ETV Bharat / bharat

ফের ভূমিকম্প ! দিল্লির পর এবার কেঁপে উঠল বাংলার পাশের রাজ্য - BIHAR EARTHQUAKE

দিল্লির পর সোমলার সকালে কেঁপে উঠল বিহার ৷ রিখটার স্কেলে কম্পনের মাত্রা 4.0 ৷ বাংলার প্রতিবেশী রাজ্য়ের বাসিন্দারা আতঙ্কে বাড়ি থেকে রাস্তায় বেরিয়ে আসেন ৷

BIHAR EARTHQUAKE
প্রতীকী ছবি (এএনআই)
author img

By ANI

Published : Feb 17, 2025, 11:40 AM IST

পটনা, 17 ফেব্রুয়ারি: পরপর ভূমিকম্প সোমের সকালে ৷ প্রথমে সকাল 5.36 নাগাদ কেঁপে ওঠে দিল্লি ৷ এদিনে রাজধানীর কম্পনের মাত্রা রিখটার স্কেলে 4.0 ৷ এরপরই সকাল 8.02-এ কেঁপে ওঠে বিহার ৷ বাংলার প্রতিবেশী রাজ্যে বিহারে সিওয়ান ভূমিকম্পের উৎসস্থল ৷ এখানেও দেশের রাজধানীর মতো কম্পনের মাত্রা রিখটার স্কেলে 4.0, জানা গিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে ৷

এদিন ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) অনুসারে সিওয়ানের ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের অবস্থান ৷ এলাকাবাসীরা প্রাণের ভয়ে ঘর ছেড়ে দ্রুত রাস্তায় বেরিয়ে পড়েন ৷ তবে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি ৷ প্রশাসনের তরফে পরিস্থিতির উপর নজর রাখা হয়েছে ৷ তবে, দিল্লিতে ভূমিকম্পের সঙ্গে সঙ্গেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দিল্লি এবং আশেপাশের এলাকার বাসিন্দাদের শান্ত এবং সতর্ক থাকার আর্জি জানান ৷

প্রধানমন্ত্রী মোদি এক্সে পোস্ট করে লেখেন, "কম্পন অনুভূত হয়েছে দিল্লি ও আশেপাশের এলাকায়। সম্ভাব্য, আফটারশকের জন্য সতর্ক থাকা এবং শান্ত থাকার আর্জি জানানো হয়েছে ৷ আধিকারিকরা পরিস্থিতির ওপর কড়া নজর রাখছেন।" উল্লেখ্য, এবছরের 7 জানুয়ারি বিহারে ভূমিকম্প অনুভূত হয়েছিল। দুই মাসের মধ্যে এটি দ্বিতীয় ভূকম্পন। এদিন বিহারের একাধিক জেলায় কম্পন অনুভূত হওয়ার পাশাপাশি উত্তর ভারতের অনেকাংশই কেঁপে ওঠে। জানুয়ারিতে যে ভূমিকম্প বিহারে টের পাওয়া গিয়েছিল তার কেন্দ্রস্থল ছিল নেপাল, কিন্তু এবারের কেন্দ্রস্থল বিহারের সিওয়ানের হাসানপুর গ্রাম ৷

গ্রামবাসীরা বলছেন, তাঁরা সকালে ঘুম থেকে উঠে জমিতে যাওয়ার জন্য তোড়জোড় করছিলেন ৷ তখনই তাঁদের মাথা ঘুরে যায় ৷ তারপরই বুঝতে পারেন যে এটা ভূমিকম্প। চিৎকার করে ঘর থেকে বেরিয়ে পড়েন।

পটনা, 17 ফেব্রুয়ারি: পরপর ভূমিকম্প সোমের সকালে ৷ প্রথমে সকাল 5.36 নাগাদ কেঁপে ওঠে দিল্লি ৷ এদিনে রাজধানীর কম্পনের মাত্রা রিখটার স্কেলে 4.0 ৷ এরপরই সকাল 8.02-এ কেঁপে ওঠে বিহার ৷ বাংলার প্রতিবেশী রাজ্যে বিহারে সিওয়ান ভূমিকম্পের উৎসস্থল ৷ এখানেও দেশের রাজধানীর মতো কম্পনের মাত্রা রিখটার স্কেলে 4.0, জানা গিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে ৷

এদিন ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) অনুসারে সিওয়ানের ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের অবস্থান ৷ এলাকাবাসীরা প্রাণের ভয়ে ঘর ছেড়ে দ্রুত রাস্তায় বেরিয়ে পড়েন ৷ তবে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি ৷ প্রশাসনের তরফে পরিস্থিতির উপর নজর রাখা হয়েছে ৷ তবে, দিল্লিতে ভূমিকম্পের সঙ্গে সঙ্গেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দিল্লি এবং আশেপাশের এলাকার বাসিন্দাদের শান্ত এবং সতর্ক থাকার আর্জি জানান ৷

প্রধানমন্ত্রী মোদি এক্সে পোস্ট করে লেখেন, "কম্পন অনুভূত হয়েছে দিল্লি ও আশেপাশের এলাকায়। সম্ভাব্য, আফটারশকের জন্য সতর্ক থাকা এবং শান্ত থাকার আর্জি জানানো হয়েছে ৷ আধিকারিকরা পরিস্থিতির ওপর কড়া নজর রাখছেন।" উল্লেখ্য, এবছরের 7 জানুয়ারি বিহারে ভূমিকম্প অনুভূত হয়েছিল। দুই মাসের মধ্যে এটি দ্বিতীয় ভূকম্পন। এদিন বিহারের একাধিক জেলায় কম্পন অনুভূত হওয়ার পাশাপাশি উত্তর ভারতের অনেকাংশই কেঁপে ওঠে। জানুয়ারিতে যে ভূমিকম্প বিহারে টের পাওয়া গিয়েছিল তার কেন্দ্রস্থল ছিল নেপাল, কিন্তু এবারের কেন্দ্রস্থল বিহারের সিওয়ানের হাসানপুর গ্রাম ৷

গ্রামবাসীরা বলছেন, তাঁরা সকালে ঘুম থেকে উঠে জমিতে যাওয়ার জন্য তোড়জোড় করছিলেন ৷ তখনই তাঁদের মাথা ঘুরে যায় ৷ তারপরই বুঝতে পারেন যে এটা ভূমিকম্প। চিৎকার করে ঘর থেকে বেরিয়ে পড়েন।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.