পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

আইপিএলের মাঝেই মাহির শহরে ক্রিকেটঈশ্বর, রাঁচিতে কী করছেন সচিন ? - Sachin Tendulkar

Sachin Tendulkar in Ranchi: আইপিএলের ভরা মরশুম ৷ লিগ টেবিলের 7 নম্বরে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স ৷ তারমাঝেই রাঁচিতে এলেন দলের মেন্টর সচিন তেন্ডুলকর ৷ ধোনির শহরে সচিন তেন্ডুলকর ফাউন্ডেশনের কাজে এসেছেন মাস্টার ব্লাস্টার ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Apr 20, 2024, 5:26 PM IST

আইপিএলের মাঝেই মাহির শহরে ক্রিকেট ঈশ্বর

রাঁচি, 20 এপ্রিল: আইপিএলের ভরা মরশুম ৷ লিগ টেবিলের 7 নম্বরে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স ৷ তারমাঝেই ভিনরাজ্যে ঘুরে বেড়াচ্ছেন দলের মেন্টর ৷ টিমের সঙ্গে নয়, সচিন তেন্ডুলকরের দেখা মিলল এমএস ধোনির শহরে ৷ স্ত্রী অঞ্জলীকে নিয়ে রাঁচি বিমানবন্দরে দেখা মিলল মাস্টার ব্লাস্টারের ৷ পরে যুবদলের মহিলা ফুটবলারদের সঙ্গেও দেখা গেল ক্রিকেটঈশ্বরকে ৷

লিট্যল মাস্টার জানান, সচিন তেন্ডুলকর ফাউন্ডেশনের কাজে রাঁচিতে এসেছেন তিনি ৷ পাশাপাশি যুব ভারত নামে একটি সংস্থা আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন সচিন । জানা গিয়েছে, যুব ভারত ঝাড়খণ্ডের আদিবাসী ও দরিদ্র শিশুদের ফুটবল শেখায় এবং বিশেষ প্রশিক্ষণ দেয়। দেশের সর্বকালের সেরা ক্রিকেটার বলেন, ‘‘আমার ফাউন্ডেশনের কাজে রাঁচিতে এসেছি ৷ সচিন তেন্ডুলকর ফাউন্ডেশন বিভিন্ন ক্ষেত্রে যুবকদের এগিয়ে আসায় উৎসাহ দেয়, তাদের সাহায্য করে ৷ পাশাপাশি আরও কয়েকটি অনুষ্ঠানও রয়েছে ৷’’

জানা গিয়েছে, ফ্রাঞ্জ গ্যাসলার নামে এক ব্যক্তি ঝাড়খণ্ডের গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলে গিয়ে মেয়েদের ফুটবল খেলার জন্য প্রশিক্ষণ দেন । পিছিয়ে পড়া ঘরের মেয়েদের ফুটবলার বানানোর চেষ্টা করেন । এই প্রচেষ্টার প্রচার করতেই রাঁচিতে এসেছেন সচিন । তেন্ডুলকার জানান, ফ্রাঞ্জ গ্যাসলার যাদের প্রশিক্ষণ দিয়েছেন, তাদের সঙ্গে তিনি দেখা করবেন ৷

আরও পড়ুন:

  1. ঘরোয়া টুর্নামেন্ট ক্রিকেটারদের ভুলত্রুটি শুধরে নিতে সাহায্য করে: সচিন
  2. 'তুমি আসল হিরো, অনুপ্রেরণা'; জম্মু ও কাশ্মীরে প্যারা-ক্রিকেটার আমিরের সাক্ষাতে সচিন
  3. ভূস্বর্গে 'ক্রিকেট ঈশ্বর', সচিনের ভিডিয়ো শেয়ার করে পর্যটনের পাঠ মোদির

ABOUT THE AUTHOR

...view details