কলকাতা, 12 জুলাই: আগামিকাল অর্থাৎ শনিবার কলকাতা লিগে ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান মরশুমের প্রথম ডার্বি ৷ কিন্তু বৃহস্পতিবার ডার্বির ম্যানেজার্স মিটিংয়ে গরহাজির মোহনবাগান সুপার জায়ান্টের প্রতিনিধি ৷ বৃহস্পতিবার ডার্বির আটচল্লিশ ঘণ্টা আগে আইএফএ অফিসে এই মিটিং হওয়ার কথা ছিল ৷ ম্যাচ কমিশনার অরিন্দম ভট্টাচার্য, রেফারি অ্যাসোসিয়শনের প্রতিনিধি সুব্রত দাস এবং ইস্টবেঙ্গল এফসি'র প্রতিনিধি অরিত্র দত্ত উপস্থিত থাকলেও আসেননি মোহনবাগান সুপার জায়ান্টের প্রতিনিধি ৷
ম্যানেজার্স মিটিংয়ে অনুপস্থিত মোহনবাগান সুপার জায়ান্ট (ইটিভি ভারত) ফলে প্রশ্ন উঠছে, তা হলে কি গত বছরের মতো এবারেও ডার্বি থেকে নাম প্রত্যাহার করে নেবে সবুজ-মেরুন শিবির ? সন্ধে 6টায় মিটিং শুরু হওয়ার কথা থাকলেও, 50 মিনিট মোহনবাগান প্রতিনিধির জন্য অপেক্ষা করেন ম্যাচ কমিশনার অরিন্দম ভট্টাচার্য, রেফারি অ্যাসোসিয়েশনের প্রতিনিধি সুব্রত দাস এবং ইস্টবেঙ্গলের প্রতিনিধি অরিত্র দত্ত ৷ তারপর তাঁরা বেরিয়ে যান ৷ মোহনবাগান সুপার জায়ান্টের তরফে যদিও রাতেই আইএফএ'কে জানানো হয় যে কলকাতার বাইরে থাকায় তাদের পক্ষে বৃহস্পতিবারের বৈঠকে উপস্থিত থাকা সম্ভব হয়নি।
তাই নিয়মমাফিক ডার্বি হবে বলেই আশাবাদী বাংলা ফুটবলের নিয়ামক সংস্থার সচিব অনির্বাণ দত্ত ৷ ডার্বির টিকিটও বিক্রি শুরু হয়ে গিয়েছে আগেই ৷ আইএফএ সচিব অনির্বাণ দত্ত বলেছেন, "আমাদের কাছে এমন কোনও খবর নেই, যে মোহনবাাগান এই ম্যাচ খেলবে না ৷ ম্যানেজার্স মিটিংয়ে ওরা না আসতে পারলেও ম্যাচ করার ক্ষেত্রে কোনও সমস্যা হয় না ৷ ওনারা হয়ত কোনও কাজে আটকে পড়েছেন ৷" তাই মোহনবাগান সুপার জায়ান্ট ম্যানেজার্স মিটিংয়ে না-এলেও, ডার্বি হবে না একথা বলা যাচ্ছে না ৷
মোহনবাগান না-আসায়, তাদের প্রতিনিধিকে মিটিং থেকেই ফোন করেছিলেন আইএফএ কর্তারা ৷ তবে সেই ফোন তিনি তোলেননি বলেই জানিয়েছেন অনির্বাণ দত্ত ৷ তিনি বলেন, "আমাদের অফিস থেকে ফোন করা হয়েছিল মোহনবাগান প্রতিনিধিকে ৷ ফোনে পাওয়া যায়নি ৷" বৈঠকে না-এলেও ম্যানেজার্স মিটিং-এর মিনিটস আইএফএ'র পৌঁছে যাবে মোহনবাগানের কাছে ৷ এমনটাই জানিয়েছেন আইএফএ সচিব ৷ এই মিটিংয়ে মূলত জার্সির রঙ ঠিক হয় ৷ সেই অনুযায়ী ঠিক হয়েছে, লাল-হলুদ জার্সি পরেই খেলবে ইস্টবেঙ্গল ৷
উল্লেখ্য, আইএফএ-এর সঙ্গে বকেয়া টাকা নিয়ে অনেকদিন ধরেই তিক্ততা চলছে সবুজ-মেরুনের ৷ সেই জন্যই কি এই মিটিং অনুপস্থিতি ? আইএফএ সচিব বলেন, "আমার সঙ্গে কোনও সমস্যা নেই ৷ তাঁরা তো কলকাতা লিগের অন্য ম্যাচ খেলছেন ৷ আশা করব তাঁরা ডার্বিটাও খেলবেন ৷ কিছু টাকা আমাদের তরফে মিটিয়ে দেওয়া হচ্ছে ৷"