাই, চলতি আইপিএলে প্রথম হার নাইটদের
- যশের দাপটে ইতি শুভমনের গুজরাতের, 33 রানে জয়ে লিগ টেবিলে তিনে উঠল লখনউ