পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

অস্ট্রেলিয়া সফরে যাবেন শামি? কিউয়ি অভিযান শুরুর আগে বড় আপডেট অধিনায়কের

আপাতত বেঙ্গালুরুতে চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন মহম্মদ শামি ৷ আগামী মাসেই শুরু বর্ডার-গাভাসকর ট্রফি ৷ বঙ্গ পেসারকে নিয়ে আর কী আপডেট দিলেন রোহিত?

By ETV Bharat Sports Team

Published : 4 hours ago

ROHIT ON SHAMI
শামি ও রোহিত (AP/IANS)

বেঙ্গালুরু, 15 অক্টোবর:মহম্মদ শামির বাইশ গজে প্রত্য়াবর্তন নিয়ে জল্পনা অব্যাহত ৷ চোটের জায়গায় নতুন করে ব্যথা অনুভব করেছেন বঙ্গ পেসার ৷ কতিপয় সংবাদমাধ্যমের সেই দাবি নস্যাৎ করে দিনকয়েক আগে শামি অনুরাগীদের জানিয়েছিলেন, ভুয়ো খবর এড়িয়ে চলতে ৷ অথচ নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের আগে কার্যত সংবাদমাধ্যমের সেই রিপোর্টেই সিলমোহর দিলেন রোহিত শর্মা ৷ ভারত অধিনায়ক জানালেন, অস্ট্রেলিয়া সফরে শামির খেলা এখন ঘোর অনিশ্চয়তার মধ্যে ৷

সম্প্রতি শুরু হওয়া রঞ্জি ট্রফিতে খেলার সম্ভাবনা থাকলেও প্রথম দু'ম্যাচ বাংলার স্কোয়াডে ছিলেন না শামি ৷ তা দেখেই অনুরাগীরা বুঝেছিলেন শামি এখনও পুরোপুরি সুস্থ নন ৷ শামি নিজেও জানিয়েছিলেন একশো শতাংশ সুস্থ না-হয়ে মাঠে নামার কথা ভাববেনও না তিনি ৷ আর মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে এসে রোহিত শর্মা বললেন, "অস্ট্রেলিয়া সফরে ওর (শামির) খেলার বিষয়টি অনিশ্চিত বলেই মনে হচ্ছে ৷"

ভারত অধিনায়ক আরও বলেন, "শামির পুনরায় সমস্যা হয়েছে ৷ হাঁটুতে ব্যথা অনুভব করায় ফের কয়েককদম পিছিয়ে গিয়েছে ও ৷ সবমিলিয়ে নতুন করে শুরু করতে হচ্ছে ৷" চিকিৎসক এবং ফিজিয়োদের সঙ্গে আপাতত জাতীয় ক্রিকেট অ্য়াকাডেমিতেই শামি সময় কাটাচ্ছেন বলে স্পষ্ট জানান 'হিটম্য়ান' ৷ রোহিত কথায়, "আমরা আশা তবুও রাখছি ৷ তবে অপ্রস্তুত অবস্থায় শামিকে আমরা কখনোই অস্ট্রেলিয়ায় নিয়ে যেতে চাই না ৷"

আপাতত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট তালিকার মগডালে ভারতীয় দল ৷ সম্প্রতি ঘরের মাঠে বাংলাদেশকে চুনকাম করেছে রোহিতের ভারত ৷ আগামী মাসে হাইভোল্টেজ বর্ডার-গাভাসকর ট্রফি খেলতে উড়ে যাওয়ার আগে আগামিকাল থেকে ঘরের মাঠে নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে ভারত ৷ বেঙ্গালুরুতে প্রথম টেস্টের পর সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টেস্ট অনুষ্ঠিত হবে যথাক্রমে পুনে ও মুম্বইয়ে ৷

ABOUT THE AUTHOR

...view details