কলকাতা, 1 মার্চ: ওড়িশা এফসির বিরুদ্ধে ইস্টবেঙ্গলের হারে, কিছুটা হতাশ মোহনবাগান সুপার জায়ান্ট ৷ শুক্রবার সন্ধ্যায় ইস্টবেঙ্গল জিতলে, আজই আইএসএলের পয়েন্ট টেবিলের একনম্বরে পৌঁছে যাওয়ার সুযোগ থাকত মোহনবাগানের ৷ কিন্তু, এর জন্য আরও এক ম্যাচ অপেক্ষা করতে হবে ৷ তার আগে অবশ্য আজ জামশেদপুর এফসি-কে হারাতে হবে ঘরের মাঠে ৷ তবে, খালিদ জামিলের জামশেদপুর এফসি-র বিরুদ্ধে জয় পাওয়া খুব একটা সহজ হবে না মোহনবাগানের পক্ষে ৷
নতুনভাবে দলের দায়িত্ব নেওয়ার পরে খালিদ জামিলের অধীনে জামশেদপুর এফসি যথেষ্ঠ ভালো ফুটবল খেলছে ৷ ফলে তারা যে মোহনবাগান সুপার জায়ান্টের জন্য কঠিন চ্যালেঞ্জ তৈরি করবে, তা স্বাভাবিক ৷ ম্যাচটা কঠিন হবে ধরে নিয়ে সতর্ক মোহনবাগান শিবিরও ৷ বিশেষ করে কোচ আন্তেনিও লোপেজ হাবাস ৷ দ্বিতীয় ধাপে দায়িত্ব নিয়ে সবুজ-মেরুনের ছন্নছাড়া বাগানকে গড়ে তুলছেন তিনি ৷ হারিয়ে যাওয়া জয়ের অভ্যাস ফিরিয়েছেন ৷ পাঁচ নম্বরে আটকে থাকা অবস্থা থেকে প্রথম তিনে নিয়ে এসেছেন ৷ এবার শীর্ষে ওঠার লড়াই ৷
বিষয়টি মাথায় রেখে ও পরিস্থিতি বিশ্লেষণ করে হাবাস বলছেন, "হারের সম্ভাবনা নিয়ে আমরা ভাবছি না ৷ সবসময় জেতার কথা মাথায় রেখে প্রস্তুতি নিচ্ছি আমরা ৷ জামশেদপুর ম্যাচটা হারলে সমস্যা হবে জানি ৷ কিন্তু তারপরেও আমরা একনম্বর জায়গা পাওয়ার জন্য লড়াই করব ৷" এই মুহূর্তে ওড়িশা এফসি 17 ম্যাচে 35 পয়েন্ট নিয়ে এক নম্বরে ৷ দু’নম্বরে মুম্বই সিটি এফসি 16 ম্যাচে 32 পয়েন্ট নিয়ে রয়েছে ৷ অন্যদিকে, মোহনবাগান 15 ম্যাচ খেলে 30 পয়েন্ট নিয়ে তিন নম্বরে ৷ ফলে তাদের কাছে এক নম্বরে পৌঁছানোর সুবর্ণ সুযোগ রয়েছে ৷