কলকাতা, 12 জুন: আইপিএলের ধাঁচে বাংলায় শুরু হয়ে গেল বেঙ্গল প্রো টি-20 লিগ ৷ মঙ্গলবার থেকে আটটি দল নিয়ে শুরু হওয়া টুর্নামেন্টর প্রথম ম্যাচে জয় পেল শিলিগুড়ি স্ট্রাইকার্স ৷ মনোজ তিওয়ারির হারবার ডায়মন্ডসকে 8 রানে হারাল তারা ৷ 4 উইকেট নিয়ে ম্যাচের সেরা হলেন সূরজ জয়সওয়াল ৷ 141 রান ডিফেন্ড করে বেঙ্গল প্রো টি-20 লিগের প্রথম ম্যাচে জয় ছিনিয়ে নিল ঋত্বিক রায়চৌধুরীর শিলিগুড়ি স্ট্রাইকার্স ৷ বেঙ্গল প্রো টি-20 লিগের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যতম চমক ছিলেন বলিউড অভিনেত্রী নুসরত ভারুচা ৷ সঙ্গে টলিপাড়ার নতুন জুটি জিৎ এবং রুক্মিণী মৈত্র ৷
এদিন প্রথমে ব্যাট করে 19.3 ওভারে 141 রানে অলআউট হয়ে যায় শিলিগুড়ি স্ট্রাইকার্স ৷ শিলিগুড়ির হয়ে শান্তনু সর্বোচ্চ 44 রান করেন ৷ ওপেনার অঙ্কুর পাল 18 বলে 31 রানের ইনিংস খেলেন ৷ 13 বলে 20 রান করেছেন বিকাশ সিং ৷ হারবার ডায়মন্ডসের হয়ে প্রয়াস রায়বর্মণ সবচেয়ে সফল বোলার ৷ বাঁ-হাতি স্পিনার 4 ওভারে 28 রান দিয়ে 3 উইকেট নিয়েছে ৷ 2টি করে উইকেট পেয়েছেন আমন সিং শেখাওয়াত এবং অরিত্র চট্টোপাধ্যায় ৷