মুম্বই, 23 জানুয়ারি: বছরদশেক আগে শেষবার যখন রঞ্জি খেলেছিলেন, তাঁর ব্য়াটে এসেছিল শতরান ৷ তখন কেরিয়ারের মধ্যগগনে তিনি ৷ দশ বছর পর যখন প্রথম শ্রেণির ক্রিকেটে ফিরলেন তখন তাগিদটা অন্য রোহিত গুরুনাথ শর্মার ৷ বোর্ডের ফতোয়া তো রয়েইছে ৷ তার চেয়েও বড় কথা লাল-বলের ক্রিকেটে সাম্প্রতিক ব্যাড-প্যাচ ভাবিত করে তুলেছে মুম্বইকরকে ৷ তাই কথামত বৃহস্পতিবার জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে ঘরের মাঠে রঞ্জিতে তাঁর প্রত্য়াবর্তন হল বটে, কিন্তু বজায় থাকল ব্যাটে রানের খরা ৷ তিন রানে ফিরলেন আন্তর্জাতিক ক্রিকেটে 48টি শতরানের মালিক ৷
টস জিতে এদিন ঘরের মাঠে প্রথমে ব্য়াটিংয়ের সিদ্ধান্ত নেন মুম্বই অধিনায়ক আজিঙ্কা রাহানে ৷ কিন্তু তাঁর সিদ্ধান্ত কার্যত ব্যুমেরাং হয়ে ফেরে ৷ রোহিতের সঙ্গে এদিন মুম্বই ইনিংসের গোড়াপত্তনে নেমেছিলেন আসন্ন চ্য়াম্পিয়ন্স ট্রফির জন্য ঘোষিত স্কোয়াডের আরেক ওপেনার যশস্বী জয়সওয়াল ৷ তিনি ফিরলেন চার রানে ৷ চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডের আরেক সদস্য শ্রেয়স আইয়ারের ইনিংসও লম্বা হল না ৷ পঞ্জাব কিংসের নয়া দলনায়ক আউট হলেন 11 রানে ৷