হায়দরাবাদ, 31 জানুয়ারি: প্রাণঘাতী দুর্ঘটনার বিষয়ে প্রথমবারের মুখ খুললেন ভারতীয় দলের স্টাম্পার ব্যাটার ঋষভ পন্ত। জানালেন, দুর্ঘটনার পর তিনি ভেবেছিলেন মারা যাবেন, তাঁর আর ফেরা হবে না। তবে মৃত্যুমুখ থেকে ফিরে এসেছেন ঋষভ পন্ত ৷ দুর্ঘটনার এক বছর 1 মাস পর মুখ খুললেন তিনি ৷ শোনালেন 30 ডিসেম্বর 2022-এর ভয়ানক অভিজ্ঞতা ৷ উইকেটরক্ষক ব্যাটারের কথায়, "আমার মনে হচ্ছিল কিছু একটা আমাকে বাঁচিয়েছে। দ্বিতীয় জীবন তো সবাই পায় না ৷"
দিল্লি থেকে সেদিন বাড়ি ফেরার পথে রুরকিতে ভয়ানক পথ দুর্ঘটনার সম্মুখীন হন ভারতীয় দলের উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পন্থ। ডিভাইডারে তাঁর গাড়ি ধাক্কা খায় ও সেটা পালটি খেয়ে আগুন ধরে যায়। পন্থ কোনওরকমে বেরিয়ে এসে প্রাণে বাঁচেন। মৃত্যুমুখ থেকে বেরিয়ে এসে তিনি এখন ফিটনেসের জন্য লড়াই করছেন। স্বাভাবিক জীবনে ফিরলেও জাতীয় দলের জার্সি পরে মাঠে নামার অপেক্ষায় রয়েছেন তিনি। আর তাঁকে টিম ইন্ডিয়ার জার্সিতে দেখতে মুখিয়ে রয়েছে তাঁর অগণিত ভক্তকুল ৷