বেঙ্গালুরু, 15 এপ্রিল:ফের ব্যাট হাতে বিধ্বংসী রূপ দেখালেন বিশ্বকাপ ফাইনালে ঝড় তোলা ট্র্যাভিস হেড ৷ কোটিপতি লিগের 30তম ম্যাচ ফের স্মরণীয় করে রাখল নিজামের শহরের দল ৷ প্রতিপক্ষ দল বেঙ্গালুরুর মাঠে ঘরের ছেলেদের একেবার 'খামোশ' করে রাখল সানরাইজার্স হায়দরাবাদ ৷ সেইসঙ্গে আরও একবার সর্বোচ্চ রান করে আইপিএলের ইতিহাস রচনা করল ৷ 19 দিনের মাথায় ফের নজির গড়ল অরেঞ্জ ব্রিগেড ৷ এক মরশুমে সর্বোচ্চ রানের নজিরে নিজেদের রেকর্ড নিজেরাই ভাঙল হায়দরাবাদ। বেঙ্গালুরুর বিরুদ্ধে প্রথমে ব্যাট করে হায়দরাবাদ এদিন রান তুলল 287-3 ৷
এই জয়ের নায়ক অজি ব্যাটার ট্র্যাভিস হেড ৷ 102 রান একাই করেন তিনি ৷ তাঁকে সঙ্গে দেন প্রোটিয়া ব্যাটার হেনরিক ক্লাসেন ৷ 67 রানের তিনিও অনবদ্য ইনিংস খেলেন ৷ বিরাট কোহলিদের জয়ের লক্ষ্য ছিল 288 রান ৷ এদিন চিন্নাস্বামী স্টেডিয়ামে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বেঙ্গালুরু অধিনায়ক ফ্যাফ ডু'প্লেসি ৷ ওপেনিংয়ে নেমে কার্যত মাঠে ঝড় তোলেন হায়দরাবাদের দুই ওপেনার ট্র্যাভিস হেড ও অভিষেক শর্মা ৷ 34 রানে অভিষেক আউট হওয়ার পর হেনরিক ক্লাসিন আসেন ক্রিজে ৷