ETV Bharat / sports

যমুনায় ঝাঁপ মহম্মদ কাইফের, মুহূর্তের মধ্যে ভাইরাল ভিডিয়ো - MOHAMMAD KAIF VIDEO VIRAL

বোট থেকে যমুনা নদীতে ঝাঁপ প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফের ৷ তারপরই সটান ডুব ৷ উঠলেন বেশ খানিকটা দূরে ৷ দেখুন ভিডিয়ো ৷

MOHAMMAD KAIF VIDEO VIRAL
যমুনা নদীতে মহম্মদ কাইফ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 30, 2024, 7:27 PM IST

প্রয়াগরাজ, 30 ডিসেম্বর: যমুনা নদীতে 'পবিত্র ডুব' দিচ্ছেন ভারতের জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফ ৷ আগামী 13 জানুয়ারি উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভ শুরু হতে চলেছে। 12 বছর পর হবে মহাকুম্ভ মেলা। প্রয়াগরাজে এই মেলাকে কেন্দ্র করে ইতিমধ্যে উন্মাদনা তুঙ্গে। সেজে উঠছে প্রয়াগরাজ। আর মহাকুম্ভ শুরু হওয়ার আগেই যমুনা নদীতে সাঁতার কাটলেন মহম্মদ কাইফ ৷ পাশাপাশি বোট থেকে একেবারে স্টান্টের মতো করে যমুনা নদীতে ঝাঁপ। জলে ডুব দিয়ে বেশ কিছুক্ষণ জলের তলায় থাকলেনও ৷

ইতিমধ্যেই তারকা ক্রিকেটারের এই ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায় ৷ ক্রিকেটারের পরিবারের সদস্যরা তাঁর এই দৃশ্য বন্দি করেছেন ৷ ওই ভিডিয়োয় দেখা গিয়েছে, কাইফ নৌকা থেকে নদীতে লাফ দিয়ে ডুব দিচ্ছেন ৷ তারপর বেশ কিছুক্ষণ জলে তাঁকে দেখা যাচ্ছে না ৷ খানিক দূরে তিনি ফের মাথাচাড়া দিয়ে উঠছেন ৷ কখনও নৌকার কাছে আসছেন তো কখনও দূরে ৷ সাঁতারের একাধিক টেকনিক তিনি প্রয়োগ করছেন ৷ ক্রিকেটার গতকাল তাঁর এক্স হ্যান্ডেলে এই ভিডিয়োটি পোস্ট করেছেন ৷ ক্যাপশানে তিনি লিখেছেন, "এই যমুনা নদীতেই সাঁতার শিখেছি ৷" সেইসঙ্গে তারকা ক্রিকেটার হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন, সঙ্গম ও প্রয়াগরাজ ৷

নৌকায় উপস্থিত তাঁর পরিবারের সদস্যদের বলতে শোনা গিয়েছে, কাইফ যমুনা নদীতে সাঁতার শিখেছেন ৷ বছরের পর বছর ধরে অনুশীলনও করেছেন। এদিন আবার সেই ছোটবেলাতেই ফিরে গেলেন। কাইফের ছেলেও এদিন নৌকায় ছিল ৷ বাবাকে নদীতে সাঁতার কাটতে দেখে অবাক হয়ে গিয়েছে সে। আনন্দও প্রকাশ করেছে ৷ কাইফের এই ভিডিয়োয় নেটাগরিকরা বেশ প্রশংসা করেছেন পাশাপাশি ভিডিয়েটি ব্যাপকভাবে শেয়ারও করা হয়েছে ৷ নৌকার মাঝির সঙ্গে ক্রিকেটারের কথোপকথনও শোনা গিয়েছে ভিডিয়োতে।

প্রয়াগরাজ, 30 ডিসেম্বর: যমুনা নদীতে 'পবিত্র ডুব' দিচ্ছেন ভারতের জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফ ৷ আগামী 13 জানুয়ারি উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভ শুরু হতে চলেছে। 12 বছর পর হবে মহাকুম্ভ মেলা। প্রয়াগরাজে এই মেলাকে কেন্দ্র করে ইতিমধ্যে উন্মাদনা তুঙ্গে। সেজে উঠছে প্রয়াগরাজ। আর মহাকুম্ভ শুরু হওয়ার আগেই যমুনা নদীতে সাঁতার কাটলেন মহম্মদ কাইফ ৷ পাশাপাশি বোট থেকে একেবারে স্টান্টের মতো করে যমুনা নদীতে ঝাঁপ। জলে ডুব দিয়ে বেশ কিছুক্ষণ জলের তলায় থাকলেনও ৷

ইতিমধ্যেই তারকা ক্রিকেটারের এই ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায় ৷ ক্রিকেটারের পরিবারের সদস্যরা তাঁর এই দৃশ্য বন্দি করেছেন ৷ ওই ভিডিয়োয় দেখা গিয়েছে, কাইফ নৌকা থেকে নদীতে লাফ দিয়ে ডুব দিচ্ছেন ৷ তারপর বেশ কিছুক্ষণ জলে তাঁকে দেখা যাচ্ছে না ৷ খানিক দূরে তিনি ফের মাথাচাড়া দিয়ে উঠছেন ৷ কখনও নৌকার কাছে আসছেন তো কখনও দূরে ৷ সাঁতারের একাধিক টেকনিক তিনি প্রয়োগ করছেন ৷ ক্রিকেটার গতকাল তাঁর এক্স হ্যান্ডেলে এই ভিডিয়োটি পোস্ট করেছেন ৷ ক্যাপশানে তিনি লিখেছেন, "এই যমুনা নদীতেই সাঁতার শিখেছি ৷" সেইসঙ্গে তারকা ক্রিকেটার হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন, সঙ্গম ও প্রয়াগরাজ ৷

নৌকায় উপস্থিত তাঁর পরিবারের সদস্যদের বলতে শোনা গিয়েছে, কাইফ যমুনা নদীতে সাঁতার শিখেছেন ৷ বছরের পর বছর ধরে অনুশীলনও করেছেন। এদিন আবার সেই ছোটবেলাতেই ফিরে গেলেন। কাইফের ছেলেও এদিন নৌকায় ছিল ৷ বাবাকে নদীতে সাঁতার কাটতে দেখে অবাক হয়ে গিয়েছে সে। আনন্দও প্রকাশ করেছে ৷ কাইফের এই ভিডিয়োয় নেটাগরিকরা বেশ প্রশংসা করেছেন পাশাপাশি ভিডিয়েটি ব্যাপকভাবে শেয়ারও করা হয়েছে ৷ নৌকার মাঝির সঙ্গে ক্রিকেটারের কথোপকথনও শোনা গিয়েছে ভিডিয়োতে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.