হায়দরাবাদ, 21 অগস্ট: রাওয়ালপিণ্ডিতে শুরু হয়েছে বাংলাদেশ-পাকিস্তানের দু’ম্যাচের টেস্ট সিরিজ । তার আগে বিরাট কোহলি প্রসঙ্গে মুখ খুললেন পাকিস্তানের তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি ৷ চিরপ্রতিদ্বন্দ্বী দেশের সর্বকালের অন্যতম সেরা ব্যাটারকে প্রশংসায় ভরিয়েছেন পাক বোলার ৷ কোহলির কোন ইনিংসকে শীর্ষে রাখলেন শাহিন ?
কোহলির তাণ্ডবনৃত্যই চোখে ভাসছে পাক পেসারের (ইটিভি ভারত) 2022 সালের টি-20 বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান ৷ প্রথমে ব্যাট করে 159 রান করে পাকিস্তান ৷ লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে শেষ বলের থ্রিলারে জেতে টিম ইন্ডিয়া ৷ 82 রানে অপরাজিত থাকেন কোহলি ৷ বিরাটের ওই ইনিংসই ভুলতে পারছেন না আফ্রিদি ৷ প্রতিদ্বন্দ্বী ব্যাটারের ওই ইনিংসকে ‘সেরা’ বলেও অভিহিত করেছেন পাক বোলার ৷
শাহিন স্টার স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘‘বিরাট কোহলির টি-20 বিশ্বকাপে 82 রানে অপরাজিত ইনিংসটি আমার দেখা সেরা ইনিংস । আমি আমার কেরিয়ারে কোহলির ওই ইনিংসের চেয়ে ভালো ইনিংস দেখিনি । বিরাট একজন দুর্দান্ত খেলোয়াড় ৷ হ্যারিস রউফের একটি দুর্দান্ত বলে ছক্কা মারা একটা অবিশ্বাস্য কাজ ৷’’
ওই ম্যাচে 34 রান খরচ করেছিলেন শাহিন আফ্রিদি ৷ 4টি চার খেয়েছিলেন ৷ তারমধ্যে 3টি চার এসেছিল 18তম ওভারে ৷ শাহিন যখন বল করতে আসেন, ভারতের তিন ওভারে দরকার 48 রান ৷ প্রত্যেকেই ধরে নিয়েছিলেন, ভারত হারতে চলেছে ৷ ওই ওভারে 17 রান দেন আফ্রিদি ৷ কোহলি মারেন 3টি ছয় ৷ ওই ওভারেই ম্যাচ খানিক ভারতের দিকে চলে আসে ৷ সেই শাহিনই এবার প্রশংসায় ভরালেন চিরপ্রতিদ্বন্দ্বীকে ৷