কোচবিহার, 8 জানুয়ারি: কোচবিহার তথা উত্তর-পূর্ব ভারতের ক্রিকেটের উন্নয়নে কাজ করতে চায় বিসিসিআই । কোচবিহার জেলা ক্রীড়া সংস্থার 75 বছর উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রায় যোগ দিয়ে 1983 সালের বিশ্বকাপজয়ী দলের ক্রিকেটার সন্দীপ পাতিল এমনটাই জানালেন ৷ বুধবার সকালে জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে কোচবিহারে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য শোভাযাত্রা ।
এদিনের এই শোভাযাত্রায় যোগদান করেন বিশ্বকাপজয়ী ক্রিকেটার সন্দীপ পাতিল । এদিনের এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ-সহ জেলা ক্রীড়া সংস্থার সদস্য-সহ বিভিন্ন বিদ্যালয়ের পড়ুয়ারা । জেলা ক্রীড়া সংস্থার 75 বছর বর্ষপূর্তি উপলক্ষে আগামি 18 জানুয়ারি ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে ৷ পাশাপাশি ক্রীড়া প্রতিযোগিতা, ফুটবল, ক্রিকেট, ভলিবল টুর্নামেন্ট সিদ্ধান্ত নেওয়া হয়েছে । মার্চ মাসের 31 তারিখ পর্যন্ত বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হবে সংস্থার 75 বছর পূর্তি উৎসবকে সামনে রেখে ।