পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

বক্তব্যের ভুল ব্যখ্যা হয়েছে ! আরজি কর কাণ্ডে কড়া শাস্তির দাবিতে ফের সওয়াল সৌরভের - RG Kar Doctor Rape and Murder

Sourav Ganguly on RG Kar Incident: তাঁর মন্তব্যের ভুল ব্যখ্যা হয়েছে ৷ আরজি কর কাণ্ডে জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ একই সঙ্গে চিকিৎসকদের কর্মবিরতি নিয়েও মুখ খুলেছেন প্রাক্তন ভারত অধিনায়ক ৷

Sourav Ganguly
আরজি কর কাণ্ডে কড়া শাস্তির দাবিতে ফের সওয়াল সৌরভের (ইটিভি ভারত)

By ETV Bharat Sports Team

Published : Aug 17, 2024, 4:58 PM IST

Updated : Aug 17, 2024, 5:05 PM IST

কলকাতা, 17 অগস্ট: আরজি কর বিতর্কে ক্রমশ জোরালো হচ্ছে প্রতিবাদ ৷ শুধু সাধারণ মানুষ নন, সামিল হচ্ছেন সেলিব্রেটিরাও ৷ মুখ খুলেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও ৷ তাঁর ‘একটি ঘটনা দিয়ে পশ্চিমবঙ্গকে সার্বিকভাবে বিচার করা উচিত নয়’ মন্তব্যে বিতর্কের ঝড় ওঠে বিভিন্নমহলে ৷ এবার ফের নিজের অবস্থান স্পষ্ট করলেন মহারাজ ৷ জানালেন, তাঁর মন্তব্যের ভুল ব্যখ্যা হয়েছে ৷

বক্তব্যের ভুল ব্যখ্যা হয়েছে ! (ইটিভি ভারত)

‘‘গত রবিবার আমি এই বিষয়ে মুখ খুলেছিলাম ৷ আমি জানি না আমার বক্তব্যের কী ব্যাখ্যা হয়েছে । আবারও বলছি এই ঘটনা ভয়ংকর । দোষীদের এমন শাস্তি হোক যাতে ভবিষ্যতে এরকম ঘটনা কেউ ঘটাতে না পারে ৷ তদন্ত চলছে, আশা করব দোষীকে চিহ্নিত করে তার শাস্তি হবে ৷ যেভাবে মানুষ প্রতিবাদ করছেন, এ ঘটনা পৃথিবীর যেকোনও প্রান্তে হলে এভাবেই মানুষ গর্জে উঠতেন ।" আরজি করের ঘটনায় ফের মুখ খুললেন প্রাক্তন ভারত অধিনায়ক ৷

প্রায় একই সঙ্গে সৌরভ যোগ করেছেন, চিকিৎসকদেরও বিভিন্ন বিষয় ভাবা উচিত ৷ কারণ প্রচুর মানুষ চিকিৎসকদের মুখের দিকে চেয়ে থাকেন ৷ চিকিৎসা না-হলে প্রচুর অসুস্থ মানুষদের অসুবিধে হয় ৷

প্রসঙ্গত, সৌরভ গত রবিবার একটি বহুজাতিক সংস্থার অনুষ্ঠানে যোগ দিয়ে আরজি কর কাণ্ডের কড়া অবস্থানের কথা বলেছিলেন ৷ কিন্তু তাঁর সেদিনের সামগ্রিক বক্তব্য ঘিরে সমালোচনা শুরু হয় সমাজমাধ্যমে । শনিবার বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে সৌরভ ফের আরজি কর কাণ্ড নিয়ে সরব ।

গত রবিবার কী বলেছিলেন সৌরভ ?

মহারাজ বলেন, “খুবই দূর্ভাগ্যজনক ৷ কড়া পদক্ষেপ নেওয়া উচিত ৷ এই ঘটনা ভয়ঙ্কর ৷ সত্যি সত্যিই ভয়ঙ্কর ৷ সব জায়গায় সব কিছু সম্ভব ৷ তাই সেইরকমভাবে নিরাপত্তা ব্যবস্থা, সিসিটিভি ক্যামেরা তৈরি রাখা উচিত ৷ এই ঘটনা যেকোনও জায়গায় হতে পারে । হাসপাতালে হয়েছে ৷ কড়া পদক্ষেপ নিতে হবে ৷ খুব গর্হিত কাজ হয়েছে ।” প্রায় একইসঙ্গে সেদিন যোগ করেছিলেন, “কোনও একটি বিচ্ছিন্ন ঘটনায় সবকিছু বিচার করা উচিত বলে মনে করি না ৷ সবকিছু বা সবাই এই জন্য নিরাপদ নই ভাবার জায়গা নেই ৷ পৃথিবীর সব জায়গাতেই এইরকম দুর্ঘটনা ঘটে । তাই মেয়েদের নিরাপত্তা নেই, নিরাপদ নয় ভাবা ভুল ৷ পশ্চিমবঙ্গে তো বটেই, ভারতের সবজায়গায় মেয়েদের নিরাপত্তা রয়েছে । আমরা যেখানে বাস করি সেটা সেরা জায়গা ৷ একটা ঘটনা দিয়ে বিচার করা উচিত নয় ৷

সৌরভ সেদিন বলেছিলেন, ‘‘কড়া পদক্ষেপ নেওয়া উচিত । শুধু হাসপাতালে নয়, সর্বত্র নিরাপত্তা বাড়ানো উচিত ।” তাঁর দু’দিনের বক্তব্যের নির্যাস একই । দু’দিনই দোষীর কড়া শাস্তির দাবিতে সরব সৌরভ ।

Last Updated : Aug 17, 2024, 5:05 PM IST

ABOUT THE AUTHOR

...view details