কলকাতা, 9 সেপ্টেম্বর:দলীপ ট্রফিতে গা ঘামিয়ে দুর্ঘটনা পরবর্তী সময়ে লাল বলের ক্রিকেটে প্রত্যাবর্তনের পথে ঋষভ পন্ত ৷ তার আগে সৌরভ গঙ্গোপাধ্যায়ের দরাজ সার্টিফিকেট আদায় করে নিলেন ভারতীয় স্টাম্পার-ব্যাটার ৷ পন্তের মধ্যে টেস্ট ক্রিকেটে সর্বকালের সেরা হওয়ার যাবতীয় রসদ রয়েছে বলে মনে করেন প্রাক্তন বিসিসিআই সভাপতি ৷ যদিও সাদা বলের ক্রিকেটে পন্তকে উন্নতি করতে হবে বলে জানিয়ে দিলেন বাংলার মহারাজ ৷
পন্ত প্রসঙ্গে সৌরভ (ETV Bharat) সোমবার ব্যাটারিচালিত দু-চাকার যান প্রস্ততকারী এক সংস্থার দূত হলেন সৌরভ ৷ সেই অনুষ্ঠানেই প্রাক্তন ভারত অধিনায়ক বলেন, "আমার মনে হয় পন্ত ভারতের অন্যতম সেরা টেস্ট ব্য়াটার ৷ বাংলাদেশ সিরিজে ওর প্রত্যাবর্তনে আমি বিস্মিত নই ৷ ভারতের হয়ে আরও লম্বা সময় ধরে খেলবে ও ৷" এখানেই না-থেমে সৌরভের সংযোজন, "এভাবে ও যদি ধারাবাহিক পারফরম্যান্স করতে থাকে তাহলে টেস্ট ক্রিকেটে সর্বকালের সেরা হতে পারে ও ৷ তবে সংক্ষিপ্ত ফর্ম্য়াটে অবশ্যই উন্নতির জায়গা রয়েছে পন্তের ৷"
দলীপ ট্রফির প্রথম ম্য়াচে ভারতীয় বি-দলের হয়ে 34 বলে হাফসেঞ্চুরি হাঁকিয়ে পন্ত জানান দিয়েছেন লাল বলের ক্রিকেটের জন্য তিনি তৈরি ৷ চলতি মাসেই শুরু হতে চলা বাংলাদেশ সিরিজের আগে সৌরভের স্তুতি যে পন্তের আত্মবিশ্বাস বাড়াবে, সে বিষয়ে সন্দেহ নেই ৷ পন্তের পাশাপাশি ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের সম্ভাবনা নিয়েও তাঁর মতামত জানান সৌরভ ৷ ভারত যে ঘরের মাঠে জয়ী হবে, সে বিষয়ে সন্দেহ নেই মহারাজের ৷ তবে পাকিস্তানকে হারিয়ে ভারতে পা রাখতে চলা বাংলাদেশ ভারতে কড়া চ্য়ালেঞ্জ ছুঁড়ে দেবেন বলে মনে করেন তিনি ৷
বাংলাদেশ সিরিজের পর ভারতকে খেলতে হবে দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাওয়ে সিরিজ ৷ তার আগে ভারতীয় দলের পেস আক্রমণ নিয়ে খুঁতখুঁতে অনেকেই। তবে সৌরভ মহম্মদ শামির অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রত্যাবর্তনের অপেক্ষায় ৷ যদিও বাংলাদেশ সিরিজে জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, যশ দয়াল, আকাশদীপ সমৃদ্ধ ভারতীয় পেস আক্রমণ নিয়ে আশাবাদী সৌরভ। গতি এবং স্যুইংয়ের সংমিশ্রণে আকাশদীপের মধ্যে সেরা বোলার হওয়ার যাবতীয় সম্ভাবনা রয়েছে বলেও মনে করেন তিনি। যদিও মুকেশ কুমারকে স্কোয়াডে না-দেখে তিনি যে হতবাক, তাও জানালেন সৌরভ ৷