কলকাতা, 18 সেপ্টেম্বর: আরজি কর মেডিক্যাল কলেজে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায় যখন দেশ তোলপাড়, তখন কেন মুখ কুলুপ সৌরভ গঙ্গোপাধ্যায়ের? এই প্রশ্ন তুলে প্রাক্তন বিসিসিআই সভাপতিকে নিয়ে বানানো একটি কনটেন্টে শালীনতার মাত্রা ছাড়িয়ে যান এক ইউটিউবার ৷ সংশ্লিষ্ট ইউটিউবারের বিরুদ্ধে এবার রাজ্য পুলিশের সাইবার ক্রাইম বিভাগের দ্বারস্থ হলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।
এই বিষয়ে রাজ্য পুলিশের সাইবার সেলের তরফে জানানো হয়েছে, সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের পক্ষ থেকে অনলাইনে একটি অভিযোগ এসেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং কী ঘটনা ঘটেছে তা পর্যালোচনা করে পদক্ষেপ নেওয়া হবে। মহারাজের তরফে অভিযোগে বলা হয়েছে, সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে একাধিক কুরুচিকর মন্তব্য করেন ওই ইউটিউবার। সেই মন্তব্য সামাজিক মাধ্যমে ভাইরাল হতে থাকে। এরপরেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের তরফ থেকে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে এই বিষয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
দায়ের করা অভিযোগ (ETV Bharat) তবে প্রাক্তন ভারত অধিনায়কের আপ্তসহায়ক তানিয়া ভট্টাচার্য বলেন, "বিষয়টি বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছে গিয়েছে। আপত্তিকর ভাষা ব্যবহার করে ব্যক্তি আক্রমণ করা হয়েছে। অবিলম্বে এইগুলো বন্ধ হওয়া জরুরি। সেই কারণেই অভিযোগ জানানো হয়েছে।" উল্লেখ্য, আরজি কর কাণ্ড নিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়ের একটি মন্তব্য ব্যাপক সমালোচনার মুখে পড়েছিল ৷ আরজি কর কাণ্ডকে 'বিচ্ছিন্ন ঘটনা' বলে রোষের মুখে পড়েছিলেন তিনি ৷ যদিও পরে মহারাজ জানান তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা হয়েছে ৷
পরবর্তীতে 'প্রিন্স অফ ক্যালকাটা' নিজে সরব হন ঘটনার প্রতিবাদে। দোষীদের কঠোরতম এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছিলেন। স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ের নাচের স্কুল 'দীক্ষামঞ্জরী'র তরফে প্রতিবাদ মিছিলে সৌরভ সামিল হয়েছিলেন মোমবাতি জ্বালিয়ে ৷ সঙ্গে ছিলেন কন্যা সানা ৷ তারপরেও তাঁর অবস্থান নিয়ে সমালোচনা চলছিল। মৃত্যুর আগে কেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক তৈরি হচ্ছে, তা নিয়েও প্রশ্ন তোলা সংশ্লিষ্ট ইউটিউবারের তরফে ৷ ব্যক্তি আক্রমণের প্রতিবাদ প্রয়োজন বলেই সৌরভ পুলিশের দ্বারস্থ হয়েছেন বলে জানা গিয়েছে ৷