অ্যান্টিগা, 24 জুন: একেই বলে ভাগ্য ৷ সহজ পরিস্থিতিকে কঠিন করে তোলা দক্ষিণ আফ্রিকার যেন অভ্যেস হয়ে দাঁড়িয়েছে ৷ তবে, কপাল জোরে ফের একবার 'চোকার্স' তকমা লাগতে লাগতে বেঁচে গেল দক্ষিণ আফ্রিকা ৷ বৃষ্টি বিঘ্নিত ম্যাচে আয়োজক দেশ ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে টি20 বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গেল তারা ৷ সুপার এইটের গ্রুপ-2 থেকে দ্বিতীয় দল হিসেবে নক-আউট পর্যায়ে গেল এডেন মার্করামের দল ৷ তাও আবার গ্রুপ-টপার হিসেবে ৷ তিন ম্যাচের সবক’টিতে জিতে 6 পয়েন্ট পেয়েছে প্রোটিয়ারা ৷ গ্রুপ-2 থেকে রবিবারই 4 পয়েন্ট নিয়ে সেমিফাইনালে কোয়ালিফাই করেছে ইংল্যান্ড ৷
আজ অ্যান্টিগার স্লো পিচে দক্ষিণ আফ্রিকা টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় ৷ বিগ হিটিং ক্যারিবিয়ানদের বিরুদ্ধে আজ দুই স্পিনারে নেমেছিল দক্ষিণ আফ্রিকা ৷ কেশব মহারাজের সঙ্গে তাবরেজ শামসিকে খেলানো হয় ৷ পার্টটাইম জাদুকর আর ফুলটাইম রিস্টস্পিনার এদিন বলহাতে জাদু দেখালেন ৷ 4 ওভারে 27 রান দিয়ে গুরুত্বপূর্ণ 3 উইকেট নেন তিনি ৷ বিপজ্জনক হয়ে ওঠা ওপেনার কার্ল মায়ার্স (35) এবং রস্টন চেজ (52)-এর উইকেট নেন শামসি ৷ লোয়ার-অর্ডারে শেরফান ব়্যাদাফোর্ডকে শূন্যতেই ফিরিয়ে দেন ৷
তবে, তাবরেজ শামসি, এনরিক নখিয়া এবং কাগিসো রাবাদা নন ৷ ম্যাচের গুরুত্বপূর্ণ অংশ হল প্রোটিয়াস ব্যাটিং ৷ ক্যারিবিয়ানদের 135 রান তাড়া করতে নেমে, শুরুতেই 2 উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা ৷ ফর্মে থাকা দুই ওপেনার কুইন্টন ডি’কক (12) এবং রিজা হেনড্রিকস (0) শুরুতেই ফিরে যান ৷ প্রথম দু’ওভারের পরেই বৃষ্টি নেমে যায় ৷ পরে ফের খেলা শুরু হলে, 17 ওভারের ম্যাচ নির্ধারণ করেন আম্পায়াররা ৷ আর দক্ষিণ আফ্রিকার সামনে টার্গেট দাঁড়ায় 123 রান ৷ বৃষ্টির পরে শুরুটা দূরন্ত করেছিল প্রোটিয়ারা ৷