ETV Bharat / state

সপরিবারে রামোজি ফিল্ম সিটি ঘুরে দেখলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার - SUKANTA MAJUMDAR IN RFC

রামোজি ফিল্ম সিটিতে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার ৷ ঘুরে দেখলেন দর্শনীয় স্থান ৷

SUKANTA MAJUMDAR IN RFC
সপরিবারে রামোজি ফিল্ম সিটি ঘুরে দেখলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : 9 hours ago

Updated : 8 hours ago

হায়দরাবাদ, 9 জানুয়ারি: রামোজি ফিল্ম সিটিতে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার ৷ তাঁর সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী কোয়েল মজুমদার এবং দুই মেয়ে সৃজা (বড়) ও শ্রীময়ী (ছোট) ৷ স্ত্রী ও সন্তানদের নিয়ে ফিল্ম সিটির বিভিন্ন অংশ ঘুরে দেখেন তিনি ৷

কেন্দ্রের শিক্ষা এবং উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলির উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার ৷ তিনি অবশ্য তাঁর এই সফর নিয়ে কোনও মন্তব্য করতে চাননি ৷ তবে জানা গিয়েছে, পারিবারিক ভ্রমণের অংশই ছিল তাঁর এই রামোজি ফিল্ম সিটি ঘুরে দেখা ৷

সপরিবারে রামোজি ফিল্ম সিটি ঘুরে দেখলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার (ইটিভি ভারত)

তবে সুকান্ত মজুমদার তো শুধু কেন্দ্রীয় মন্ত্রী নন, তিনি দু’বারের সাংসদ ৷ বালুরঘাট লোকসভা আসন থেকে 2019 ও 2024, পর পর দু’বার জয়ী হয়েছেন তিনি ৷ পাশাপাশি তিনি এখন পশ্চিমবঙ্গে বিজেপির সভাপতি ৷ তিনি এখন হেভিওয়েট রাজনীতিবিদ ৷ সেই কারণেই রামোজি ফিল্ম সিটিতে তাঁর এই সফর ঘিরে আগ্রহ তৈরি হয়েছে ৷ তিনি কোথায় কোথায় ঘুরলেন, কী কী দেখলেন, তা জানতেই তৈরি হয়েছে আগ্রহ ৷

SUKANTA MAJUMDAR IN RFC
সপরিবারে রামোজি ফিল্ম সিটি ঘুরে দেখলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার (নিজস্ব চিত্র)

জানা গিয়েছে, তিনি রামোজি ফিল্ম সিটির বার্ডস পার্ক, লন্ডন স্ট্রিট, হাওয়া মহল, ইউরেকা, ফান্ডাস্থানে যান ৷ তাঁর পরিবারের সদস্যরা রামোজি মুভি ম্যাজিক দেখেন ৷

SUKANTA MAJUMDAR IN RFC
সপরিবারে রামোজি ফিল্ম সিটি ঘুরে দেখলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার (নিজস্ব চিত্র)

উল্লেখ্য, রামোজি ফিল্ম সিটি-তে বছরভর বিভিন্ন শুটিং যেমন হয়, তেমন এটা একটা জনপ্রিয় পর্যটন কেন্দ্রও ৷ সারা বছরই দেশ বিদেশের বহু মানুষ ভিড় জমান এখানে ৷ বিভিন্ন জনপ্রিয় সিনেমার শুটিংস্পট দেখতে যেমন ভিড় জমে পর্যটকদের, তেমনই সেখানে থাকা আরও একাধিক দর্শনীয় স্থানও দেখেন ঘুরতে আসা মানুষ ৷

SUKANTA MAJUMDAR IN RFC
সপরিবারে রামোজি ফিল্ম সিটি ঘুরে দেখলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার (নিজস্ব চিত্র)

সেভাবেই সুকান্ত মজুমদার গিয়েছিলেন ৷ জানা গিয়েছে, একেবারে সাধারণ দর্শকদের মতোই তিনি ঘুরে দেখেছেন রামোজি ফিল্ম সিটির বিভিন্ন এলাকা ৷

হায়দরাবাদ, 9 জানুয়ারি: রামোজি ফিল্ম সিটিতে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার ৷ তাঁর সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী কোয়েল মজুমদার এবং দুই মেয়ে সৃজা (বড়) ও শ্রীময়ী (ছোট) ৷ স্ত্রী ও সন্তানদের নিয়ে ফিল্ম সিটির বিভিন্ন অংশ ঘুরে দেখেন তিনি ৷

কেন্দ্রের শিক্ষা এবং উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলির উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার ৷ তিনি অবশ্য তাঁর এই সফর নিয়ে কোনও মন্তব্য করতে চাননি ৷ তবে জানা গিয়েছে, পারিবারিক ভ্রমণের অংশই ছিল তাঁর এই রামোজি ফিল্ম সিটি ঘুরে দেখা ৷

সপরিবারে রামোজি ফিল্ম সিটি ঘুরে দেখলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার (ইটিভি ভারত)

তবে সুকান্ত মজুমদার তো শুধু কেন্দ্রীয় মন্ত্রী নন, তিনি দু’বারের সাংসদ ৷ বালুরঘাট লোকসভা আসন থেকে 2019 ও 2024, পর পর দু’বার জয়ী হয়েছেন তিনি ৷ পাশাপাশি তিনি এখন পশ্চিমবঙ্গে বিজেপির সভাপতি ৷ তিনি এখন হেভিওয়েট রাজনীতিবিদ ৷ সেই কারণেই রামোজি ফিল্ম সিটিতে তাঁর এই সফর ঘিরে আগ্রহ তৈরি হয়েছে ৷ তিনি কোথায় কোথায় ঘুরলেন, কী কী দেখলেন, তা জানতেই তৈরি হয়েছে আগ্রহ ৷

SUKANTA MAJUMDAR IN RFC
সপরিবারে রামোজি ফিল্ম সিটি ঘুরে দেখলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার (নিজস্ব চিত্র)

জানা গিয়েছে, তিনি রামোজি ফিল্ম সিটির বার্ডস পার্ক, লন্ডন স্ট্রিট, হাওয়া মহল, ইউরেকা, ফান্ডাস্থানে যান ৷ তাঁর পরিবারের সদস্যরা রামোজি মুভি ম্যাজিক দেখেন ৷

SUKANTA MAJUMDAR IN RFC
সপরিবারে রামোজি ফিল্ম সিটি ঘুরে দেখলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার (নিজস্ব চিত্র)

উল্লেখ্য, রামোজি ফিল্ম সিটি-তে বছরভর বিভিন্ন শুটিং যেমন হয়, তেমন এটা একটা জনপ্রিয় পর্যটন কেন্দ্রও ৷ সারা বছরই দেশ বিদেশের বহু মানুষ ভিড় জমান এখানে ৷ বিভিন্ন জনপ্রিয় সিনেমার শুটিংস্পট দেখতে যেমন ভিড় জমে পর্যটকদের, তেমনই সেখানে থাকা আরও একাধিক দর্শনীয় স্থানও দেখেন ঘুরতে আসা মানুষ ৷

SUKANTA MAJUMDAR IN RFC
সপরিবারে রামোজি ফিল্ম সিটি ঘুরে দেখলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার (নিজস্ব চিত্র)

সেভাবেই সুকান্ত মজুমদার গিয়েছিলেন ৷ জানা গিয়েছে, একেবারে সাধারণ দর্শকদের মতোই তিনি ঘুরে দেখেছেন রামোজি ফিল্ম সিটির বিভিন্ন এলাকা ৷

Last Updated : 8 hours ago
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.