প্যারিস, 10 অগস্ট: একমাসও হয়নি, চতুর্থবার ইউরোপ সেরা হয়েছে স্পেন ৷ মাস ঘুরতে না-ঘুরতেই এবার অলিম্পিক্সেও শিরোপা উঠল স্প্যানিশ ফুটবল দলের মাথায় ৷ 'দ্য গ্রেটেস্ট শো অন আর্থ'-এ দ্বিতীয়বারের জন্য সোনা জিতল তারা ৷ ইউরোপের দেশ হিসেবে 1992 সালে শেষবার সোনা জিতেছিল স্পেনই ৷ শনিবার ফ্রান্স বনাম স্পেন ফাইনাল গড়াল অতিরিক্ত সময় ৷ এক্সট্রা টাইমে 5-3 গোলে জয়লাভ করল তিকিতাকা'র দেশ ৷
অলিম্পিক্সে শেষ পাঁচবারের মধ্যে দু'বার করে সোনা জিতে নিয়েছিল আর্জেন্তিনা ও ব্রাজিল ৷ একবার সোন এসেছিল মেক্সিকোর ঝুলিতে ৷ অর্থাৎ, স্পেনের জয়ে অলিম্পিক্স ফুটবলে শেষ হল লাতিন আমেরিকার আধিপত্য ৷ পার্ক দ্য প্রিন্সেস এদিন সাক্ষী থাকল নাটকীয় ম্য়াচের ৷ গোল্ড মেডেল ম্য়াচে এদিন একসময় 3-1 গোলে এগিয়ে ছিল সদ্য ইউরোজয়ী স্পেন ৷ যদিও অলিম্পিক্স অনূর্ধ্ব-23 প্রতিযোগিতা হওয়ায় ইউরোজয়ী দলের কেবল ফারমিন লোপেজ এবং অ্যালেক্স বায়েনাকে রেখে দল গড়েছিল স্পেন ৷