রাষ্ট্রসংঘ, 10 জানুয়ারি: 2025 সালে ভারতের অর্থনীতি 6.6 শতাংশ হারে বৃদ্ধি পাবে, এমনই অনুমান করছে রাষ্ট্রসংঘ ৷ গত বুধবার রাষ্ট্রসংঘের এক রিপোর্টে এই কথা বলা হয়েছে ৷ সেখানে আরও জানানো হয়েছে যে ভারতের অর্থনৈতিক শক্তিবৃদ্ধি দক্ষিণ এশিয়ার আর্থিক অগ্রগতিকে তরান্বিত করবে ৷
ওই রিপোর্টে বলা হয়েছে, দক্ষিণ এশিয়ায় বৃহত্তম অর্থনীতি হল ভারত ৷ সেই কারণেই ভারতের অর্থনৈতিক বৃদ্ধির কারণে দক্ষিণ এশিয়ায় ইতিবাচক প্রভাব পড়বে ৷ তবে এই অঞ্চলের আর্থিক অগ্রগতিতে ভুটান, নেপাল ও শ্রীলঙ্কার মতো দেশগুলিরও অবদান থাকবে ৷
ভারতের এই অর্থনৈতিক বৃদ্ধি কীভাবে হবে, সেই ব্যাখ্যাও দিয়েছে রাষ্ট্রসংঘের ওই রিপোর্ট ৷ সেখানে জানানো হয়েছে, মূলত শক্তিশালী বেসরকারি খরচ এবং বিনিয়োগের জন্যই 2025 সালে ভারতের অর্থনৈতিক বৃদ্ধি 6.6 শতাংশ হবে বলে অনুমান করা হচ্ছে ৷
ওই রিপোর্টে আরও বলা হয়েছে, পরিষেবা এবং নির্দিষ্ট পণ্য, বিশেষ করে ওষুধ ও বৈদ্যুতিন সরঞ্জামের ক্ষেত্রে রফতানি বৃদ্ধি পাবে ৷ এর জেরে ভারতের অর্থনৈতিক কর্মকাণ্ড শক্তিশালী হবে । এছাড়া উৎপাদন ও পরিষেবা খাতের সম্প্রসারণও অর্থনীতিকে চালিত করবে । তাছাড়া গতবছর বর্ষা ভালো হয়েছে ৷ ফলে কৃষিক্ষেত্রেও বৃদ্ধি ভালো হবে বলে আশা করা হচ্ছে ৷
2024 সালে ভারতীয় অর্থনীতি 6.8 শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং 2025 সালে 6.6 শতাংশ বৃদ্ধি পাওয়ার পূর্বাভাস রয়েছে । 2026 সালে ভারতীয় অর্থনীতি আবার 6.8 শতাংশ বৃদ্ধিতে ফিরে আসবে বলে অনুমান করা হচ্ছে । তবে ওই রিপোর্টে আশা করা হয়েছে যে পরিকাঠামো উন্নয়নে মূলধন ব্যয় আগামী বছরগুলিতে অর্থনৈতিক বৃদ্ধির উপর শক্তিশালী বহুমুখী প্রভাব ফেলবে ৷
ভারতে উপভোক্তা মুদ্রাস্ফীতি 2024 সালে আনুমানিক 4.8 শতাংশ থেকে কমে 2025 সালে 4.3 শতাংশে পৌঁছাবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে ৷ রিজার্ভ ব্যাংকের অনুমান অনুযায়ী, এই মুদ্রাস্ফীতি 2 থেকে 6 শতাংশের মধ্যে থাকার কথা ৷ বলা যেতে পারে, সেই পূর্বাভাস অনেকটাই মিলতে পারে ৷ জ্বালানির দাম কমে যাওয়া মুদ্রাস্ফীতি হ্রাসে অন্যতম অনুঘটক ৷ তবে প্রতিকূল আবহাওয়ার কারণে 2024 সালে শাকসবজি, শস্য এবং অন্যান্য প্রধান পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে, যার ফলে জুন এবং সেপ্টেম্বরে মুদ্রাস্ফীতি বৃদ্ধি পেয়েছে ।
রাষ্ট্রসংঘের ওই রিপোর্টে সারা বিশ্বের সামগ্রিক অর্থনৈতিক বৃদ্ধি 2025 সালে 2.8 শতাংশ হবে বলে অনুমান করা হয়েছে ৷ 2024 সালে একই পরিমাণ অর্থনৈতিক বৃদ্ধি হয়েছে ৷ 2026 সালে এই বৃদ্ধি সামান্য বেড়ে 2.9 শতাংশ হবে বলে অনুমান করা হয়েছে ওই রিপোর্টে ৷ ফলে অর্থনৈতিক বৃদ্ধির দিক থেকে এই বছর স্থিতাবস্থা বজায় থাকবে বলাই যায় ৷
ওই রিপোর্টে আরও বলা হয়েছে, ভারতে লেবার ইন্ডিকেটর 2024 সালে ভালো ছিল ৷ আগামী বছরও তা ভালো থাকবে ৷ যদিও 2023 সালের মতো 2025 সালেও শহরে বেকারত্বের হার 6.6 শতাংশ থাকবে ৷ শ্রমক্ষেত্রে লিঙ্গবৈষম্য থাকলেও আগামিদিনে মহিলাদের কর্মসংস্থানের কিছুটা হলেও বৃদ্ধি পাবে ৷