পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ জিততে ভারতের দরকার 162 রান - India tour of Sri Lanka 2024 - INDIA TOUR OF SRI LANKA 2024

IND vs SL: আজই এশিয়া কাপ হাতছাড়া হয়েছে মেয়েদের ৷ দ্বীপরাষ্ট্রের মেয়েদের কাছে হারতে হয়েছে হরমনপ্রীতদের ৷ তবে তিন ম্যাচের টি-20 সিরিজে ইতিমধ্য়েই একটিতে জিতে গিয়েছে সূর্যকুমারের দল ৷ আজ পাল্লেকেলেতে দ্বিতীয় টি-20 ম্যাচ জিতে সিরিজ নিজেদের হেফাজতে করতে চাইছে ভারত ৷ নতুন কোচ ও নতুন অধিনায়কে অর্থাৎ গম্ভীর-সূর্য জুটিতে সিরিজ পকেটে পুুরতে ভারতের দরকার 162 রান ৷

IND vs SL
টি-20 সিরিজ জিততে ভারতের চাই 162 রান (বিসিসিআই এক্স)

By ETV Bharat Sports Team

Published : Jul 28, 2024, 10:35 PM IST

পাল্লাকেলে, 28 জুলাই: শুরু হয়েছে ভারত বনাম শ্রীলঙ্কা টি-20 সিরিজ। এরপর রয়েছে আরও তিনটি ওয়ান-ডে ম্যাচ ৷ টি-20 সিরিজের প্রথম ম্যাচটিতে 43 রানে দ্বীপরাষ্ট্রকে হারিয়েছে সূর্য কুমারের ভারত ৷ ভারতীয় টি-20 দলের নতুন অধিনায়ক সূর্যকুমার যাদব এবং নবনিযুক্ত প্রধান কোচ গৌতম গম্ভীরের জুটি একটি বিশেষ ছাপ রাখতে চায় ৷ এক ম্যাচ আগে থাকতেই আজ তাঁরা চান সিরিজ নিজেদের হেফাজতে করতে ৷ কিন্তু দ্বিতীয় টি-20 ম্যাচটি শুরুর আগে বাধা দেয় বৃষ্টি ৷

ভেজার মাঠের কারণে টস হতে দেরি হয় ৷ নির্ধারিত সময় সাড়ে ছ'টার বদলে 7.15'তে হয় ম্যাচের টস ৷ সূর্য কুমার সিদ্ধান্ত নেন, বোলিংয়ের ৷ প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা তোলে 161 রান ৷ শ্রীলঙ্কার পথুম নিসাঙ্কা তোলেন 32 রান ৷ কুশাল ম্য়ান্ডিসের ব্য়াটে আশে 53 রান ৷ 34 বল খেলে তিনি ইনিংস সাজান 6টি চার ও 2টি ছয়ে ৷ তারপর আর কোনও ব্যাটারই 26 রানের গণ্ডি টপকাতে পারেননি ৷ এদিকে ভারতের বোলিং বিভাগ দেখান তাঁদের পারফরম্যান্স ৷ রবি বিষ্ণোই 4 ওভার বল করে 26 রান দিয়ে নেন 3টি উইকেট ৷ 2টি করে উইকেট নেন অর্শদীপ সিং, অক্ষর প্যাটেল ও হার্দিক পান্ডিয়া ৷ নির্ধারিত 20 ওভারে 9 উইকেট হারিয়ে শ্রীলঙ্কা তোলে 161 রান ৷

পালটা রান তাড়া করতে ভারতের হয়ে ওপেনিংয়ে নামেন যশস্বী জয়সওয়াল ও সঞ্জু স্যামসন ৷ দাশুন শানাঙ্কা তিন বল করতেই ফের ভেজা মাঠেক কারণে ম্যাচ দেরিতে শুরু হবে ঘোষণা হয় ৷ সাড়ে ন'টা ম্যাচ বন্ধ হয়ে যায় ৷ এদিকে 3 বলে 6 রান করেন যশস্বী ৷ একটি চার মারেন তিনি ৷ সঞ্জু এখনও পর্যন্ত রান করতে পারেননি ৷ সাড়ে 10টা বেজে গেলেও ম্যাচ তখনও শুরু হয়নি (এই প্রতিবেদন লেখা পর্যন্ত) ৷

ABOUT THE AUTHOR

...view details