পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ইংল্যান্ডকে ছাপিয়ে সুপার এইটে যোগ্যতা অর্জনের হাতছানি স্কটিশদের - T20 WORLD CUP 2024

AUS vs SCO Preview: অস্ট্রেলিয়া পৌঁছে গিয়েছে আগেই ৷ গ্রুপ 'বি' থেকে দ্বিতীয় দল হিসেবে সুপার এইটে পৌঁছনোর লক্ষ্যে স্কটল্যান্ড ও ইংল্যান্ড ৷ কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে দুই দল, দেখে নিন একনজরে ৷

T20 WORLD CUP 2024
সুপার এইটে যোগ্যতা অর্জনের লক্ষ্যে স্কটিশরা (ক্রিকেট স্কটল্যান্ড-এক্স)

By PTI

Published : Jun 15, 2024, 1:58 PM IST

সেন্ট লুসিয়া, 15 জুন: চলতি টি-20 বিশ্বকাপে 'বি' গ্রুপ থেকে সুপার এইটের যোগ্যতা অর্জন আগেই করে ফেলেছে অস্ট্রেলিয়া ৷ তবে দ্বিতীয় স্থানাধিকারী হয়ে কারা পরবর্তী পরবর্তী রাউন্ডে পৌঁছবে, তা নিশ্চিত নয় এখনও ৷ দৌড়ে ইংল্য়ান্ডের সঙ্গেই দারুণভাবে রয়েছে স্কটল্যান্ড ৷ বলা ভালো এই মুহূর্তে ইংরেজদের থেকে পয়েন্টের নিরিখে এগিয়ে স্কটিশরা ৷ এমতাবস্থায় রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচটি খেলতে নামছে তাঁরা ৷

এই মুহূর্তে তিন ম্যাচ খেলে স্কটল্যান্ডের ঝুলিতে 5 পয়েন্ট ৷ অন্যদিকে সমসংখ্যক ম্যাচে খেলে তিন পয়েন্টে দাঁড়িয়ে ইংল্য়ান্ড ৷ অর্থাৎ, রবিবারের ম্যাচে অস্ট্রেলিয়াকে হারালে অথবা বৃষ্টির কারণে খেলা ভেস্তে গেলে গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে সুপার এইটে পৌঁছে যাবে স্কটল্যান্ড ৷ অন্যদিকে ইংল্যান্ডের জন্য শনিবার নামিবিয়ার বিরুদ্ধে ম্যাচ 'মাস্ট উইন' ৷ জিতেও 'থ্রি লায়ন্স'কে তাকিয়ে থাকতে রবিবার অস্ট্রেলিয়া-স্কটল্যান্ড ম্যাচের দিকে ৷

ওমান, ইংল্য়ান্ড এবং নামিবিয়াকে হেলায় হারিয়ে খেতাব ধরে রাখার লড়াইয়ে দুরন্ত ফর্মে রয়েছে অজিরা ৷ সুপার এইটের আগে তাই ফোকাস যাতে সরে না-যায়, সে বিষয়ে সাবধানী 'মেন ইন ইয়েলো' ৷ যদিও চাপ কমাতে পেস বিভাগের ত্রয়ীর কোনও একজনকে স্কটল্যান্ড ম্য়াচে বিশ্রাম দেওয়া হতে পারে ৷ ইংল্য়ান্ডকে টুর্নামেন্ট থেকে ছিটকে দিতে অস্ট্রেলিয়া কোনওভাবে স্কটল্যান্ডকে সুবিধা পাইয়ে দিতে পারে বলে ম্যাচের আগে কোনও কোনও মহলে দাবি তোলা হচ্ছিল ৷ যদিও সেই তত্ত্ব প্রত্যাখ্যান করেছেন জোশ হ্যাজেলউড ৷

ইংল্যান্ডের ক্ষেত্রে সুবিধা তাঁদের নেট রানরেট ৷ ওমানকে বিশাল ব্যবধানে হারিয়ে রানরেট অনেকটাই বাড়িয়ে রেখেছে তারা ৷ তাই চার ম্যাচ শেষে পয়েন্টের নিরিখে ইংল্যান্ড এবং স্কটল্যান্ড সমমেরুতে অবস্থান করলে শিকে ছিঁড়বে জস বাটলারের দলেরই ৷ তাই শক্তিশালী অজিদের মুখোমুখি হওয়ার আগে সেরাটা উজাড় করে দেওয়ার বার্তা স্কটিশ অধিনায়ক মাইকেল লিস্কের গলায় ৷ একইসঙ্গে বৃষ্টির সহায়তাও প্রার্থনা করছেন তিনি ৷

ABOUT THE AUTHOR

...view details