পশ্চিমবঙ্গ

west bengal

মেসিকে মনে করিয়ে থমকে-থমকে ট্রফি তুলতে গেলেন রোহিত, কার শেখানো সেলিব্রেশন ? - Rohit Sharma Unique Celebration

By ETV Bharat Bangla Team

Published : Jun 30, 2024, 4:59 PM IST

ROHIT RECREATES MESSI CELEBRATION: লুসেইল স্টেডিয়ামে বিশ্বজয়ের পর মেসির সেলিব্রেশন যেন ফিরল শনির কেনসিংটন ওভালে ৷ ভারতকে টি-20 বিশ্বকাপ জিতিয়ে যে ঢঙে রোহিত ট্রফি তুলতে গেলেন তা এখন চর্চার বিষয় ৷ তবে অধিনায়ককে এই সেলিব্রেশন শিখিয়ে দিয়েছিলেন তাঁরই এক সতীর্থ ৷

ROHIT SHARMA
বিশ্বজয়ের পর রোহিত শর্মা (বিসিসিআই -এক্স)

বার্বাডোজ, 30 জুন: বছর এগারোর আগল ভেঙে আইসিসি ট্রফি ভারতের ঘরে ৷ বিশ্বকাপ ধরলে সংখ্যাটা তেরো বছর ৷ সেলিব্রেশন একটু অন্যরকম হবে না তা আবার হয় নাকি? চ্যাম্পিয়ন ভারতীয় দলের প্রত্যেক সদস্যকে ব্যক্তিগত স্মারক দেওয়ার পর কাঙ্খিত ট্রফি দলের অধিনায়কের হাতে তুলে দেওয়ার জন্য মঞ্চে অপেক্ষা করছিলেন বোর্ড সচিব জয় শাহ ৷ কিন্তু ট্রফি তুলতে যাওয়ার আগে একটু থমকালেন রোহিত শর্মা ৷ থমকে-থমকেই গেলেন টি-20 বিশ্বকাপ ট্রফি তুলতে ৷ তৈরি হল এক অভিনব সেলিব্রেশনের মুহূর্ত ৷

সোশাল মিডিয়ায় ভাইরাল রোহিতের সেই সেলিব্রেশনের মুহূর্ত দেখে অনেকের মনে পড়ছে লিওনেল মেসির কথা ৷ 2022 বিশ্বকাপ জয়ের পর কাতারের লুসেইল স্টেডিয়ামে খানিকটা একই ঢঙে উদযাপন করেছিলেন গ্রহের অন্যতম সেরা ফুটবলার ৷ কিন্তু জানেন কি রোহিতকে এই সেলিব্রেশন শিখিয়ে দিয়েছিলেন তাঁর দলেরই এক সতীর্থ ৷ সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই দৃশ্য ৷ ভাইরাল ভিডিয়ো ক্লিপিংয়ে দেখা যাচ্ছে ব্যক্তিগত স্মারক গ্রহণের সময় লাইনে দাঁড়িয়ে কুলদীপ যাদব অধিনায়ককে দেখিয়ে দিচ্ছেন কীভাবে ট্রফিটা তুলতে হবে ৷

পরবর্তীতে চায়নাম্যান বোলারের দেখানো পথেই থেমে থেমে ট্রফির দিকে এগিয়ে যান রোহিত শর্মা ৷ ভারত অধিনায়কের এই সেলিব্রেশন মনে ধরেছে ক্রীড়া অনুরাগীদের ৷ বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা 'হিটম্যান'-এর এই সেলিব্রেশনের সঙ্গে আবার মিল খুঁজে পেয়েছে প্রাক্তন ড্বলু ডব্লু ই সুপারস্টার রিক ফ্লেয়ারের ৷ সোশাল মিডিয়ায় রোহিতের সেলিব্রেশনের দৃশ্য শেয়ার করে তাঁরা বিষয়টি উল্লেখ করেছে ৷

দক্ষিণ আফ্রিকাকে 7 রানে হারিয়ে শনিবার 17 বছর ফের টি-20 বিশ্বকাপ ঘরে তুলেছে ভারতীয় দল ৷ আইসিসি ট্রফিজয়ের 11 বছরের খরা কাটিয়ে অভিনন্দনের বন্যায় ভেসে যাচ্ছেন রোহিত শর্মা অ্যান্ড কোম্পানি ৷ গতবছর 50 ওভারের বিশ্বকাপ ফাইনালে হারের জ্বালা জুড়িয়ে শনিবার বিশ্বজয়ের পর টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর ঘোষণা করেছেন রোহিত ৷

ABOUT THE AUTHOR

...view details