প্যারিস, 31 অগস্ট: অবনী লেখারার স্বর্ণপদক দিয়ে হয়েছিল শুরুটা ৷ শুক্রবার প্যারিস প্যারালিম্পিক্সের দ্বিতীয়দিনই ভারতের ঘরে এসেছিল চার পদক ৷ এর মধ্যে শুটিংয়ে ছিল তিনটি ৷ প্যারালিম্পিক্সের তৃতীয়দিন বাড়ল সেই সংখ্যাটা ৷ শুটিংয়ে চতুর্থ পদকের সঙ্গে সঙ্গে ভারতের ঝুলিতে এল পঞ্চম পদক ৷ মহিলাদের 10 মিটার এয়ার পিস্তলের এসএইচ 1 ইভেন্টে পোডিয়াম ফিনিশ করলেন রুবিনা ফ্রান্সিস ৷ চলতি প্যারালিম্পিক্সে দেশের হয়ে তৃতীয় ব্রোঞ্জ জিতলেন মধ্যপ্রদেশের মেয়ে ৷
এদিন ব্রোঞ্জ জয়ের সঙ্গে সঙ্গে তিন বছর আগে টোকিয়োর আক্ষেপও ঘোচালেন দেশের মহিলা শুটার ৷ গতবার ফাইনালে পৌঁছেও পদক হাতছাড়া হয়েছিল রুবিনার ৷ তিন বছর পর সেই আক্ষেপ মেটালেন তিনি ৷ কোয়ালিফিকেশনে বেশিরভাগ সময়টা এদিন প্রথম আটের বাইরে থাকলেও শেষদিকে ঝড় তুলে ফাইনালে পৌঁছন তিনি ৷ আর ফাইনালে উঠে করলেন বাজিমাত ৷