পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

জামশেদপুরের বিরুদ্ধে অনিশ্চিত সাহাল, লিগের একনম্বর স্থানে নজর মোহনবাগানের - Antonio Lpez Habas

Mohun Bagan Super Giant vs Jamshedpur FC in ISL: চোটের কারণে জামশেদপুর এফসি-র বিরুদ্ধে আজকের ম্যাচে অনিশ্চিত সাহাল আবদুল সামাদ ৷ তবে, এই ম্যাচ জিততে পারলে পয়েন্ট টেবিলে একনম্বরে ওঠার আরও কাছে চলে যাবে মোহনবাগান সুপার জায়ান্ট ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Mar 1, 2024, 2:24 PM IST

কলকাতা, 1 মার্চ: ওড়িশা এফসির বিরুদ্ধে ইস্টবেঙ্গলের হারে, কিছুটা হতাশ মোহনবাগান সুপার জায়ান্ট ৷ শুক্রবার সন্ধ্যায় ইস্টবেঙ্গল জিতলে, আজই আইএসএলের পয়েন্ট টেবিলের একনম্বরে পৌঁছে যাওয়ার সুযোগ থাকত মোহনবাগানের ৷ কিন্তু, এর জন্য আরও এক ম্যাচ অপেক্ষা করতে হবে ৷ তার আগে অবশ্য আজ জামশেদপুর এফসি-কে হারাতে হবে ঘরের মাঠে ৷ তবে, খালিদ জামিলের জামশেদপুর এফসি-র বিরুদ্ধে জয় পাওয়া খুব একটা সহজ হবে না মোহনবাগানের পক্ষে ৷

নতুনভাবে দলের দায়িত্ব নেওয়ার পরে খালিদ জামিলের অধীনে জামশেদপুর এফসি যথেষ্ঠ ভালো ফুটবল খেলছে ৷ ফলে তারা যে মোহনবাগান সুপার জায়ান্টের জন্য কঠিন চ্যালেঞ্জ তৈরি করবে, তা স্বাভাবিক ৷ ম্যাচটা কঠিন হবে ধরে নিয়ে সতর্ক মোহনবাগান শিবিরও ৷ বিশেষ করে কোচ আন্তেনিও লোপেজ হাবাস ৷ দ্বিতীয় ধাপে দায়িত্ব নিয়ে সবুজ-মেরুনের ছন্নছাড়া বাগানকে গড়ে তুলছেন তিনি ৷ হারিয়ে যাওয়া জয়ের অভ্যাস ফিরিয়েছেন ৷ পাঁচ নম্বরে আটকে থাকা অবস্থা থেকে প্রথম তিনে নিয়ে এসেছেন ৷ এবার শীর্ষে ওঠার লড়াই ৷

বিষয়টি মাথায় রেখে ও পরিস্থিতি বিশ্লেষণ করে হাবাস বলছেন, "হারের সম্ভাবনা নিয়ে আমরা ভাবছি না ৷ সবসময় জেতার কথা মাথায় রেখে প্রস্তুতি নিচ্ছি আমরা ৷ জামশেদপুর ম্যাচটা হারলে সমস্যা হবে জানি ৷ কিন্তু তারপরেও আমরা একনম্বর জায়গা পাওয়ার জন্য লড়াই করব ৷" এই মুহূর্তে ওড়িশা এফসি 17 ম্যাচে 35 পয়েন্ট নিয়ে এক নম্বরে ৷ দু’নম্বরে মুম্বই সিটি এফসি 16 ম্যাচে 32 পয়েন্ট নিয়ে রয়েছে ৷ অন্যদিকে, মোহনবাগান 15 ম্যাচ খেলে 30 পয়েন্ট নিয়ে তিন নম্বরে ৷ ফলে তাদের কাছে এক নম্বরে পৌঁছানোর সুবর্ণ সুযোগ রয়েছে ৷

তবে, জামশেদপুর এফসি ম্যাচের আগে সবুজ-মেরুন শিবিরে চোট আঘাতের সমস্যা জোরাল হয়ে উঠেছে ৷ হালকা চোটের কবলে সাহাল আবদুল সামাদ ৷ সাতদিন বাইরে থাকতে হতে পারে তাঁকে ৷ ডার্বির কথা মাথায় রেখে হয়তো আজ তাঁকে বিশ্রাম দিতে পারেন হাবাস ৷

ওড়িশা এফসি-র বিরুদ্ধে রক্ষণাত্মক কৌশল নিয়ে খেলেছিলেন ৷ এবার প্রতিপক্ষ বদলেছে ৷ তাই নতুন পরিকল্পনা নিয়ে জামশেদপুরের বিরুদ্ধে নামছেন হাবাস ৷ তিনি বলেন, "শেষম্যাচের প্রতিপক্ষ আলাদা ছিল ৷ এবার আমরা ঘরের মাঠে খেলছি ৷ এবার অন্য দলের বিরুদ্ধে খেলব ৷ ম্যাচটা সম্পূর্ণ আলাদা ৷ তাই আমাদের পরিকল্পনা ও কৌশল সবকিছুই আলাদা হবে ৷ তবে, তা কী হবে ? সেটা ফুটবলারদের সঙ্গে কথা বলে ঠিক করব ৷"

প্রতিপক্ষ জামশেদপুর এফসি কোচ খালিদ জামিলকে নিয়ে হাবাসের মত, খালিদ যথেষ্ঠ অভিজ্ঞ ৷ নর্থ-ইস্ট ইউনাইটেডের কোচ থাকাকার সময় থেকেই হাবাস তাঁকে চেনেন ৷ প্রতিপক্ষ ভালো প্রস্তুতি নিচ্ছে ধরে নিয়ে, কঠিন ম্যাচের জন্য দলকে তৈরি করছেন হাবাস ৷ ফলে আইএসএলে লিগ শিল্ডের আশা বাঁচিয়ে রাখতে জয় একমাত্র রাস্তা মোহনবাগান সুপার জায়ান্টের ৷

আরও পড়ুন:

  1. বছরভর টুর্নামেন্ট, আমূল বদলাচ্ছে দেশের ফুটবল ক্যালেন্ডার
  2. বিষ্ণুর নজিরের দিনেও ফের হারের আঁধারে ইস্টবেঙ্গল, চাপ বাড়ল বাগানের
  3. ধ্রুব জুরেলের ভবিষ্যত উজ্জ্বল, ঘরোয়া ক্রিকেটকে গুরুত্ব দেওয়ার পক্ষে ঋদ্ধি

ABOUT THE AUTHOR

...view details