মেলবোর্ন, 14 জানুয়ারি: তিনবার ফাইনালে পৌঁছলেও অস্ট্রেলিয়ান ওপেনে খেতাব এখনও জেতা হয়নি দানিল মেদভেদেভের ৷ গতবারও ফাইনাল থেকে খালি হাতে ফিরেছিলেন রুশ তারকা ৷ তাই এবার খেতাব জয়ে বদ্ধপরিকর মেদভেদেভ ৷ অবাছাই থাইল্যান্ড প্রতিদ্বন্দ্বীর সঙ্গে পাঁচ সেটের লড়াইয়ে তিনি জিতলেন বটে ৷ কিন্তু ব়্যাকেট দিয়ে ক্য়ামেরা ভেঙে হইচই ফেলে দিলেন 2021 যুক্তরাষ্ট্র ওপেনের বিজয়ী ৷
থাইল্য়ান্ডের কাসিদিত সামরেজকে মেদভেদেভ হারালেন 6-2, 4-6, 3-6, 6-1, 6-2 সেটে ৷ প্রথম সেট সহজেই জিতে এদিন শুরুটা ভালো করেন রুশ তারকা ৷ কিন্তু পিছিয়ে পড়ে দুরন্ত প্রত্য়াঘাত ছুড়ে দেন থাইল্য়ান্ডের প্রতিদ্বন্দ্বী ৷ দ্বিতীয় এবং তৃতীয় সেটে বিশ্বের পাঁচ নম্বরকে কেবল বেগ দেওয়াই নয়, দু'টি সেট জিতে ম্যাচে এগিয়ে যান বিশ্বের 418 নম্বর ৷ একটি নেট পয়েন্টের সঙ্গে তৃতীয় সেট সামরেজ জিতে নিতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন মেদভেদেভ ৷ তাঁর রাগ গিয়ে পড়ে সামনে থাকা নেট ক্যামেরার উপর ৷
¡Pero Daniil! ¿𝙌𝒖𝙚́ 𝙝𝒂𝙨 𝙝𝒆𝙘𝒉𝙤? 💥
— Eurosport.es (@Eurosport_ES) January 14, 2025
La furia de Medvedev se ha llevado por delante la cámara de la red a raquetazo limpio 😡
Todo lo que podía salirle mal lo está haciendo contra Samrej #AusOpen #AO2025 pic.twitter.com/JZ4z4AaMNv
নিজের ব়্যাকেট দিয়ে সামনে থাকা নেট ক্যামেরায় একাধিকবার সজোরে আঘাত করেন বছর আঠাশের তারকা ৷ ব়্যাকেট ভেঙে চুরমার হয়ে যায় মেদভেদেভেরও ৷ কোর্ট মেরামতির জন্য এরপর বেশ কিছুক্ষণ বন্ধ থাকে খেলা ৷ কোর্টে রাগের বহিঃপ্রকাশ ঘটিয়ে চেয়ার আম্পায়ারের থেকে সতর্কবার্তা পান মেদভেদেভ ৷ এমনকী কৃতকর্মের জন্য রড লেভার এরিনায় দর্শকরা বিদ্রূপও ছুড়ে দেন রুশ তারকাকে ৷
তবে পিছিয়ে পড়ে দুর্ধর্ষ কামব্য়াকে জয় নিশ্চিত করেন মেদভেদেভ ৷ চতুর্থ এবং পঞ্চম সেটে থাই প্রতিদ্বন্দ্বীকে কার্যত উড়িয়ে দেন তিনি ৷ চতুর্থ সেট 6-1 এবং পঞ্চম সেট 6-2 ব্যবধানে জিতে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেন মেদভেদেভ ৷ লড়াই চলে 3 ঘণ্টা 9 মিনিট ধরে ৷ তবে জয়ের চেয়েও বড় হয়ে দেখা দিল তাঁর ক্যামেরা ভাঙার ঘটনা ৷ আপাতত সতর্ক করে ছেড়ে দেওয়া হলেও পরবর্তীতে আর্থিক জরিমানার সম্মুখীন হতে পারেন মেদভেদেভ ৷ কারণ ব়্যাকেট কিংবা টেনিসের আনুষাঙ্গিক জিনিস ইচ্ছাকৃত নষ্ট করা গ্র্যান্ড স্ল্যাম গভর্নিং বডির নিয়মবিরুদ্ধ ৷