ETV Bharat / sports

বোর্ডের নির্দেশ না-মেনে বিতর্কে সিএবি, আসরে নামতে হল মহারাজকে - BENGAL CRICKET ASSOCIATION

সময়সীমা পেরিয়ে গেলেও বোর্ডের সাধারণ সভার জন্য প্রতিনিধির নাম পাঠাল না সিএবি ৷ যা নিয়ে দেখা দিয়েছে বিতর্ক ৷

SOURAV GANGULY
সৌরভ গঙ্গোপাধ্য়ায় (GETTY)
author img

By ETV Bharat Sports Team

Published : Dec 30, 2024, 7:04 PM IST

Updated : Dec 30, 2024, 7:09 PM IST

কলকাতা, 30 ডিসেম্বর: সদিচ্ছার অভাব থাকলে অনেক কিছু হয়ে থাকে। যার ব্যাখ্যা মেলানো কঠিন হয়ে দাঁড়ায়। রাজ্য় ক্রিকেট সংস্থার অন্দরমহলে এখন কান পাতলে শোনা যাচ্ছে এই কথা। বর্ষশেষ এবং বর্ষবরণের মাঝামাঝি সময়টা সিএবি'তে দুলকি চালের আবহ বিরাজ করে। মাঝে মাঝে সেটা এতটাই বাড়াবাড়ি পর্যায়ে চলে যায় যে, সামাল দেওয়া মুশকিল হয়। পরিস্থিতি স্বাভাবিক করতে সৌরভ গঙ্গোপাধ্য়ায়কে পর্যন্ত আসরে নামতে হয়। কেন এই গৌড়চন্দ্রিকা?

আগামী 12 জানুয়ারি বিসিসিআই'য়ের বিশেষ সাধারণ সভা। যেখানে সচিব এবং কোষাধ্যক্ষ নির্বাচন করা হবে। তার জন্য বোর্ডের অধীনে থাকা সব রাজ্য ক্রিকেট সংস্থাকে তাদের প্রতিনিধিদের নাম পাঠাতে বলেছিল বিসিসিআই। নিয়ম মেনে সেটাই করেছে সব ক্রিকেট সংস্থা। ব্যতিক্রম সিএবি ৷ বাংলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের থেকে বোর্ডে কোনও নাম জমা পড়েনি। অথচ বিসিসিআই'য়ের তরফ থেকে সময় ছিল যথেষ্টই ৷ 27 ডিসেম্বর সন্ধে 8টা পর্যন্ত ছিল সময়সীমা। কিন্তু সেই সময়সীমা পার হওয়ার পর নড়েচড়ে বসে সিএবি।

জয় শাহ বোর্ড সচিব থেকে আইসিসি চেয়ারম্যান হয়েছেন। ফলে তাঁর ছেড়ে যাওয়া কুর্সিতে বসবেন নতুন কেউ। কোষাধ্যক্ষ আশিস সেলারের মেয়াদ ফুরিয়েছে। সেই পদেও নতুন কাউকে বাছাই করতে হবে। আর সেটা করবেন বোর্ডের অধীনে থাকা 34টি ক্রিকেট সংস্থার প্রতিনিধিরা। তার আগে বোর্ড অনুমোদিত 35টি সংস্থা সময়মত তাদের প্রতিনিধিদের নাম পাঠিয়েছে ৷ একমাত্র তালিকায় সিএবি'র কোনও প্রতিনিধির নাম নেই।

বিসিসিআই তাদের ওয়েবসাইটে তালিকাও প্রকাশ করেছে ৷ সিএবি অবশ্য ড্যামেজ কন্ট্রোলে নেমে জানিয়েছে, সব কাগজপত্র প্রস্তুতই ছিল। কিন্তু 27 ডিসেম্বর শেষ দিনের ব্যাপারটা হয়তো কোনওভাবে মাথা থেকে বেরিয়ে গিয়েছিল সকলের। পরদিনই পাঠিয়ে দেওয়া হয়েছে। এবার দেখা যাক বোর্ড বিষয়টিতে অনুমোদন দেয় কি না ৷ প্রতিনিধি হিসেবে নাম গিয়েছে সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের নামই।

পরিস্থিতি সামাল দিতে আসরে নেমেছেন প্রাক্তন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্য়ায়। তিনি বিষয়টি সামলাচ্ছেন। যদিও নিয়ম বলছে সময়সীমা পার হয়ে গেলে কোনও নাম গ্রহণ হয় না। কিন্তু হার্ড কপি পাঠানোর শেষ তারিখ যেহেতু 30 ডিসেম্বর, তাই নিয়মের ফাঁক খুঁজে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে। সিএবি প্রেসিডেন্ট স্নেহশিস গঙ্গোপাধ্যায় বোর্ডের অস্থায়ী সচিব হতে পারেন বলে জল্পনা ছিল। যদিও স্নেহাশিস জানিয়েছিলেন, তাঁর কাছে কোনও প্রস্তাব আসেনি। আসলে ভেবে দেখবেন ৷ এমন আবহে সিএবি কেন এমন করল, তা নিয়ে বোর্ডের অন্দরেও জল্পনা।

আরও পড়ুন:

কলকাতা, 30 ডিসেম্বর: সদিচ্ছার অভাব থাকলে অনেক কিছু হয়ে থাকে। যার ব্যাখ্যা মেলানো কঠিন হয়ে দাঁড়ায়। রাজ্য় ক্রিকেট সংস্থার অন্দরমহলে এখন কান পাতলে শোনা যাচ্ছে এই কথা। বর্ষশেষ এবং বর্ষবরণের মাঝামাঝি সময়টা সিএবি'তে দুলকি চালের আবহ বিরাজ করে। মাঝে মাঝে সেটা এতটাই বাড়াবাড়ি পর্যায়ে চলে যায় যে, সামাল দেওয়া মুশকিল হয়। পরিস্থিতি স্বাভাবিক করতে সৌরভ গঙ্গোপাধ্য়ায়কে পর্যন্ত আসরে নামতে হয়। কেন এই গৌড়চন্দ্রিকা?

আগামী 12 জানুয়ারি বিসিসিআই'য়ের বিশেষ সাধারণ সভা। যেখানে সচিব এবং কোষাধ্যক্ষ নির্বাচন করা হবে। তার জন্য বোর্ডের অধীনে থাকা সব রাজ্য ক্রিকেট সংস্থাকে তাদের প্রতিনিধিদের নাম পাঠাতে বলেছিল বিসিসিআই। নিয়ম মেনে সেটাই করেছে সব ক্রিকেট সংস্থা। ব্যতিক্রম সিএবি ৷ বাংলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের থেকে বোর্ডে কোনও নাম জমা পড়েনি। অথচ বিসিসিআই'য়ের তরফ থেকে সময় ছিল যথেষ্টই ৷ 27 ডিসেম্বর সন্ধে 8টা পর্যন্ত ছিল সময়সীমা। কিন্তু সেই সময়সীমা পার হওয়ার পর নড়েচড়ে বসে সিএবি।

জয় শাহ বোর্ড সচিব থেকে আইসিসি চেয়ারম্যান হয়েছেন। ফলে তাঁর ছেড়ে যাওয়া কুর্সিতে বসবেন নতুন কেউ। কোষাধ্যক্ষ আশিস সেলারের মেয়াদ ফুরিয়েছে। সেই পদেও নতুন কাউকে বাছাই করতে হবে। আর সেটা করবেন বোর্ডের অধীনে থাকা 34টি ক্রিকেট সংস্থার প্রতিনিধিরা। তার আগে বোর্ড অনুমোদিত 35টি সংস্থা সময়মত তাদের প্রতিনিধিদের নাম পাঠিয়েছে ৷ একমাত্র তালিকায় সিএবি'র কোনও প্রতিনিধির নাম নেই।

বিসিসিআই তাদের ওয়েবসাইটে তালিকাও প্রকাশ করেছে ৷ সিএবি অবশ্য ড্যামেজ কন্ট্রোলে নেমে জানিয়েছে, সব কাগজপত্র প্রস্তুতই ছিল। কিন্তু 27 ডিসেম্বর শেষ দিনের ব্যাপারটা হয়তো কোনওভাবে মাথা থেকে বেরিয়ে গিয়েছিল সকলের। পরদিনই পাঠিয়ে দেওয়া হয়েছে। এবার দেখা যাক বোর্ড বিষয়টিতে অনুমোদন দেয় কি না ৷ প্রতিনিধি হিসেবে নাম গিয়েছে সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের নামই।

পরিস্থিতি সামাল দিতে আসরে নেমেছেন প্রাক্তন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্য়ায়। তিনি বিষয়টি সামলাচ্ছেন। যদিও নিয়ম বলছে সময়সীমা পার হয়ে গেলে কোনও নাম গ্রহণ হয় না। কিন্তু হার্ড কপি পাঠানোর শেষ তারিখ যেহেতু 30 ডিসেম্বর, তাই নিয়মের ফাঁক খুঁজে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে। সিএবি প্রেসিডেন্ট স্নেহশিস গঙ্গোপাধ্যায় বোর্ডের অস্থায়ী সচিব হতে পারেন বলে জল্পনা ছিল। যদিও স্নেহাশিস জানিয়েছিলেন, তাঁর কাছে কোনও প্রস্তাব আসেনি। আসলে ভেবে দেখবেন ৷ এমন আবহে সিএবি কেন এমন করল, তা নিয়ে বোর্ডের অন্দরেও জল্পনা।

আরও পড়ুন:

Last Updated : Dec 30, 2024, 7:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.