পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

‘বিশ্রামে’ থেকে নজির গড়লেন অধিনায়ক রোহিত ! সিডনিতে সিরিজ বাঁচাতে নামল ভারত - INDIA VS AUSTRALIA

বুমরা জানিয়ে দিলেন, ‘‘অধিনায়ক রোহিত শর্মা বিশ্রামে গিয়েছেন ৷ যা দলের সংহতির অন্যতম নিদর্শন ৷’’

ROHIT SHARMA
অধিনায়ক বিশ্রামে ! (AP)

By ETV Bharat Sports Team

Published : Jan 3, 2025, 6:20 AM IST

Updated : Jan 3, 2025, 7:16 AM IST

সিডনি, 3 জানুয়ারি: সত্যি হল জল্পনা ৷ সিডনি টেস্ট থেকে নিজেকে সরিয়ে নিলেন রোহিত শর্মা ৷ বর্ডার-গাভাসকর ট্রফির শেষ টেস্টে নেতৃত্বে ফিরলেন জসপ্রীত বুমরা ৷ একাধিক সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট, বিভিন্ন সূত্রের খবর, সর্বোপরি প্রাক-ম্যাচ সাংবাদিক সম্মেলনে কোচ গৌতম গম্ভীরের মন্তব্যে রোহিতের ‘বাদ’ পড়ার আশঙ্কা আরও বেড়েছিল ৷ টস করতে নেমে বুমরা জানিয়ে দিলেন, ‘‘অধিনায়ক রোহিত শর্মা বিশ্রামে গিয়েছেন ৷ যা দলের সংহতির অন্যতম নিদর্শন ৷’’

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে চোটের কারণে নেই আকাশদীপও ৷ বদলে দলে এসেছেন প্রসিদ্ধ কৃষ্ণ ৷ রোহিত শর্মার বদলি হিসেবে একাদশে জায়গা পেয়েছেন শুভমন গিল ৷ বর্ডার-গাভাসকর ট্রফিতে 2-1 ব্যবধানে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া ৷ ফলে এসসিজি’তে সিরিজ বাঁচাতে নেমেছে টিম ইন্ডিয়া ৷ পারথের অপটাস স্টেডিয়ামে প্রথম টেস্টে জিতে সিরিজ শুরু করেছিল ভারত ৷ জসপ্রীতের নেতৃত্বে ওই ম্যাচের পুনরাবৃত্তি চাইছে দল ৷

‘বিশ্রামে’ যাওয়া প্রথম ভারতীয় অধিনায়ক

সন্তানের জন্মের কারণে পারথ টেস্টে ছিলেন না রোহিত ৷ তারপর দলে ফিরলেও ফর্ম খুঁজে বেড়িয়েছেন ৷ পাঁচ ইনিংসে করেছেন মাত্র 31 রান, গড় 6.20 ৷ যা কোনওভাবেই হিটম্যানোচিত নয় ৷ সেপ্টেম্বর থেকেই ফর্ম পাচ্ছেন না তিনি ৷ 2014 সালের পর এই প্রথম কোনও অধিনায়ক সিরিজের মাঝপথে নিজেকে বাদ দিলেন । 10 বছর আগে, পাকিস্তানের মিসবা-উল-হক খারাপ ফর্মের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওডিআই থেকে নাম প্রত্যাহার করেছিলেন ।

সিডনি টেস্টের একাদশ

ভারতের একাদশ: শুভমান গিল, যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, বিরাট কোহলি, ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা, ধ্রুব জুরেল, নীতীশ কুমার রেড্ডি, প্রসিদ্ধ কৃষ্ণা, জসপ্রীত বুমরা (অধিনায়ক), মহম্মদ সিরাজ

অস্ট্রেলিয়ার একাদশ: উসমান খোয়াজা, স্যাম কনস্ট্যাস, মারনাস লাবুসেন, স্টিভ স্মিথ, ট্র্যাভিস হেড, বো ওয়েবস্টার, অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, স্কট বোল্যান্ড, নাথান লায়ন

আরও পড়ুন

Last Updated : Jan 3, 2025, 7:16 AM IST

ABOUT THE AUTHOR

...view details