বার্বাডোজ, 30 জুন: বছর এগারোর আগল ভেঙে আইসিসি ট্রফি ভারতের ঘরে ৷ বিশ্বকাপ ধরলে সংখ্যাটা তেরো বছর ৷ সেলিব্রেশন একটু অন্যরকম হবে না তা আবার হয় নাকি? চ্যাম্পিয়ন ভারতীয় দলের প্রত্যেক সদস্যকে ব্যক্তিগত স্মারক দেওয়ার পর কাঙ্খিত ট্রফি দলের অধিনায়কের হাতে তুলে দেওয়ার জন্য মঞ্চে অপেক্ষা করছিলেন বোর্ড সচিব জয় শাহ ৷ কিন্তু ট্রফি তুলতে যাওয়ার আগে একটু থমকালেন রোহিত শর্মা ৷ থমকে-থমকেই গেলেন টি-20 বিশ্বকাপ ট্রফি তুলতে ৷ তৈরি হল এক অভিনব সেলিব্রেশনের মুহূর্ত ৷
সোশাল মিডিয়ায় ভাইরাল রোহিতের সেই সেলিব্রেশনের মুহূর্ত দেখে অনেকের মনে পড়ছে লিওনেল মেসির কথা ৷ 2022 বিশ্বকাপ জয়ের পর কাতারের লুসেইল স্টেডিয়ামে খানিকটা একই ঢঙে উদযাপন করেছিলেন গ্রহের অন্যতম সেরা ফুটবলার ৷ কিন্তু জানেন কি রোহিতকে এই সেলিব্রেশন শিখিয়ে দিয়েছিলেন তাঁর দলেরই এক সতীর্থ ৷ সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই দৃশ্য ৷ ভাইরাল ভিডিয়ো ক্লিপিংয়ে দেখা যাচ্ছে ব্যক্তিগত স্মারক গ্রহণের সময় লাইনে দাঁড়িয়ে কুলদীপ যাদব অধিনায়ককে দেখিয়ে দিচ্ছেন কীভাবে ট্রফিটা তুলতে হবে ৷