কলকাতা, 28 এপ্রিল: খেলার আগের দিন দলের অনুশীলনে হাজির শাহরুখ ৷ কলকাতা নাইট রাইডার্সের ইতিহাসে এমন ছবি কোনও দিন দেখা যায়নি । সাধারণত ম্যাচের সময় মাঠে আসেন কিং খান । খেলা শেষে মাঠে নেমে ক্রিকেটারদের উৎসাহিত করেন এবং সাজঘরে গিয়ে কথাও বলেন তিনি । কিন্তু ম্যাচের আগের দিন দলের অনুশীলনে এই ঘটনা কোনওদিন ঘটেনি । যা ঘটল রবিবার দিল্লি ক্যাপিট্যালসের ম্যাচের আগের দিন । ছেলে আব্রামকে নিয়ে ইডেনে খেললেন শাহরুখ খান । শুধু ক্রিকেট খেললেন না বসে দলের প্র্যাকটিস দেখলেন ।
ইডেনে এদিন ছিল দিল্লি ক্যাপিট্যালসের ঐচ্ছিক প্র্যাকটিস । সেখানে সৌরভ গঙ্গোপাধ্যায়কে ব্যস্ত থাকতে দেখা গেল । মহারণের আগে ইডেনে শাহরুখ-সৌরভ মুখোমুখি, যা অবশ্যই আইপিএলের অন্যতম চুম্বক । শুধু শাহরুখ খান নয়, রিকি পন্টিংও তাঁর ছেলেকে নিয়ে ক্রিকেট শেখাতে ব্যস্ত থাকলেন । বাবা ছেলের ক্রিকেট ক্লাসের মধ্যে কলকাতা বনাম দিল্লির ক্রিকেট মহারণের উত্তাপ কমছে না ।
দক্ষিণবঙ্গের আবহাওয়াজুড়ে তাপপ্রবাহের লাল-কমলা-হলুদ সতর্কতার মতই নাইটদের আকাশে 'ঘুম ভাঙার' ডাক । ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে প্রতিপক্ষকে দুমড়ে এগিয়ে যাওয়ার কাজে কলকাতা নাইট রাইডার্স চূড়ান্ত সফল বলা যাবে না । কারণ, দুটো ম্যাচে দলগত বড় ইনিংস গড়ার পরেও নাস্তানাবুদ হয়ে হারতে হয়েছে । প্রতিপক্ষের ব্যক্তিগত নৈপুণ্য দুটো ম্যাচেই নাইটদের দুমড়ে দিয়েছে, যা সামলে সোমবার দিল্লি ক্যাপিট্যালসের বিরুদ্ধে জয়ের কড়ি জোগাড়ের লড়াই গৌতম গম্ভীরের ছেলেদের ।
8 ম্যাচে পাঁচ জয়ে 10 পয়েন্ট নিয়ে কলকাতার অবস্থানটা যথেষ্ট ভালো । অন্যদিকে, দিল্লি ক্যাপিট্যালস টানা চার জয়ে ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে । যদিও ঋষভ পন্থের দল শ্রেয়স আইয়ারের দলের থেকে দুটো ম্যাচ বেশি খেলেছে । কিন্তু যে কোনও হার পয়েন্ট টেবিলের অবস্থানের চেয়ে দলের মানসিক স্থিতি নড়বড়ে করে দেয় । যা সামলানো বাড়তি চ্যালেঞ্জ হয়ে ওঠে । সাংবাদিক সম্মেলনে এসে কলকাতার হেড কোচ চন্দ্রকান্ত পণ্ডিত জানিয়েছেন, "আমরা নেতিবাচক কোনও কিছু নিয়ে চিন্তা করছি না । যা আমাদের নিয়ন্ত্রণে রয়েছে, তা নিয়েই আমরা সেটাতেই জোর দিচ্ছি ।"