বেঙ্গালুরু, 18 মে: চিন্নাস্বামীতে শনি সন্ধ্যার ম্যাচ স্মরণীয় হয়ে থাকবে ৷ কোহলি-ধোনি দ্বৈরথ যুগের অবসান হয়তো আজই ৷ এদিন টসে জিতে কোহলিদের ব্যাট করতে পাঠান চেন্নাই অধিনায়ক রুতুরাজ ৷ কোহলি ও ডু'প্লেসি মিলে 31 রান তুলতেই বৃষ্টি নামল ৷ পরে বৃষ্টি থামার পর চেন্নাইয়ের বিরুদ্ধে আগে ব্যাট করে 5 উইকেট হারিয়ে 218 রান তুলল বেঙ্গালুরু। কোহলি, ডু'প্লেসি, রজত পাতিদার, ক্যামেরন গ্রিনদের ব্যাটে 20 ওভারে ইয়েলো ব্রিগেডদের বড় রানের সামনে দাঁড় করিয়ে দেয় বেঙ্গালুরু ৷ দুই দলেরই মরণ বাঁচন ম্যাচে কোহলিরা আজ জিতলেই প্লে-অফের টিকিট নিশ্চিত করবে ৷ তাই চেন্নাইকে 200 রানের মধ্যে থামাতে হবে ডু'প্লেসির দলকে ৷
চিন্নাস্বামীতে এদিন ইতিহাস গড়েন কোহলি ৷ প্রথম কোনও আইপিএল ব্যাটার হিসাবে একটি নির্দিষ্ট মাঠে 3000 রান করলেন কিং কোহলি। চলতি কোটিপতি লিগে তিনি রয়েছেন দুরন্ত ফর্মে ৷ সেইসঙ্গে এবারে সবথেকে বেশি (700) রান নিয়ে তাঁর মাথায় রয়েছে অরেঞ্জ ক্যাপ ৷ বিরাটের পরে এই তালিকায় 2295 রান করেন দ্বিতীয় রোহিত শর্মা ৷ তিনি ওয়াংখেড়েতে এই কীর্তি গড়েছেন। তালিকায় তিন নম্বরে আছেন এবি ডে'ভিলিয়ার্স, বেঙ্গালুরুর মাঠেই তিনি 1960 রান করেন।