নয়াদিল্লি, 17 ডিসেম্বর: আর্থিক তছরুপের অভিযোগ এনে নির্বাচনের আগে কড়া চ্যালেঞ্জ দেওয়ার চেষ্টা করেছিলেন ৷ কিন্তু তাতে কোনও লাভ হল না ৷ দিল্লি ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট পদে বসা হল না কীর্তি আজাদের ৷ তৃণমূল কংগ্রেস সাংসদকে বড় ব্যবধানে হারিয়ে মঙ্গলবার পুনরায় দিল্লি ও ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট পদে বসলেন রোহন জেটলি ৷ 1983 বিশ্বকাপজয়ী ভারতীয় দলের ক্রিকেটারকে অরুণ জেটলি-পুত্র হারালেন আটশো ভোটে ৷
রোহনের পাশাপাশি ক্রিকেট সংস্থার অন্যান্য গুরুত্বপূর্ণ পদেও জয়ী হয়েছেন তাঁরই শিবিরের প্রার্থীরা ৷ 2020 সালে প্রথমবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় ডিডিসিএ প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছিল প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলির পুত্র রোহন জেটলি ৷ এক বছর বাদে আইনজীবী বিকাশ সিংকে বড় ব্যবধানে হারিয়ে পুনর্নির্বাচিত হন তিনি ৷ উল্লেখ্য, অরুণ জেটলিও 1999 থেকে 2013 সাল পর্যন্ত ডিডিসিএ প্রেসিডেন্ট পদ সাফল্যের সঙ্গে সামলেছিলেন ৷
জয়ের জন্য প্রয়োজন ছিল 1207 ভোট ৷ কিন্তু কীর্তি আজাদকে হারানোর পথে রোহন জেটলি পেলেন 1577টি ভোট ৷ যা প্রয়োজনের তুলনায় অনেক বেশি ৷ অন্যদিকে কীর্তি আজাদের ঝুলিতে গিয়েছে 777টি ভোট ৷ রোহন জেটলি শিবিরেরই শিখা কুমার নির্বাচিত হয়েছেন ভাইস-প্রেসিডেন্ট ৷ সচিব এবং কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন যথাক্রমে অশোক শর্মা ও হরিশ সিংলা ৷ যুগ্ম-সচিব পদে জয়ী অমিত গ্রোভার ৷