পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

দলীপে খেলার প্রশ্নে বাধা 'মোটিভেশন', সিনিয়রদের প্রস্তুতির অভাবেই কি ভুগল ভারত?

ক্রিকেটারদের অপর্যাপ্ত ম্যাচ প্র্যাকটিসই কি কিউয়িদের বিরুদ্ধে ভোগাল ভারতীয় দলকে? বিভিন্ন প্রতিবেদনের রিপোর্ট তো বটেই, এব্য়াপারে প্রশ্ন তুলে দিলেন খোদ দুই কিংবদন্তি ৷

VIRAT KOHLI RUN OUT
রান আউটের পর বিরাট কোহলি (AP Photo)

By ETV Bharat Sports Team

Published : Nov 4, 2024, 2:37 PM IST

হায়দরাবাদ, 4 নভেম্বর: চব্বিশ বছর পর ঘরের মাঠে হোয়াইটওয়াশের লজ্জা ৷ নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে চুনকাম হওয়ার পর ভারতীয় ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে চলছে ময়নাতদন্ত ৷ আর সেই কাটাছেঁড়ায় উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য ৷ বেশ কিছু রিপোর্টে কিউয়িদের বিরুদ্ধে ভরাডুবির কারণ হিসেবে দায়ী করা হয়েছে অপর্যাপ্ত প্রস্তুতিকেই ৷ বিশেষ করে রোহিত শর্মা, বিরাট কোহলি কিংবা জসপ্রীত বুমরার মত দলের সিনিয়র ক্রিকেটারদের ৷ আর এই প্রসঙ্গেই উঠে আসছে সুযোগ থাকা সত্ত্বেও অজুহাত খাড়া করে দলের সিনিয়র ক্রিকেটারদের দলীপে না-খেলার বিষয়টি ৷

বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের আগে সেপ্টেম্বরের শুরুতে দলীপে খেলার কথা ছিল রোহিত-কোহলিদের ৷ মার্চে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের পর আর কোনও টেস্ট ম্যাচ না-খেলা ভারতীয় দলের জন্য খুবই উপযোগী ম্যাচ প্র্যাকটিস হতে পারত দলীপ ট্রফি ৷ কিন্তু ঘরোয়া ক্রিকেটে খেলার ব্যাপারে সেই অর্থে মোটিভেশন পাননি দলের সিনিয়র ক্রিকেটাররা ৷ দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্ট অন্তত তেমনটাই বলছে ৷

অথচ প্রথম রাউন্ডের ম্যাচে বিরাট-রোহিতরা খেলবেন বলে প্রস্তুত ছিল মঞ্চ ৷ কিন্তু প্রাথমিক ইচ্ছে সত্ত্বেও শেষদিকে টি-20 বিশ্বজয়ী ক্রিকেটাররা আগ্রহ হারিয়ে ফেলে বলে সেই রিপোর্টে প্রকাশ ৷ বাংলাদেশের বিরুদ্ধে সিরিজে জয়ে সেই অপর্যাপ্ত প্রস্তুতি ঢাকা পড়লেও তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল নিউজিল্যান্ড সিরিজের ব্যর্থতা ৷ এমনকী এই ব্যর্থতা অস্ট্রেলিয়া সিরিজের আগে জন্ম দিল উদ্বেগের বলিরেখার ৷ বিরাটদের দলীপে না-খেলার সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন সুনীল গাভাসকর ৷

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে গাভাসকর বলেন, "নিঃসন্দেহে অনেক বেশি প্রস্তুতির প্রয়োজন ছিল ৷ মাঝখানে লম্বা সময়ের বিরতি ছিল ৷ আমিও জানতাম বাংলাদেশকে আমরা হারিয়ে দেব ৷ কিন্তু তারপর সবাই ধরে নিয়েছিল নিউজিল্যান্ডকে হারানোও বুঝি ততটাই সহজ হবে ৷ কিন্তু ওরা অনেকগুণে শক্তিশালী ৷ দলে আইপিএল খেলা ক্রিকেটাররা রয়েছে ৷ ভারতের পিচ সম্পর্কে তাঁরা ওয়াকিবহাল যথেষ্ট ৷"

শুধুই কি গাভাসকর? পরোক্ষে রোহিতদের কদর্য হারকে প্রস্তুতির অভাব বলে টুইটে লিখলেন সচিন তেন্ডুলকর ৷ মাস্টার-ব্লাস্টার রবিবার লেখেন, "ঘরের মাঠে 3-0 সিরিজ হারের যন্ত্রণা সহজে ভোলার নয় ৷ তবে আত্মসমীক্ষার সময় এসেছে ৷ প্রস্তুতির অভাব নাকি ভুল শট নির্বাচন নাকি অপর্যাপ্ত ম্যাচ প্র্যাকটিস? হারের কারণ খুঁজতে হবে ৷"

ABOUT THE AUTHOR

...view details