লন্ডন, 9 সেপ্টেম্বর: প্রথম দু'টি ম্য়াচ জিতে সিরিজ আগেই জিতে গিয়েছিল ওলি পোপের ইংল্য়ান্ড ৷ তবে দ্য ওভালে সিরিজের তৃতীয় টেস্ট জিতে 10 বছর পর ইংল্যান্ডের মাটিতে জয় তুলে নিল শ্রীলঙ্কা ৷ অপরাজিত শতরানে দ্বীপরাষ্ট্রকে স্মরণীয় জয় এনে দিলেন ওপেনার পাথুম নিশাঙ্কা ৷ তৃতীয় টেস্টে রুটদের 8 উইকেটে হারাল দ্বীপরাষ্ট্র ৷ এই জয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পাঁচে উঠে এল তারা ৷
এক উইকেটে 94 রান নিয়ে চতুর্থদিন খেলা শুরু করে শ্রীলঙ্কা ৷ গতদিন 53 রানে অপরাজিত থেকে এদিন ক্রিজে নামেন নিশাঙ্কা ৷ দিনের পঞ্চম ওভারে দ্বিতীয় উইকেট হারাতে হলেও তৃতীয় উইকেটে অ্য়াঞ্জেলো ম্যাথিউজকে সঙ্গে নিয়ে সহজেই বৈতরণী পার করেন ওপেনার নিশাঙ্কা ৷ 124 বলে 127 রানে অপরাজিত থাকেন তিনি ৷ মারেন 13টি চার, 2টি ছয় ৷ 32 রানে অপরাজিত থাকেন ম্যাথিউজ ৷ তৃতীয় উইকেটে অবিভক্ত 111 রানের জুটি জয় এনে দেয় শ্রীলঙ্কাকে ৷